কেন্দ্র সরকারের আদিবাসী বিষয়ক মন্তকের অধীনস্থ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট দ্বারা পরিচালিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলোতে একাধিক শূন্য পদে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ করা হবে। মূলত এই স্কুলে আদিবাসী সম্প্রদায়ের পড়ুয়ারা শিক্ষা গ্রহণ করে থাকে। বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের EMRS স্কুলগুলিতে শূন্য পদ পূরণের জন্যই এই নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছে। এই স্কুলে পড়ানোর জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স সীমা, আবেদন প্রক্রিয়া, আবেদনের শেষ সময় ও অন্যান্য তথ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটির মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
নিয়োগ সংস্থা :- কেন্দ্র সরকারের আদিবাসী বিষয়ক মন্তকের অধীনস্থ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট।
শূন্য পদের সংখ্যা :- শিক্ষক ও শিক্ষক কর্মচারী মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা ৭২৬৭।
কোন কোন পদে নিয়োগ করা হবে :- টিচিং এবং নন টিচিং কর্মী নিয়োগ করা হবে।
টিচিং প্রফেশন এর মধ্যে
১) প্রিন্সিপাল
২) পোস্ট গ্রাজুয়েট টিচার
৩) ট্রেন্ড গ্যাজুয়েট টিচার
নন টিচিং স্টাফদের মধ্যে
১) একাউন্টেন্ট
২) ল্যাব অ্যাটেনডেন্ট
৩) হোস্টেল ওয়ার্ডেন
৪) জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা :- পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে। প্রার্থীরা যে পদের জন্য আবেদন করবেন সেই পদের আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা দেখে নিয়ে আবেদন করবেন।
১) প্রিন্সিপাল পদের জন্য মাস্টার ডিগ্রি অর্জনের সাথে বিএড ডিগ্রী থাকতে হবে। এর পাশাপাশি প্রশাসনিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
২) পোস্ট গ্রেজুয়েট টিচার পদের জন্য আবেদন করতে হলে পোস্ট গ্ৰাজুয়েট ডিগ্রি সাথে b.ed ডিগ্রি থাকতে হবে।
৩) ট্রেন্ড গ্রাজুয়ে টিচার পদের জন্য আবেদন করতে হলে গ্রাজুয়েট ডিগ্রী সাথে বি এড ডিগ্রী থাকতে হবে।
৪) নন টিচিং স্টাফ পদে আবেদনের জন্য নির্দিষ্ট শিক্ষকতা যোগ্যতা রয়েছে। বিস্তারিত জানতে হলে EMRS এর অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।
বয়স সীমা :- 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। সংরক্ষণ শ্রেণীদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া :- EMRS এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
১) সর্বপ্রথম আবেদনকারীকে https://nests.tribal.gov.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) এরপর হোমপেজে থাকা রিক্রুটমেন্ট বা ক্যারিয়ার বিভাগে ক্লিক করুন।
৩) প্রদত্ত আবেদনপত্রে নিজের সঠিক তথ্য উল্লেখ করুন
৪) উল্লেখিত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করুন।
৫) আবেদন কি জমা দিয়ে প্রিন্ট আউট নিজের কাছে সংরক্ষণ রাখুন।
৬) সবশেষে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
নিয়োগ প্রক্রিয়া :- এই নিয়ে পরীক্ষায় লিখিত পরীক্ষা, ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। কিছু পদের ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়া হতে পারে।
লিখিত পরীক্ষায় যে সমস্ত বিষয় দেখে প্রশ্ন আসবে সেগুলি হল- সাধারণ জ্ঞান, রিজিনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, শিক্ষাদানের যোগ্যতা সম্পর্কিত প্রশ্ন এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর প্রশ্ন আসবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এরপর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এই দুটোতেই যে সমস্ত প্রার্থীরা উত্তীর্ণ হবে তাদেরই ডেকে পাঠানো হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য।
আবেদনের শেষ তারিখ :- আবেদন শুরু হয়েছে ১৯ সেপ্টেম্বর থেকে। আবেদন চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা রাজ্যের এবং বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের আদিবাসী স্কুলগুলোতে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ পদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করবেন।