দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল রাজ্যে স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি। দেখে নিন আবেদনের খুঁটিনাটি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল, রাজ্যে বিপুল সংখ্যক স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল।OBC মামলার জটে আটকে ছিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ। সেই কারণেই রাজ্যের হাসপাতালে হাসপাতালে স্টাফ নার্সের অভাব দেখা দিয়েছিল।OBC মামলা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের গ্রিন সিগন্যালের পরেই, স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। টোটাল ৫০১৮ টি স্টাফ নার্স শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এই নিয়োগের আবেদনের জন্য যে যোগ্যতার প্রয়োজন-

প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিকের পর GNM নার্সিং অথবা B.SC নার্সিং কিংবা পোস্ট বেসিক B.SC নার্সিং কোর্সে উত্তীর্ণ হতে। সেই সঙ্গে, WBNC ( পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল) এবং INC (ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল) প্রদত্ত রেজিস্ট্রেশান থাকতে হবে। কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। সেই সঙ্গে ,বাংলা কিংবা নেপালি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে।

কোন যোগ্যতায় কত শূন্যপদ দেখে নেওয়া যাক – ১)B.SC নার্সিং (ফিমেল) শূন্যপদ – ২৩২০,২)পোস্ট বেসিক B.SC (ফিমেল) শূন্যপদ – ২৫২, ৩)GNM (ফিমেল) শূন্যপদ- ২০২৯, ৪)GNM (মেল) শূন্যপদ – ৩৪৪।

এই নিয়োগের আবেদন মূল্য অসংরক্ষিত ও OBC প্রার্থীদের জন্য -২১০ টাকা।SC, ST এবং PWD প্রার্থীদের জন্য আবেদন মূল্য লাগবে না।

এই নার্সিং পদে নিয়োগের পদ্ধতি হল -এই নিয়োগের জন্য কোন লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র সরাসরি ইন্টারভিউ। তারপর একাডেমিক স্কোর (৭৫ মার্কস), কাজের অভিজ্ঞতা (১৫ মার্কস) এবং ইন্টারভিউ (১০ মার্কস) মিলিয়ে মোট ১০০ মার্কসের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে।

আরোও পড়ুন:- বাংলায় হতে চলেছে SIR, প্রয়োজন নাগরিকত্বের প্রমাণপত্র। কোনটি আপনার নাগরিকত্বের প্রমাণ পত্র জেনে নিন!

এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস  গুলি হল – আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট ও সার্টিফিকেট, উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট, নার্সিং কোর্সের প্রতি বছর/সেমিস্টারের মার্কশিট ও পাশ সার্টিফিকেট , WBNC এবং INC রেজিস্ট্রেশান সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।

আবেদনের পদ্ধতি হল – রাজ্য স্বাস্থ্য দপ্তরের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন চলবে ১৩ আগষ্ট ২০২৫ থেকে ৩ রা সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

www.hrb.wb.govt.in 

Leave a Comment

Join Group Join Group