বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি এমন একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠানের টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন যেখানে নিশ্চিত লাভজনক গ্যারান্টি সহ সুদ পাওয়া যায়। বর্তমানে বেশিরভাগ ব্যাংক এবং পোস্ট অফিস বিভিন্ন ধরনের নিত্য নতুন স্কিম নিয়ে এসেছে, যার মাধ্যমে অনেক বেশি হারে সুদ প্রদান করা হচ্ছে। আজকের এই প্রতিবেদনে পোস্ট অফিসের এমন একটি স্কিম সম্পর্কে আলোচনা করব, যেখানে আপনি বিনিয়োগ করলে মাসে ৯ হাজারের মতন টাকা পাবেন। পোস্ট অফিস একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। সেই সাথে এখানে একাধিক সুযোগ-সুবিধা পাওয়া যায় বিনিয়োগের ক্ষেত্রে।
আজকে পোস্ট অফিসের এমআইএস অর্থাৎ মাসিক ইনকাম স্কিম সম্পর্কে আলোচনা করা হবে, এটি এমন একটি সরকারি সঞ্চয়, যেখানে আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ এককালীন বিনিয়োগ করলে প্রতিমাসে নির্ধারিত হারে আয়রে সুযোগ পাবেন। বিশেষ করে এই স্কিম ঝুঁকিবিহীন নিরাপদ এবং আপনাকে নিরবিচ্ছিন্ন আয়ের সুযোগ করে দেবে।
কাদের জন্য এই স্কিম সবচেয়ে উপযোগী :- এই মাসিক ইনকাম স্কিম গৃহবধূ, রিটায়ার্ড পারসন, মধ্য বয়সি ব্যক্তিদের জন্য খুবই উপযোগী। অনেক গৃহবধূ এবং রিটায়ার্ড পার্সন এর মাসিক ইনকাম এই স্কিমে বিনিয়োগ থেকে এসে যাবে।
একক ও যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধা
পোস্ট অফিসের এমআইএস স্কিমে আপনি একক একাউন্ট খুলতে পারেন আবার যৌথ ভাবে একাউন্ট খুলতে পারেন। অত্যা দুই রকম ভাবে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করার সুবিধা রয়েছে। একক একাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকার বিনিয়োগ করার সুযোগ পাবেন। যৌথ একাউন্ট সর্বাধিক ১৫ লক্ষ টাকার বিনিয়োগ করার সুযোগ পাবেন। তবে একক একাউন্ট থেকে যৌথ অ্যাকাউন্ট করে বিনিয়োগ করলে আপনি বেশি সুবিধা পাবেন সুদের ক্ষেত্রে। কারণ বিনিয়োগের পরিমাণ বেড়ে গেলে স্বাভাবিক ভাবে সুদের পরিমাণও বেড়ে যাবে।
আরোও পড়ুন:- IRCTC new rules: রেলের টিকিটের সময়সূচি পরিবর্তনের সুযোগ কোনো এক্সট্রা ফি ছাড়াই।
এককালিন বিনিয়োগে আপনি মাসে কত টাকা পাবেন:-
পোস্ট অফিসে এমআইএস স্কিমে বার্ষিক সুদের হার ৭.৪ শতাংশ পরিমাণে পাবেন। এই সুদের হারে আপনি যদি যৌথ অ্যাকাউন্ট করে বিনিয়োগ করেন ১৫ লক্ষ টাকা, তাহলে বার্ষিক সুদের পরিমাণ দাঁড়াবে ১,১১,০০০ টাকা।
অর্থাৎ মাসিক হিসেবে আপনি টাকা পাচ্ছেন ৯২৫০ টাকা। পাঁচ বছর ধরে আপনি ৯২৫০ টাকা নিরবিচ্ছিন্ন আয়ের সুযোগ পাচ্ছেন আপনি।
পোস্ট অফিসের এমআইএস স্কিমের সুবিধা:-
এই স্কিমে আপনার সুদের অংক সরাসরি ব্যাংক একাউন্টে জমা হবে প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট তারিখে। অর্থাৎ আপনি নগদ অর্থ প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট তারিখে হাতে পাবেন। এর ফলে আপনি আপনার প্রয়োজনীয় খরচ করতে পারবেন।
আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন ৫ বছর। পাঁচ বছর ধরে আপনি প্রত্যেক মাসে সুদের পরিমাণ পেয়ে যাবেন নির্দিষ্ট তারিখে। পাঁচ বছর পর আপনি আপনার বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণ পরিমাণ ফেরত পাবেন। এক বছর পূর্ণ হওয়ার আগে আপনি এখন বন্ধ করতে পারবেন না। তবে আপনি এক থেকে তিন বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন তবে এক্ষেত্রে কিছু শতাংশ টাকা কেটে নেওয়া হবে। তবে পাঁচ বছর পর আপনি আবার পুনরায় এই স্কিম চালু করতে পারবেন পরবর্তী ৫ বছরের জন্য।
আপনার হাতে এককালীন টাকা এসে গেলেই আপনি পোস্ট অফিসে গিয়ে বিনিয়োগ করতে পারবেন বছরের যে কোন সময়। তবে পোস্ট অফিসে বিভিন্ন স্কিমে সুদেরা হার অনেক সময় ওঠানামা করে, এইজন্য আগে পোস্ট অফিসের আধিকারিকদের সাথে কথাবার্তা বলে তারপরে বিনিয়োগ করবেন।
পোস্ট অফিসের এমআইএস স্কিমে আপনি বিনিয়োগ করলে চেষ্টা করবেন যৌথ অ্যাকাউন্ট করে বিনিয়োগ করার এতে আপনার লাভের পরিমাণ বৃদ্ধি পাবে। আপনি যদি নিরবিচ্ছিন্ন আয়ের একটি উৎস রাখতে ইচ্ছুক থাকেন তাহলে পোস্ট অফিসের এই স্কিম একটি দুর্দান্ত স্কিম। আপনি যদি এই ব্যাপারে ইচ্ছুক থাকেন, তাহলে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এমআইএস স্কিমে সম্পর্কে ভালো করে জেনে বুঝে নিয়ে ডকুমেন্ট সহযোগে এই স্কিমের আবেদন পত্র জমা করে বিনিয়োগ করে লাভজনক রিটার্ন পাওয়ার সুবিধা গ্রহণ করুন।