আলুর দামে দেখা গেল চরম উদ্বগতি ! আলুর দাম বিপাকে বাড়তে চলেছে সতর্কতা জারি করল রাজ্য

ভাত রুটি হোক কিংবা তরকারি কিংবা বড়সড় কোন ভুয়োবজ আলু ছাড়া মেয়েদের রান্নাঘর যেন কল্পনার বাইরে, এই মুহূর্তে এমন একটা আপডেট এল জানিয়ে চলছে, তুমুল আলোচনা। গ্রাম হাট থেকে শুরু করে শহরের বাজার যেখানেই চোখ রাখুন না কেন আলুর দাম বেড়েছে সব জায়গায়। তবে আলু চাষীদের জন্য রয়েছে এটি খুশির খবর আলুর চাষীদের মুখে রয়েছে হাসি কেননা তারা তাদের চাষ করা ফসলের দাম পাচ্ছে উচ্চ দামে কিন্তু অন্যদিকে সাধারণ মানুষ এই আলোই বাজারে কিনতে গেলে বেশি টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে তাই ক্রেতাদের কপালে পড়েছে ভাজ।

আগে বাজারে গেলে এক কিলো আলু কিনতে গেলে খরচ ছিল তুলনামূলক কম আর এখন যেটা বাড়তি টাকা দিয়ে আপনাকে বাজার থেকে কিনতে হবে। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জানিয়ে দেবো জেলা ভিত্তিক আলুর দাম কত হয়েছে কত টাকা বেড়েছে ইত্যাদি। 

চাষিরা বলছে আলু চাষের উৎপাদন আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে সার, বিজ, শ্রম সবকিছুর দাম আগের তুলনায় অনেক বেশি আবার আবহাওয়া এবছর তেমন অনুকূল ছিলনা অনিয়মিত বৃষ্টি দেখা গিয়েছে কখনো করা কখনো ঝড় ফসল ফলনে প্রত্যাশিত হয়নি এ বছর। তাই এ বছর সরবরাহ কম রয়েছে তাই সরাসরি এর পুরো প্রভাবটা করেছে আলুর দামের উপর। আলু ব্যবসায়ীরা বলছে সরবরাহ ও সংরক্ষণ খরচ আগের তুলনায় অনেক বেশি কেননা হিমঘরে আলু রাখার চার্জ অনেকটাই বেড়েছে গাড়ি ভাড়া বেড়েছে অনেকটাই এই খরচ হয়েছে আগের তুলনায় অনেক বেশি।

জেলা ভিত্তিক আলুর দাম জেনে নিন

কুইন্টাল প্রতি আলুদাম
নদীয়া জেলার আলুর দাম১৬০০ টাকা
হুগলি জেলার আলুর দাম১৫৫০ টাকা
বর্ধমান জেলায় আলুর দাম ১৫৮০ টাকা
উত্তর ২৪ পরগনা জেলার আলুর দাম১৬২০ টাকা
মালদা জেলার আলুর দাম১৫৭০ টাকা
মুর্শিদাবাদ জেলায় আলুর দাম১৬৫০ টাকা

কোন জেলায় আলুর দাম বেশি আবার কোন জেলায় আলুর দাম কম তবে দাম বাড়লে সবার প্রথম প্রভাব পড়ে সাধারণ মানুষের রান্না করে তবে আশা করা যায় নতুন ফসল উঠলে বাজারে সরবরতা বাড়বেই আর দাম কিছুটা হলেই কম হবে।

Join Group Join Group