মদ এমন একটি উত্তেজক পানীয়, যার চাহিদা সারা বছর ধরেই থাকে। বিশেষ করে উৎসব অনুষ্ঠানে এবং পিকনিকের সময় এই উত্তেজক পানীয় চাহিদা আরো বৃদ্ধি পায়। অনেক ব্যক্তি মদের দোকান বা বার খোলার জন্য চিন্তাভাবনা করেন। কিন্তু কোন একটি ব্যবসা বৈধ উপায়ে নিয়মকানুন মেনে দিতে হলে সে ব্যবসার লাইসেন্স করানো উচিত। অনেক ব্যক্তি মদের বার বা দোকান দেওয়ার কথা চিন্তা করল কিভাবে লাইসেন্স করাবেন, লাইসেন্স করার ঝুঁকির কথা ভেবে এই ব্যবসার চিন্তা থেকে সরে আসেন। আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাতে চলেছি পশ্চিমবঙ্গের জন্য মদের বার বা দোকান খুলতে হলে আপনাকে কোন লাইসেন্স ব্যবহার করতে হবে, কিভাবে লাইসেন্সের জন্য আবেদন করবেন এছাড়া এই ব্যবসা সংক্রান্ত আরও যাবতীয় তথ্য থাকবে আজকের এই প্রতিবেদনে।
বিশ্বের প্রত্যেক দেশে মদের ব্যাপক চাহিদা রয়েছে। পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম। মদের চাহিদা বেশি থাকার জন্য এই ব্যবসা থেকে লাভ অনেকটাই উঠে আসে। এজন্য অনেক ব্যক্তি মদের দোকান বা বার বসিয়ে মাসিক উপার্জন করার কথা ভাবেন।
মদের লাইসেন্স কি:-
মদের লাইসেন্স হলো এমন একটি নথি যেটি রাজ্যের যেকোনো একটি স্থানে মদ বিক্রির অনুমতি পত্র প্রদান করে। বৈধ রাষ্ট্রীয় লাইসেন্স ছাড়া কোন ব্যক্তি যদি মদ বিক্রি করেন তাহলে সেটি আইনত অপরাধ। পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর দ্বারা মদের লাইসেন্স দেওয়া হয়। এর জন্য আপনাকে আবগারি দপ্তর থেকে লাইসেন্সের আবেদন পত্র নিয়ে সেটি পূরণ করে সেখানে জমা দিতে হবে। তাছাড়া আপনি অনলাইন মাধ্যমেও আবেদন জানাতে পারবেন। রাজ্য সরকার ২০১২ সালে বেঙ্গল এক্সেজ আইন তৈরির মাধ্যমে মদ বিক্রি লাইসেন্স বাধ্যতামূলক করেছেন। দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে যদি আপনি এটি মদের বার বা দোকান খুলতে চান তাহলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে:-
আরোও পড়ুন:- এপিএল রেশন কার্ডকে কিভাবে বিপিএল রেশন কার্ডে পরিবর্তন করবেন? জানুন পদ্ধতি!
প্রয়োজনীয় যোগ্যতার মানদন্ড:-
১) যিনি ব্যবসা দেবেন, তার বয়সে ২১ বছরের বেশি হতে হবে।
২) ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩) ফৌজদারী আদালতে জামিন অযোগ্য ব্যক্তি মদ বিক্রির জন্য লাইসেন্সের আবেদন করতে পারবেন না।
লাইসেন্সের জন্য অনলাইন আবেদন পদ্ধতি:–
১) সর্বপ্রথম আবেদনকারীকে পশ্চিমবঙ্গ আবগারি অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে excise.wb.gov.in এটাতে প্রবেশ করতে হবে।
২) এরপর হোম স্ক্রীনে ‘নতুন লাইসেন্স’ নামক অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর সিটিজেন কর্নার থেকে ‘প্রস্তুত আবেদন’ অপশনে নির্বাচন করতে হবে।
৪) এরপর একটি পেজ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে। এখানে এগিয়ে যাওয়ার জন্য ক্লিক করুন।
৫) এরপর আপনার বৈধ মোবাইল নম্বর লিখুন যাতে আপনি OTP পেতে পারেন।
৬) রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য OTP লিখুন। এর পরে, এরপর পরবর্তী পেজে আপনি আবেদনপত্র দেখতে পাবেন।
৭) উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
৮) প্রদত্ত আবেদন মূল্য পেমেন্ট করুন।
৯) এরপর আপনি কনফিগারেশন একটা নাম্বার পাবেন। এটি পর কিছুদিন পরেই আবগারি দপ্তর থেকে আপনার আবেদন পত্র মঞ্জুর করবেন এবং আপনি লাইসেন্স পাওয়ার জন্য উপযুক্ত হবেন।
মদ বিক্রির জন্য লাইসেন্সের আবেদনের সময় আপনি স্থায়ী লাইসেন্স অর্থাৎ দীর্ঘমেয়াদি লাইসেন্স নাকি অস্থায়ী লাইসেন্সের জন্য আবেদন করবেন সেটি ভালো করে বুঝে নিয়ে নির্বাচন করবেন। মদের স্থায়ী লাইসেন্স বলতে বোঝায় একটি দীর্ঘমেয়াদী লাইসেন্স, যা সাধারণত বার, রেস্তোরাঁ বা ওয়াইন শপের মতো প্রতিষ্ঠানগুলোকে মদ উৎপাদন, বিক্রি বা পরিবেশনের জন্য অনুমতি দেওয়া হয়। এবং এক বছরের পর লাইসেন্স নবায়নকরণ করানো হয়। অন্যদিকে অস্থায়ী লাইসেন্স হলো যখন ব্যক্তিগত ভ্রমণ কালে বা নির্দিষ্ট সময়ের জন্য মদ বহন ও সেবনের অনুমতি দরকার পরে যাতে আইনি সমস্যা এড়ানো যায় তার জন্য অস্থায়ী লাইসেন্সের আবেদন করার প্রয়োজন হয়।
সারা বিশ্বে এবং পশ্চিমবঙ্গে বছরের পর বছর মদ বিক্রির চাহিদা আরও বৃদ্ধি পাচ্ছে এবং আগের তুলনায় মদ বিক্রির হার অনেক বৃদ্ধি পেয়েছে। আপনিও যদি এটা লাভজনক ব্যবসা করতে ইচ্ছুক থাকেন তাহলে মদের বার-বাহক দোকান খুলতে পারেন। তবে অবশ্যই দোকান খোলার আগে পশ্চিমবঙ্গের আবগারির দপ্তর কর্তৃক জারি করা মদের লাইসেন্স এর জন্য আবেদন করে ব্যবসা শুরু করবেন।