এতদিন পর্যন্ত আধার কার্ড ডিজিটাল কপি ডাউনলোড করতে হলে UIDAI ওয়েবসাইট বা mAadhaar অ্যাপ ব্যবহার করতে হতো। কিন্তু এবার থেকে আপনি WhatsApp এর মাধ্যমে আধার কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন। আমরা সবাই জানি, আধার কার্ড একটি অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেটি স্কুল-কলেজের এডমিশন থেকে শুরু করে ব্যাংকিং কাজে এবং পাসপোর্ট তৈরি, সরকারি প্রকল্প আবেদনে এবং স্কলারশিপ আবেদনে এছাড়া আরো অন্যান্য গুরুত্বপূর্ণ অফিশিয়াল কাজে আধার কার্ড গুরুত্বপূর্ণ নথি হিসাবে পরিগণিত হয়। আধার কার্ড তৈরি করার পরে তা ডিজিটাল কপি পাওয়ার জন্য এখন থেকে কোন লগইন ডিটেলস বা পাসওয়ার্ড লাগবে না। এগুলি ছাড়াই হোয়াটসঅ্যাপ থেকে খুব সহজে আধার কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারবেন।
UIDAI এখন WhatsApp মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করার সুবিধা এনে দিয়ে সাধারণ মানুষের কে আরো সুবিধা করে দিয়েছে। এই প্রক্রিয়া অনেক দ্রুততর এবং সহজতর তাই কোন অসুবিধা বা সমস্যা ছাড়াই আপনি খুব সহজে এটা করে ফেলতে পারবেন। নিম্নে কিভাবে স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে ডাউনলোড করবেন সেটি দেখানো হলো।
ডাউনলোড পদ্ধতি:-
১) সবার প্রথম আপনার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টে MyGov হেল্পডেস্ক নম্বর +91-901315151 এই নম্বরটি সেভ করে ফেলুন।
২) এরপর আপনার whatsapp খুলে এই সেভ করা নম্বরে Hi বা Namaste লিখে পাঠাতে হবে।
৩) এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে উত্তর গুলো দেওয়া হবে তার মধ্যে আপনি কয়েকটি সরকারি বিকল্প পাবেন। বিকল্প থেকে আপনি ডিজিটাল আধার ডাউনলোড বিকল্পটি নির্বাচন করুন।
৪) এরপর আপনার আঁধার নম্বর ইনপুট করুন এবং এটি ভেরিফাই করুন।
৫) এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে এটি ভেরিফাই করুন।
৬) সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার আধার কার্ডটি আপনার whatsapp এর পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবেন। আপনি ভবিষ্যতের জন্য এটি ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে পারেন।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড করার সুবিধা কি :-
১) whatsapp এর মাধ্যমে আধার কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে হলে কোন রকম লগইন ডিটেলস মনে রাখা দরকার নেই।
২) হোয়াটসঅ্যাপে আধার PDF অ্যাক্সেস করা খুব দ্রুত এবং খুব সহজে হয়ে যায়।
৩) whatsapp ব্যবহারকারীরা খুব সহজেই এই পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন। বিশেষ করে যারা অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করতে জানেন না, তাদের জন্য এই পদ্ধতি খুবই সহজ।
৪) সব থেকে নিরাপদ বিষয় হলো হোয়াটসঅ্যাপে ওটিপি ভেরিফাই করার পরেই আধার কার্ড ডাউনলোড করা যাবে এর জন্য কোনরকম কারচুপি হওয়ার সম্ভাবনা নেই।
আরোও পড়ুন:- কেন্দ্র সরকারের অধীনস্থ স্কুলে ৭২৬৭শূন্য পদে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগ, আবেদনের শেষ তারিখ অন্যান্য তথ্য।
আপনিও যদি আধার কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে চাইছেন, তাহলে খুব সহজ এবং দ্রুত পদ্ধতি অবলম্বন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আধার কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করে ফেলতে পারবেন।