বদলে গেল ইউপিআই লেনদেনের নিয়ম, গুগ্‌ল পে, ফোন পে-তে টাকা পাঠাতে লাগবে না পিন! জানুন বিস্তারিত।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পহেলা অক্টোবর থেকে সরকারি অনেক ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করা হয়েছে। এইবার ইউপিআই লেনদেনের নিয়মে বড়সড়ো পরিবর্তন আসতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে গুগল পে, ফোন পে-তে ট্রান্সফারের সময় কোন পিন লাগবে না। তাহলে নতুন কোন উপায় অবলম্বন করা হবে টাকা ট্রান্সফারের সময়? এই তথ্য সম্পর্কে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
জানা যাচ্ছে, দীপাবলীর আগেই ইউপিআই লেনদেনের নিয়মে পরিবর্তন করে দেওয়া হবে। ইউপিআই অর্থাৎ ‘ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস’ বা ইউপিআইয়ের লেনদেনের ক্ষেত্রে দীপাবলি সময় থেকেই পিনের পরিবর্তে বায়োমেন্ট্রিক পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এখন ইউপিআই ব্যবহারকারীরা চিন্তায় পড়েছেন এ নতুন নিয়মে কি ভালো হতে চলেছে? নতুন নিয়মে কী কী সুবিধা পাবেন ব্যবহারকারীরা? নাকি এই নতুন নিয়ম আরও সমস্যায় ফেলবে ব্যবহারকারীদের?

এনপিসিআই তরফ থেকে একটি বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে ডিজিটাল লেনদেনকে আরো সহজ ও জনপ্রিয় করার জন্য উৎসবের মৌসুমে এমন পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার। তবে এই সহজতম পদ্ধতি চালু করার আগে ইউপিআই এর নিরাপত্তের অবস্থা আরো সুরক্ষিত করার চিন্তা আমরা করা হয়েছে। এছাড়া টাকা দেওয়া নেওয়ার সময় পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর আপনি নেট যেটা এতদিন পর্যন্ত টাকা ট্রান্সফারের আগে ইনপুট করতে হতো, এ নতুন নিয়ম অনুযায়ী এই পিন ইনপুট করার আর প্রয়োজন পড়বে না।

নতুন নিয়ম অনুযায়ী কোন পরিবর্তন করা হলো :-

এতদিন পর্যন্ত ইউপিআই লেনদেনের সময় টাকা ট্রান্সফারের আগে ছয় সংখ্যার পিন কোর্ড ব্যবহার করতে হতো। এই পিন কোড কোন কারণে ভুল হয়ে গেলে টাকা পাঠানো যেত না। এর জন্য অনেকের সমস্যা দেখা দিত। সমস্ত ব্যক্তিরা পিন কোড ভুলে যেত তাদের পক্ষে সমস্যাটা হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আপনি বায়োমেট্রিক সিস্টেম অনুযায়ী আঙ্গুলের ছাপ বা মুখের ছবির মাধ্যমে প্রমাণিকরণ হিসাবে ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন। এই নতুন নিয়ম গ্রাহকদের আরো সহজ করে দেবে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে।

আরোও পড়ুন:- মদের দোকান ও বার খোলার সুযোগ, পশ্চিমবঙ্গে মদের বার খোলার লাইসেন্স করার আবেদন পদ্ধতি জেনে নিন!

প্রসঙ্গত,মঙ্গলবার, ৭ অক্টোবর কেন্দ্রীয় আর্থিক পরিষেবা সচিব এম নাগরাজু জানিয়েছেন, ‘‘আঙুলের ছাপ বা মুখাবয়বের স্বীকৃতি অনুমোদিত হওয়ায় ব্যবহারকারীদের আর পিন মনে রাখতে হবে না।’’ এক কথায় সংশ্লিষ্ট পরিষেবাটিকে বায়োমেট্রিকে বদলে ফেলা হচ্ছে বলে স্পষ্ট করেছেন তিনি।

এই বায়োমেট্রিক পদ্ধতিতে টাকা ট্রান্সফার করা যাবে একজন গ্রাহক দিনে ৫ হাজার টাকা পর্যন্ত আদান-প্রদান করতে পারবে। তবে, আগামীতে এই লেনদেনের সীমা আর বৃদ্ধি করা হবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় প্রতিষ্ঠান। এমনটাই জানিয়েছেন, আর্থিক পরিষেবা সচিব নাগরাজু।

নতুন পদ্ধতি বিশ্লেষণ:- নতুন নিয়ম অনুযায়ী গ্রাহক পৃথক ইউপিআই অ্যাপ ব্যবহার করে পিন সেট বা রিসেট করার সুযোগ পাবেন। এটি করার জন্য আধারভিত্তিক মুখাবয়বের স্বীকৃতি ব্যবহার করতে হবে। এর জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও গ্রাহক যদি একবার পিন রিসেট করেন, তা হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে বাধ্যতামূলক ভাবে ইউপিআই অ্যাপের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করে দিতে হবে। এরকম ঘটনা ঘটলে গ্রাহককে ৯০ দিন পর্যন্ত কোন লেনদেন করতে দেওয়া হবে না। অর্থাৎ তার ইউপিআই একাউন্টে নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকবে। ৯০ দিন পর আবার ব্যবহারকারী সেটিকে পুনরায় চালু করতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী, আপনি যদি একই জায়গা বার বার টাকা পাঠান তাহলে প্রতি ক্ষেত্রে লেনদেনের অনুমতি আপনাকেই নির্দিষ্ট করতে হবে। ইতিমধ্যে এনপিসিআই তরফে ইউপিআই ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে প্রয়োজনে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অর্থাৎ এই নতুন নিয়ম কার্যকর হওয়ার ফলে যে সমস্ত ব্যক্তিদের পিন কোড ভুলে যাওয়ার মতন সমস্যা ছিল তাদের জন্য এই ইউপিআই লেনদেন প্রক্রিয়া আরও সহজতর হয়ে গেল। এর ফলে এই অ্যাপের জনপ্রিয়তার বৃদ্ধি পাবে বেশি মানুষের মধ্যে। অনেকেই পিন মনে রাখার সমস্যার কারণে এই অ্যাপ এড়িয়ে চলতেন। ইউপিআই লেনদেন প্রক্রিয়ার সহজতর করে দেওয়ার ফলে আরো বেশি গ্রাহক এই অ্যাপ ব্যবহারের দিকে ঝুঁকবেন। অর্থাৎ ইউপিআই লেনদেন প্রক্রিয়া আগের থেকে আরও সহজ হয়ে গেল গ্রাহকের সমস্ত রকম সর্তকতা বজায় রেখে বায়োমেট্রিক সিস্টেম চালু হওয়ার মাধ্যমে।

Join Group Join Group