RBI অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে। একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ খুঁজছিলেন তাদের জন্য অত্যন্ত সুখবর। ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ প্রক্রিয়ার আবেদনপত্র প্রকাশিত হয়ে গিয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন এছাড়া আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য সম্বন্ধে জানতে হলে এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
পদের নাম: গ্রুপ বি তিনটি বিভাগে নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা: মোট শূন্য পদের সংখ্যা ১২০ টি। বিভাগ অনুযায়ী শূন্য পদের সংখ্যার পরিসংখ্যান :-
সাধারণ বিভাগে শূন্য পদ রয়েছে ৮৩ টি।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ২০ টি শূন্য পদ রয়েছে।
অর্থনৈতিক ও নীতি গবেষণা বিভাগে ১৭ টি শূন্য পদ রয়েছে।
বয়স সীমা: এই বিভাগ গুলিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে এমফিল এবং পিএইচডি যোগ্যতাধারী আবেদনকারীরা ৩২ থেকে ৩৪ বছরের মধ্যে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: সাধারণ বিভাগের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে স্নাতক স্তরে ৬০ শতাংশ নাম্বার থাকতে হবে। এক্ষেত্রে SC/ST ক্যাটাগরিদের জন্য ৫০ শতাংশ নাম্বার থাকতে হবে।
স্নাতকোত্তর ডিগ্রী থাকলে ৫৫ শতাংশ নাম্বার থাকতে হবে, তবে SC/ST ক্যাটাগরিদের জন্য পাস নাম্বার থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়া CA বা যেকোন পেশাদার ডিগ্রী থাকলেও আবেদন করা যাবে।
আরোও পড়ুন: RRB Group D CBT Exam 2025 – পরীক্ষা তারিখ, অ্যাডমিট কার্ড ও প্রস্তুতি গাইড বিস্তারিত তথ্য জেনে নিন?
অর্থনৈতিক ও নীতি গবেষণা বিভাগে আবেদন করতে হলে আবেদনকারীর অর্থনীতি বিষয়ে ৫৫ শতাংশ নাম্বার সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। PGDM বা MBA ডিগ্রি থাকলেও আবেদনের যোগ্য হবে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে আবেদনের জন্য আবেদনকারীকে পরিসংখ্যান বা গাণিতিক অর্থনীতিতে ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতকোত্ত ডিগ্রি থাকতে হবে। এছাড়াও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট থেকে এম. স্ট্যাট ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: বেতন স্কেল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আর বি আই এর অফিসের ওয়েবসাইটটি ফলো করুন।
আবেদন প্রক্রিয়া: আবেদন করা যাবে আর বি আই এর অফিসিয়াল অনলাইন প্রসেসের মাধ্যমে।
১) আবেদনকারীকে প্রথমে আর বি আই এর অফিসিয়াল ওয়েবসাইট অ্যাক্সেস করতে হবে।
২) এরপরে কেরিয়ার ট্যাবের অধীনে opportunities@RBI এখানে যেতে হবে।
৩) এরপর আর বি আই গ্রেট বি নিয়োগ শীর্ষক লিংককে ক্লিক করতে হবে।
৪) এরপর নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি সহযোগে রেজিস্টার করতে হবে।
৫) এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। যে বিভাগের জন্য আবেদন করতে চাইছেন সেটি উল্লেখ করতে হবে।
৬) উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
৭) সবশেষে আবেদন কি জমা দিয়ে একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে। সব কাজ থেকে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন ফি: সাধারণ ক্যাটেগরিদের জন্য আবেদনের ফি হিসাবে নেওয়া হবে ৮৫০ টাকা। SC, ST, PWBD ক্যাটাগরিদের জন্য আবেদন কি হিসাবে ১০০ টাকা নেওয়া হবে।
আবেদনের শেষ সময়সীমা: আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ১০ সেপ্টেম্বর থেকে। আবেদনের শেষ সময়সীমা রয়েছে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা 6.00 পর্যন্ত।
নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এর পরবর্তী বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে আর বি আই এর অফিসিয়াল ওয়েবসাইটে। এর জন্য নিয়মিত আরবিআই অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।