রিজার্ভ ব্যাংকে নতুন চাকরি ২০২৫ – অফিসার পদে ১২০ নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া বিস্তারিত

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো অর্থনীতির মূল স্তম্ভ। এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI এর পক্ষ থেকে “গ্রুপ বি অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটাই মোক্ষম সুযোগ। একাধিক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন। চাকরির পরীক্ষার সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন – পদ অনুযায়ী শূন্য পদের শ্রেণীবিন্যাস, বয়স সীমা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো এই প্রতিবেদনের মাধ্যমে। আগ্রহী চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। 

নিয়োগ সংস্থা :- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিসেস বোর্ড কর্তৃক ২০২৫ সালের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। 

শূন্য পদের সংখ্যা :- মোট ১২০ টি শূন্য পদ রয়েছে। গ্রেড বি-র অ‌ফিসার পদের জেনারেল ক্যাডার, ডিইপিআর ক্যাডার, ডিএসআইএম ক্যাডার পদে নিয়োগ করা হবে। 

পদের নাম :- গ্রেড বি অফিসার

শিক্ষাগত যোগ্যতা :- ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোন বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তিন বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে, তপশিলি জাতি উপজাতি বা বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫ নম্বর থাকতে হবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী থাকলে আবেদন করা যাবে। 

আরোও পড়ুন:- Alumni Certificate আবেদনের সঠিক পদ্ধতি কি? জানুন বিস্তারিত।

বয়স সীমা :- ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের ১ তারিখ অনুসারে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর। তবে, তপশিলি জাতি উপজাতি বা বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

বেতন স্কেল :- গ্রেড বি অফিসার পদে নিয়োগ করা চাকরিপ্রার্থীদের মাসিক বেতন হিসেবে ৭৮,৪৫০ টাকা দেওয়া হবে। 

আবেদন প্রক্রিয়া :- আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.rbi.org.in তে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজে থাকা “অ্যাপ্লাই ফর গ্রেড বি অফিসার” এখানে ক্লিক করতে হবে। এরপর আবেদন পত্র শো করবে পেজে, সেখানে নিজের সমস্ত ডিটেলস সঠিকভাবে পূরণ করতে হবে। উল্লেখিত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। সর্বশেষে আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

আবেদন মূল্য :- জেনারেল, ওবিসি, ইডাবলুএস ক্যাটেগরিদের জন্য আবেদন মূল্য রয়েছে ৮৫০ টাকা + ১৮ শতাংশ জিএসটি।

তফসিলি উপজাতি, পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য আমাদের মূল্য রয়েছে ১০০ টাকা + ১৮ শতাংশ জিএসটি।

নিয়োগ প্রক্রিয়া :- গ্রেড বি অফিসার পদে নিয়োগের জন্য দুটি লিখিত পরীক্ষা হবে। প্রথম লিখিত পরীক্ষাকে phase I এবং দ্বিতীয় লিখিত পরীক্ষাকে phase II বলা হয়েছে। 

প্রথম পরীক্ষা হবে সম্ভবত অক্টোবরে এবং দ্বিতীয় পরীক্ষাটি হবে ডিসেম্বরের দিকে। দুটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। 

আবেদন শুরু হয়েছে ১০ই সেপ্টেম্বর থেকে, আবেদনের শেষ সময়সীমা রয়েছে ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। যে সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার পদে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

Join Group Join Group