আপনি কি ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ার শুরু করতে ইচ্ছুক রয়েছেন? তাহলেই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একাধিক পদে বিপুল শূন্য পদ পূরণের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার যদি ব্যাংকে চাকরি করতে স্বপ্ন থাকে তাহলে এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে আবেদন করুন। বিভিন্ন জেলা থেকে আবেদন করা যাবে। একাধিক পদ রয়েছে আবেদনের জন্য, আপনি আপনার পছন্দ মতন এবং আপনার শিক্ষাগত যোগ্যতার উপর বেস করে আবেদন করতে পারবেন। এই প্রতিবেদনে আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন – শূন্য পদের সংখ্যা, শূন্য পদের ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, বেতন স্কেল, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়ার সংক্রান্ত তথ্য বিস্তারিত তুলে ধরা হলো।
নিয়োগ সংস্থা | ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে নিয়োগ করা হবে। |
শূন্য পদের সংখ্যা | মোট শূন্য পদের সংখ্যা ১৭১ টি। |
অফিসিয়াল ওয়েবসাইট | www.indianbank.in |
আবেদন প্রক্রিয়া | অনলাইন |
অ্যাপ্লিকেশন ফর্ম | আবেদন করতে ক্লিক করুন |
পদের নাম:- চিফ ম্যানেজার থেকে শুরু করে, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে নিয়োগ করা হবে। নিয়োগকারী কর্মীরা ব্যাংকিং সংস্থার ইনফরমেশন টেকনোলজি থেকে শুরু করে কর্পোরেট ক্রেডিট অ্যানালিসিস, ইনফরমেশন সিকিউরিটি, ফিন্যান্সিয়াল অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট-সহ বিভিন্ন বিভাগে কাজের সুযোগ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা:- চিফ ম্যানেজার পদে আবেদনের জন্য বয়স থাকতে হবে ২৮ থেকে ৩৬ বছরের মধ্যে। সিনিয়র ম্যানেজার পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স থাকতে হবে ২৫ থেকে ৩৩ বছরের মধ্যে এবং ম্যানেজার পদে আবেদনকারীদের ক্ষেত্রে বয়স থাকতে হবে ২৩ থেকে ৩১ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় দেওয়া হবে।
আরোও পড়ুন:- স্কুলে ৮,৪৭৭ ক্লার্ক ও গ্রুপ ‘ডি’ পদে কর্মী নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি।
বেতন স্কেল:- বিভিন্ন পদের স্কেল অনুযায়ী কর্মীদের বেতনক্রম নির্ধারিত করা রয়েছে। এক্ষেত্রে মাসিক বেতন নূন্যতম ৬৪,৮২০-৯৩,৯৬০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০২,৩০০-১.২০,৯৪০ টাকা পর্যন্ত হতে পারে।
আবেদন প্রক্রিয়া:- আবেদনকারীদের ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইন্ডিয়ান ব্যাংকে যদি আপনার রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর ইউজার আইডি দিয়ে লগইন করে আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করে, উল্লিখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদনমূল্য জমা দিয়ে সাবমিট করতে হবে। আবেদন মূল্যের একটি রিসিভ কপি আপনার নিজের কাছে রাখবেন ভবিষ্যতের রেফারেন্সের জন্য।
আবেদন মূল্য:- সংরক্ষিত ক্যাটাগরিদের জন্য আবেদন মূল্য রয়েছে ১৭৫ টাকা। অসংরক্ষিতদের ক্যাটাগরির জন্য আবেদনমূল্য রয়েছে ১,০০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া:- কিছু পদের ক্ষেত্রে মার্কশিট নম্বর, ইন্টারভিউর মাধ্যমে প্রাথমিক বাছাই পর্বের পর নিয়োগ করা হবে কর্মীদের। কিছু পদের ক্ষেত্রে অনলাইন লিখিত পরীক্ষার এবং ইন্টারভিউ নেওয়া হবে। আপনি কোন পদের জন্য আবেদন করবেন, সেই সংশ্লিষ্ট পদের জন্য কোন ধরনের নিয়োগ প্রক্রিয়ায় রয়েছে তা জানার জন্য ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।
আবেদন করার শেষ তারিখ ১৩ অক্টোবর। এখনো বেশ কিছুদিন সময় রয়েছে আবেদন করার জন্য। আপনি যদি আপনার ক্যারিয়ার ব্যাংকিং সেক্টরে শুরু করতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। ইন্ডিয়ান ব্যাংকে পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রার্থীরা ব্যাংকে চাকরির স্বপ্ন পূরণ করার সুযোগ পাবেন।