OPPO Find X9 ডিজাইন কালার ও ফিচার এক নজরে দেখে নিন লঞ্চ হওয়ার আগেই! ওপোফোনের নতুন ফিচার কি কি থাকবে?

অতি শীঘ্রই Oppo কোম্পানি লঞ্চ করতে চলেছে OPPO Find X9। এই ভেরিয়ান্ট লঞ্চের আগেই কোম্পানির অফিসিয়াল ডিজাইন এবং কালার সম্পর্কে জানিয়ে দিয়েছে। খবর সূত্রে আগামী 16 অক্টোবর এর মধ্যে চীনের বাজারে সিরিজের OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনটি পেশ করা হবে। সেই সঙ্গে গ্লোবাল মার্কেটে ও একই সময় ফোনটিকে লঞ্চ করা হবে। সেই সঙ্গে গ্লোবাল মার্কেটে ও একই সময় ফোনটিকে লঞ্চ করা হবে। ভারত বাংলাদেশ ও অন্যান্য দেশগুলিতেও এই ফোনটি পাওয়া যাবে তবে জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে ডিটেলে।

OPPO Find X9 এই মডেলে Frost White মোবাইলটিকে প্রেস করা হবে এই ফোনের গ্লাসের মত টেক্সচার দেওয়ার জন্য বিশেষ ভেলভেট স্ট্যান্ডিং প্রসেস তৈরি করা হয়েছে। এছাড়াও এই মোবাইল ফোনটিতে ভেলভেট red ও ভেলভেট টাইটেনিয়াম কালার অপশন যুক্ত ফোনটিকে লঞ্চ করা হবে বাজারে। এই ফোনটিতে রেড ভেলভেট সহ কালার অপশনে গ্লাস টেকচার সহ মেটালিক সাইন দেওয়া হতে পারে। ভেলভেট টাইটেনিয়াম অপশন এর সঙ্গে মেটালিক সাইন এবং স্ক্রিন ফ্রেন্ডলি ভেলভেটটি ফিনিশ রয়েছে। অন্যান্য প্রিমিয়াম কালার ও সুবিধা থাকবে বলে অফিসিয়াল সূত্রে খবর পাওয়া গিয়েছে।

ফোনটির ক্যামেরার কথা বলা যায় তবে ফোনটির ক্যামেরাতে Squircle ক্যামেরা মডিউল থাকবে এতে চারটি ক্যামেরা লেন্স এবং রিং এলইডি লাইট দেওয়া হবে। ফোনটির সাইডে ডানদিকে ভলিউম এবং পাওয়ার বাটন থাকবে যা কাজ করলে ভলিউম বাড়াতে পারবেন এবং পাওয়ার বাটন এর সাহায্যে ফোনটিকে সুইচ অফ করতে পারবেন।

OPPO Find X9 নিজের এই ফোনটিতে  Media Tek Deminsity 9500 স্যার যুক্ত করা হয়েছে, এটিকে অপ্পো এর Trintity ইঞ্জিনের সঙ্গে অপটিমাইজ করা হয়েছে, এই প্রসেসরের মাধ্যমে হাই পারফরম্যান্স এবং পাওয়ার এফিসিয়েন্সি পাওয়া যাবে। যুক্ত করা হবে যেমন এন্ড্রয়েড সিক্সটিন ও কালার ওএস সিক্সটিনসহ লঞ্চ করা হবে। ফোনটি যদি ডিসপ্লের কথা বলা যায় তবে ফোনটিতে আপনারা পাবেন Tianma Bright Eye প্রটেকশন সহ, কাজ থাকবে অতিরিক্ত ক্ষতিকর লাইকগুলোর ক্ষমতা কমিয়ে দিয়ে ব্যবহারকারীকে স্বচ্ছতা যুক্ত কালারিং ফিল্টার চোখের সামনে উপস্থাপন করা।

Join Group Join Group