প্যান কার্ড হলো একটি গুরুত্বপূর্ণ নথি, যেটি সাধারণত স্থায়ী অ্যাকাউন্ট নম্বর নামে পরিচিত। ব্যাংক একাউন্ট তৈরিতে এবং আয়কর দাখিলের ক্ষেত্রে, বা শেয়ার বাজারে ব্যবসা করতে হলে আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে প্যান কার্ডের মতন গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন পড়ে। সম্প্রতি প্যানকার্ডের কিছু নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, আপনি যদি প্যান কার্ডের এই নতুন নিয়ম সম্পর্কে অবগত না থাকেন তাহলে অনেক সমস্যার মধ্যে পড়তে পারেন। আজকের এই প্রতিবেদনের নতুন কার্যকর হওয়া প্যানকার্ডের নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্যান কার্ড কিংবা কোন সময় আধার কার্ডের ওপর বিভিন্ন রকম নিয়ম জারি করে থাকে। এই নিয়মগুলো সম্পর্কে যদি আপনি সচেতন না হয়ে থাকেন তাহলে, আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে। যদি এই নতুন নিয়ম সম্পর্কে আপনি না জেনে থাকেন তাহলে আপনাকে পরে আফসোস করতে হবে কিংবা জরিমানা দিতে হবে চড়া মূল্যে। দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্যান কার্ড সংক্রান্ত নতুন কি নিয়ম জারি করা হয়েছে:-
আপনি যদি আগের থেকে প্যান কার্ড নিয়ে থাকেন কিংবা যদি এখন নতুন প্যান কার্ড নেওয়ার কথা ভাবছেন এই দুই ক্ষেত্রেই আপনাকে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক করাতে হবে। যদি আপনি অনেক বছর আগে প্যান কার্ড করিয়ে থাকেন, কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক করার নেই। তাহলে এই কাজটি আপনাকে অবশ্যই করে ফেলতে হবে নইলে আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। যে সমস্ত ব্যক্তি প্রথম বারের মতন প্যান কার্ড করাবেন ভাবছেন তারাও আধার কার্ডের সাথে একেবারে প্যান কার্ডের লিঙ্ক করিয়ে নেবেন। বিশেষ করে করদাতাদের ক্ষেত্রে আধারযুক্ত প্যান কার্ড লিঙ্ক করানোর জন্য সরকার থেকে একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। যদি সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আধার প্যান কার্ড লিঙ্ক না করানো হয় তাহলে তিনি কর দিতে পারবেন না এবং এক্সট্রা জরিমানা নেওয়া হবে। অতিরিক্ত জরিমানা হিসেবে ১০ হাজার টাকা চার্জ দিতে হবে আপনাকে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে আধার ও প্যান কার্ড লিঙ্ক করানোর সময়সীমা দেওয়া হয়েছে ৩১ শে অক্টোবর পর্যন্ত।
অনেক ব্যক্তি মনে করেন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করালে আয়কর দিতে আর কোনো সমস্যা হবে না। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো থাকলেও আপনাকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে এবং এটি কেন্দ্র সরকার পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আপনি যদি আয়কর না দিয়েও থাকেন তাহলেও আপনাকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে নতুবা আপনি কোন রকম লেনদেন করতে পারবেন না। যে সমস্ত ব্যক্তি আয়কর রিটার্ন দেন না তাদের জন্য এই লিংক করার সময় সেবা নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। আপনারা সকলেই নির্দিষ্ট সময়ের মধ্যে আধার ও প্যান কার্ড লিঙ্ক করিয়ে নেবেন।
আধার ও প্যান কার্ড লিংক না করালে আপনাকে কোন সমস্যা সম্মুখীন হতে হবে:-
আদারও প্যান কার্ড লিঙ্ক না করালে আপনি ব্যাংকিং ফাইলিং করতে পারবেন না। কোনরকম আদান-প্রদান করতে পারবেন না। আয়কর জমা দিতে পারবেন না। এর ফলে আপনাকে অতিরিক্ত ১০ হাজার টাকা চার্জ দিতে হবে।
জেনে নিন কিভাবে আধার ও প্যান কার্ড লিঙ্ক করাবেন:
১) সর্বপ্রথম আপনাকে অফিসিয়াল আয়কর ওয়েবসাইট, www.incometax.gov.in-এ লগ ইন করতে হবে।
২) এরপর হোমপেজে এসে Quick Links বিভাগে গিয়ে “Link Aadhaar”-এ ক্লিক করতে হবে।
৩) এরপর কম্পিউটার স্ক্রিনে একটি নতুন উইন্ডো খুলে যাবে।
৪) এরপর আপনার প্যান নম্বর, আধার নম্বর এবং মোবাইল নাম্বার ইনপুট করতে হবে।
৫) এরপর “আমি আমার আধারের বিবরণ যাচাই করি” বলে যে অপশনটি থাকবে সেটা নির্বাচন করুন।
৬) এরপর আপনার রেজিস্টার্ড করা মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। এরপর Validate অপশনে ক্লিক করুন।
আপনার ওটিপি যাচাই করার পরেই আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা হয়ে যাবে। আর যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না করেন তাহলে জরিমানা প্রদান করতে হবে তারপর আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক হবে।
তাহলে আপনি যদি এখনও পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড না লিংক করিয়ে থাকেন তাহলে অবশ্যই ৩১শে ডিসেম্বরের ২০২৫ এর মধ্যে সেটি করিয়ে নেবেন। আর আপনি যদি একজন করদাতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই ৩১ অক্টোবর এর মধ্যে লিঙ্ক করিয়ে নেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না করেন, তাহলে বিভিন্ন সমস্যার মধ্যে পড়বেন। যেহেতু প্যান কার্ড একটি অতি আবশ্যিক গুরুত্বপূর্ণ নথি, তাই প্যান কার্ডের জন্য প্রযোজ্য নিয়ম বিধি অনুসরণ করে কাজ করা উচিত।