আধার কার্ডের নতুন নিয়ম। সংশোধনের আগে জেনে নিন এই নিয়ম!

আধার কার্ড দেশের নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ন একটি পরিচয়পত্র। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার এই আধার কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকদের একটি ছাতার তলায় আনতে চেয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে আধার কার্ডের কাজ কার্যকর করেন। ২০১৬ সালে আধার কার্ডের কাজ শুরু করে কেন্দ্র সরকার। দেশের প্রত্যেক মানুষের জন্য বৈধ পরিচয় পত্র হিসাবে আধার কার্ড তৈরি করা হয়। প্রতিটি নাগরিকের নাম, বাবা কিংবা স্বামীর নাম, জন্ম তারিখ ও ঠিকানা উল্লেখ থাকে এই কার্ডে। এই সঙ্গে এই কার্ডে থাকে প্রতিটি ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট ও রেটিনা স্কান দ্বারা তৈরী পৃথক আধার নম্বর। বর্তমানে প্রতি ক্ষেত্রে আধার কার্ড এক প্রকারের বাধ্যতামূলক হয়ে পড়েছে। ব্যাংক একাউন্ট, বীমা, রেশন, ব্যবসা, চাকরির পরীক্ষা, কাজ, ভ্রমণ ও সরকারি প্রকল্পের সুবিধা সমস্ত ক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন। আধার কার্ডের সাথে প্যানকার্ড, ভোটার কার্ড, ব্যাংক একাউন্ট ও রেশন কার্ড সহ বিভিন্ন কার্ডের লিংক করা হয়েছে স্বচ্ছ পরিষেবার জন্য.তবে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সরকারি প্রকল্পের সুবিধা ছাড়া আধার সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। এমনকি, ভোটার তালিকা সংশোধন অর্থাৎ SIR – এর ক্ষেত্রে আধার কার্ড গ্রাহ্য করার অনুরোধ মেনে নিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

আধার কার্ডের সমস্যা হল এর ভুল সংশোধন। আধার কার্ড হোল্ডারের নাম, বাবা অথবা স্বামীর নাম, ঠিকানা ও জন্ম তারিখ বিভিন্ন অংশে একাধিক বানান ভুলের কারণে সমস্যায় পড়েন আধার কার্ডধারী ব্যক্তিরা। এমনকি, মহিলারা বিবাহের পর পদবী পরিবর্তন করতে গিয়েও সমস্যার মুখোমুখি হয়। এমনকি বিবাহের পর স্বামীর নাম আধার কার্ডে সংযুক্ত করতে গিয়েও সমস্যায় পড়েন মহিলারা। সেই সাথে আধার সেবা কেন্দ্র গুলির সংখ্যা কমও একটা বড় সমস্যা। অনলাইনে বাড়ীতে বসে আধার কার্ডের কিছু পরিবর্তন করা যায়। তবে তার সংখ্যা খুবই সীমিত। বড় পরিবর্তন করতে গেলে অবশ্যই সরকারি আধার সেবা কেন্দ্রে যেতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নং যুক্ত করা হয়েছে। এই মোবাইল নম্বরের মাধ্যমে OTP দিয়ে আধার ভেরিফিকেশন করেও আধার কার্ডের কিছু সংশোধন করা যায়।

এই সমস্যা সমাধানে নতুন নিয়ম আনল কেন্দ্র সরকার। আধার কার্ড কর্তৃপক্ষ আধার সংশোধনের ক্ষেত্রে নিয়ম বদল করেছে। এবার থেকে সম্পূর্ণ নতুন নিয়মে আধার কার্ড সংশোধন করা হবে। এমন নির্দেশ জারি করেছে UIAI অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, যার হাতেই দায়িত্ব আছে আধার কার্ডের।

আরোও পড়ুন:- ই-শ্রম কার্ড ২০২৫- আর্থিক সুবিধা পেতে চলেছে লক্ষ লক্ষ ভারতীয়।

UIAI এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী বিবাহ সূত্রে বা অন্য কোন আইনগত কারণে আধার কার্ডের বাবার নাম, স্বামীর নাম অথবা অভিভাবকের নাম পরিবর্তনের নিয়ম বদল করা হয়েছে। এখন আরও সহজেই এই নিয়ম বদল করা যাবে। বাড়ীতে বসেই এই পরিবর্তন বা সংযুক্তকরণ করা যাবে। অনলাইনের মাধ্যমেই এই সংশোধন করা যাবে।

নতুন নিয়ম অনুযায়ী এই পরিবর্তনের জন্য আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম ও ক্যাপচা কোর্ড দিয়ে LOG IN WITH OTP করতে হবে। আধার কার্ডের সাথে যুক্ত নির্দিষ্ট মোবাইল নম্বরে প্রাপ্ত OTP দিয়ে লগ ইন করতে হবে। এরপর ড্যাসবোর্ডে গিয়ে “অ্যাড্রেস আপডেট” অপসেন যেতে হবে। সেখানে হেড অফ ফ্যামিলি অপসনে গিয়ে নিজের পছন্দ মতো নাম পরিবর্তন করতে হবে। সেখানে হেড অফ ফ্যামিলি অপশানে ক্লিক করে স্বামীর নাম দিতে হবে এবং তার সাথে স্বামীর আধার কার্ডের নং দিতে হবে। যদি আপনার আধার কার্ডের বাবার নাম ভুল থাকে তাহলে ঐ অপশানে বাবার আধার কার্ডের থাকা সঠিক নাম ও আধার কার্ড নং দিতে হবে। এমনকি একই ভাবে স্বামীর না উল্লেখ থাকা সত্ত্বেও বাবার নামও যুক্ত করা যাবে। আবার একই ভাবেই মায়ের নামও আপডেট করা যাবে। তারপর সেখানে ঐ ব্যক্তি অর্থাৎ হেড অফ দ্যা ফ্যামিলির সাথে নিজের সম্পর্ক আপডেট করতে হবে। এরপর ডকুমেন্টস হিসাবে একটু সেলফ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মে হেড অফ ফ্যামিলি স্বাক্ষর লাগবে। তারপর সেই ফর্ম স্ক্যান করতে আপলোড করতে হবে। তারপর ফিস পেমেন্ট করে সেই রিসিপ্ট আবার আপলোড করতে হবে।

এই পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথি :-নিজের ও স্বামী অথবা বাবার আধার কার্ডের তথ্য। সেলফ ডিক্লারেশন ফর্ম দিতে হবে। সেই সঙ্গে ৫০ টাকা ফিস।
আধার কার্ড সম্পর্কিত এই সমস্ত পরিবর্তন সম্পর্কে আরও আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে নজির রাখুন।

Leave a Comment

Join Group Join Group