NPS নাকি UPS, কোথায় বিনিয়োগ করলে আপনি সবথেকে বেশি এবং নিশ্চিত রিটার্ন পেতে পারবেন!

প্রত্যেকটি ব্যক্তি যে পরিমাণ আয় করেন, তার থেকে একেটা নির্দিষ্ট অংশ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন। এই বিনিয়োগ করার একটাই কারণ, বিনিয়োগের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিটার্ন পাওয়া যায়। তবে এক্ষেত্রে দেখে নেওয়া উচিত কোন আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে সব থেকে বেশি লাভজনক এবং নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। 

আজকে এমনই দুটো বিনিয়োগ স্কিম নিয়ে আলোচনা করব, যে দুটির মধ্যে কোনটিতে আপনি বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন পাবেন। 

আমরা সবাই NPS অর্থাৎ National Pension scheme এবং UPS অর্থাৎ Unified Pension Scheme কথা শুনেছি। এই দুটোই হলো বর্তমানে চালু থাকা দেশের পেনশন স্কিম। এখন অনেকেই বুঝতে পারেন না কোন পেনশন স্কিমে বেশি লাভজনক নিশ্চিত রিটার্ন প্রদান করে। 

আরোও পড়ুন:- ডিজিটাল ফার্মার আইডি কার্ড চালু করা হলো কৃষকদের জন্য, জেনে নিন আবেদন পদ্ধতি!

২০০৪ সালে প্রথম এনপিএস স্কিম চালু করা হয়। যদিও সেই সময় শুধুমাত্র সরকারি কর্মচারীরা, কর্পোরেট কর্মচারীরা এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। 

এরপরই ইউপিএস স্কিম চালু হয়। যেখানে এনপিএস সরাসরি বাজারে বিনিয়োগ করে তাই এখান থেকে নিশ্চিত লাভজনক রিটার্ন পাওয়া যায় না। অন্যদিকে, ইউপিএস স্কিমে বিনিয়োগ করলে নিশ্চিত লাভজনক রিটার্ন পাওয়া যায়। 

যদিও ইউপিএস স্কিমে বেশি লাভজনক নিশ্চিত রিটার্ন পাওয়া যায় তবুও কেন বেশিরভাগ মানুষের ইউপিএস এর প্রতি অনীহা রয়েছে? 

কোন সরকারি কর্মচারীর বেসিক স্যালারি ও ডিএ যে পরিমাণ থাকে, তার ১০ শতাংশ আপনি ইউপিএস এর অধীনে জমা করতে পারবেন। অপরদিকে এই একই পরিমাণ টাকা সরকার দেবে। এছাড়া অতিরিক্ত ৮.৫ শতাংশ টাকা একটি সাধারণ তহবিলে জমা করবে সরকার। এটার থেকে নিশ্চিত পেনশন পাওয়া যায়। এর ফলে যে লাভ হয় একজন কর্মচারী, যেটা এনপিএস-এর ১৪ শতাংশের তুলনায় অনেকটাই বেশি। কিন্তু এরপরও প্রত্যেক ব্যক্তি ইউপিএস স্কিমে বিনিয়োগ পছন্দ করেন না। 

এর কারণ হলো, সম্প্রতি দেখা গিয়েছে আরটিআই-এর রিপোর্ট অনুযায়ী, ২০ জুলাই ২০২৫ পর্যন্ত ইউপিএস-এ বিনিয়োগ করা কর্মচারী রয়েছেন ৩১ হাজারের মতন। 

অন্যদিকে, এনপিএসে বিনিয়োগ করা কর্মচারী রয়েছেন প্রায় ২৩ লক্ষ কাছাকাছি। এই পরিমাণটাই বুঝিয়ে দিচ্ছে কর্মচারীদের প্রথম পছন্দ এনপিএস। 

এর একটাই কারণ, যেহেতু এনপিএস স্কিমে সরাসরি বাজারে বিনিয়োগ করার সুবিধা রয়েছে, তাই জন্য এতে অনিশ্চিত রিটার্ন থাকলেও রিটার্নের পরিমাণ অনেকটাই লাভজনক হয়। অন্যথায়, ইউপিএস স্কিমে নিশ্চিত রিটার্ন থাকলেও লাভের পরিমাণটা কম থাকে। 

সুতরাং বোঝাই যাচ্ছে, প্রত্যেকটি কর্মচারী সুনিশ্চিত রিটার্নের তুলনায় লাভজনক রিটার্নকে বেশি প্রাধান্য দিচ্ছে।

আপনিও যদি বিনিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য জানতে চান, কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে বেশি লাভ, তাহলে এই বিনিয়োগ সংক্রান্ত আরও অন্যান্য তথ্য জানতে এই পেজটি ফলো করে সাথে থাকুন।

Leave a Comment

Join Group Join Group