মেয়াদ শেষে দুর্দান্ত রিটার্ন পাওয়ার সুযোগ, পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করুন!

একজন ব্যক্তি যত টাকাই ইনকাম করুক, ভবিষ্যতে জন্য ব্যাংকের বা পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করে থাকেন। বাড়িতে টাকা না রেখে ব্যাঙ্ক বা পোস্ট অফিসের টাকা রাখার কারণ, এখানে টাকা রাখলে নির্দিষ্ট মেয়াদ শেষে বিশেষ সুদ সমেত বেশি টাকা ফেরত পাওয়া যায়। বর্তমানে ব্যাংক এবং পোস্ট অফিস বিনিয়োগের ক্ষেত্রে অনেক বেশি সুদ অফার করছে। ব্যাংকের মতন পোস্ট অফিস ও বিভিন্ন রকম স্কিম এনেছেন শিশু থেকে বয়স্ক ব্যক্তিদের জন্য। এই সমস্ত স্কিমে আপনি যদি একটি পিরিয়ড পর্যন্ত টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে দ্বিগুন টাকা রিটার্ন পাওয়ার সুযোগ পাবেন। পোস্ট অফিস একটি কেন্দ্রীয় সরকারের বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান। তাই প্রত্যেকটি ব্যক্তি এই প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করাতে স্বাচ্ছন্দ বোধ করেন। পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের মধ্যে কোন স্কিমে টাকা রাখলে আপনি সর্বোচ্চ সুদ পাবেন? এই সংক্রান্ত বিষয়ে আজকের আলোচ্য বিষয়। সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

সব সময় খেয়াল রাখতে হয় কোন প্রতিষ্ঠানে এবং কোন স্কিম বেশি শুধু অফার করছে খুব অল্প সময়ে। কারণ বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদের সময় এবং সুদের পরিমাণের ওপর নির্ভর করে আপনার লাভের পরিমাণ। বর্তমানে ফিক্সড ডিপোজিট করার ঝোঁক বৃদ্ধি পেয়েছে প্রত্যেক মানুষের মধ্যে। কারণ ফিক্সড ডিপোজিট করলে অনেক বেশি সুদ পাওয়া যায় অল্প সময়ে।

পোস্ট অফিসের ফিক্স ডিপোজিট স্কিম থেকে আপনি নিশ্চিত রিটান পেতে পারেন। এখানে লকইন পিরিয়ড থাকে এক বছর, দু বছর, তিন বছর, চার বছর এমনকি পাঁচ বছরের জন্য। আপনি মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক হিসাবে সুদ পেতে পারেন পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে বর্তমানে 7.5% সুদ দেওয়া হচ্ছে।

আরোও পড়ুন :- রিজার্ভ ব্যাংকে নতুন চাকরি ২০২৫ – অফিসার পদে ১২০ নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া বিস্তারিত


যদি কোনও বিনিয়োগকারী ৫ লক্ষ টাকা ৫ বছরের জন্য এফডিতে বিনিয়োগ করে থাকেন, তাহলে ৫ বছর পর তার সুদের পরিমাণ দাঁড়াবে ২,২৪,৯৭৪ টাকা। মেয়াদ শেষে সব মিলিয়ে মোট টাকা হয়ে দাঁড়াবে ৭,২৪,৯৭৪ টাকা ৷ ডেট ফান্ড মিউচ্যুয়াল ফান্ডের একটি ক্যাটাগরি বিশেষত ফিক্সড ইনকাম সিকিওরিটিজের মত সরকারি বন্ড। এখানে আপনি টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে দ্বিগুণ টাকা রিটার্ন পাবেন।
৬-৯ শতাংশ হারে রিটার্ন দেওয়া হলে ৫ লক্ষ টাকা, ৫ বছরের জন্য ৯ শতাংশ রিটার্ন পাওয়া যাবে। অর্থাৎ ২,৬৯,৩১১ টাকা সুদ পাওয়া যাবে। মেয়াদ শেষে মোট ৫,০০,০০০+২,৬৯,৩১২= ৭,৬৯,৩১২ টাকা হবে।

অর্থাৎ আপনি যদি কোন ভালো আর্থিক প্রতিষ্ঠানে ফিক্সড ডিপোজিট করতে চাইছেন তাহলে, পোস্ট অফিস হতে পারে একদম বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান, যেখানে আপনি বিনিয়োগ করা অর্থ নির্দিষ্ট মেয়াদ শেষে সুদের পরিমাণ যোগ করে আপনার বিনিয়োগেরও দ্বিগুণ অর্থ আপনি রিটার্ন পাবেন। তাহলে আর দেরি কেন, আপনার নিকটবর্তী পোস্টঅফিসে গিয়ে পোস্ট অফিসের আধিকারিকদের সাথে কথা বলে একটি ভালো ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ শুরু করুন।

Join Group Join Group