ঋণের কিস্তি না মেটালেই এবার থেকে লক হবে ফোন, নতুন প্রযুক্তি আনতে চলেছে রিজার্ভ ব্যাংক।

মোবাইল ফোন কেনাবেচার দিক দিয়ে বিশ্বের মধ্যে প্রথম সারিতেই রয়েছে এখন ভারত। বর্তমানে একটি ফোন বড়জোর তিন থেকে চার বছর ব্যবহার করার পরেই প্রত্যেকের নতুন ফিচার বা নতুন মডেলের দিকে আগ্রহ প্রকাশ করে। এর জন্য পুরনো ফোন বাতিল করে নতুন ফোন কিনে থাকে বেশিরভাগ ব্যক্তি। তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, দেশে প্রতিবছর গড়ে পনেরো কোটি বেশি টাকার ফোন বিক্রি হয়। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ব্যাংক থেকে লোন নিয়ে ফোন কেনে। লোন নিয়ে অনেক ব্যক্তি অনেক কিছু জরুরি প্রয়োজন মিটিয়ে থাকে। কিছু ব্যক্তি, একটু বেশি দামের ভালো মডেলের অনেক ফিচার সম্পন্ন ফোন কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে থাকে।
একসঙ্গে একজন ব্যক্তির পক্ষে অনেক মোটা টাকা ক্রয় করে ফোন কেনা সম্ভব নয় বলেই ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে ফোন কিনে থাকে এবং লোন করার টাকার সুদ সমেত ধীরে ধীরে ফেরত দিয়ে থাকেন। কিন্তু রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ফোন কেনার লোন নিয়ে টাকা পরিশোধ করছেন না অনেকেই। এই ব্যাপার চলতে থাকা জন্য রিজার্ভ ব্যাংক এইবার ফোনের জন্য লোন নেওয়ার ক্ষেত্রে কিছু নতুন নিয়ম-নীতি চালু করল।

একটা কথা রয়েছে, সাধ্য না থাকলেও সাধ থাকে প্রত্যেকটি ব্যক্তির। যেহেতু যে কোন ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে বর্তমানে খুব সহজেই লোন পাওয়া যায়। এইজন্য বেশিরভাগ মানুষ কম দামের ফোনের তুলনায় বেশি দামের উন্নত মডেল এবং উন্নত ফিচার সম্পন্ন ফোন কেনার দিকে ঝোঁকেন। যদিও এতে আর্থিক চাপ অনেকটাই কম পড়ে। যেহেতু মাসে মাসে লোন শোধ করে দেওয়া যায় তাই অর্থ নিয়ে চাপে পড়তে হয় না। অন্যদিকে, শখের এন্ড্রয়েড ফোন কেনা হয়ে যায়। অন্যদিকে ঋণদাতা সংস্থাগুলিও ঋণদাতাদের আকর্ষণ করার জন্য বিভিন্ন রকম অফার দিয়ে থাকেন। এইদিকে ঋণ দেওয়ার পরেও ঋণদাতা সংস্থাগুলিও বিপাকে পড়ে। কারণ ১ লক্ষ টাকার নিচে ঋণ নেওয়া ব্যক্তিরা বেশিরভাগই লোন পরিশোধ করে না বললেই চলে। ধীরে ধীরে এই লোন খেলাপ করার ব্যক্তির সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ঋণদাতা সংস্থাগুলির আরো সমস্যায় পড়তে হচ্ছে। এইজন্য এইবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লোন খেলাপি কমানোর জন্য বা বন্ধ করার জন্য নতুন একটি পদ্ধতি চালু করলেন।

আরোও পড়ুন:- প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি ২১ তম কিস্তির টাকা কবে ঢুকবে? জেনে নিন বিস্তারিত।


কি সেই পদ্ধতি? ফোন কেনার জন্য লোন নিয়ে পরিশোধ না করলে আপনার কি হবে? জেনে নেই সেই ব্যাপারে:-

সম্প্রতি আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, যদি কোন ব্যক্তি মোবাইল ফোন কেনার জন্য লোন নিয়ে পরিশোধ না করেন, তাহলে তার ফোনটি লক করে দেওয়া হবে। কিন্তু কিভাবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লোন নেওয়া ব্যক্তির ফোন লক করবে? এর মধ্যে এই ব্যাপারে আলাপ আলোচনা করতে শুরু করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যবস্থা চালু হলে কি কি ভালো ফল পাওয়া যাবে, অন্যদিকে কি কি খারাপ ফল হতে পারে সব ব্যাপারেই আলোচনা করা হচ্ছে। ফোন ব্যবহারকারীর নিজস্ব ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা যাতে করা যায়, সেই ব্যাপারটি বজায় রেখেই লক করা হবে ফোন এমনটাই সিদ্ধান্ত নেওয়া চলছে। অর্থাৎ ফোন এমন করে লক করতে হবে, যাতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য গোপন থাকে, অন্যদিকে ব্যাংকের স্বার্থ সিদ্ধ হয়। অর্থাৎ কোন ব্যবহারকারী যাতে কোনটি লক না খুলে ব্যবহার আর করতে না পারে।

কিভাবে এই পদ্ধতি কাজ করবে:-

সূত্রের খবর, আগামী কয়েক মাসের মধ্যেই ‘ফেয়ার প্র্যাকটিসেস কোড’ বিষয় নিয়ে কিছু পরিবর্তন আনতে চলেছে RBI। নতুন কোড চালু করা হলে ব্যাংক বা ঋণদাতা প্রতিষ্ঠানগুলো রিমোট লকিং ফিচার ব্যবহার করতে সুবিধা পাবেন। লোন নিয়ে কেনা ফোনে এই ফিচার যুক্ত করা হবে। এর ফলে যদি কেউ লোন সঠিক টাইমে পরিশোধ না করে, তাহলে ঐ ব্যক্তির ফোনে ফিচার সক্রিয় হয়ে গিয়ে ফোনটি লক হয়ে যাবে। লোনের টাকা পরিশোধ না করা পর্যন্ত ওই ব্যক্তি আর ওই ফোন ব্যবহার করতে পারবে না। তবে সেই ব্যক্তির ফোনে থাকা ব্যক্তিগত তথ্য গোপন থাকবে।

তবে এই পদ্ধতি নিয়ে যেমন অনেক বিশেষজ্ঞ পজেটিভ মতামত দিয়েছেন, আবার অনেক বিশেষজ্ঞ এই ব্যাপার নিয়ে নেগেটিভ মতামত পোষণ করেছেন। কারণ অনেক মধ্যবিত্ত পরিবার লোন নিয়ে কম দামের ফোন কিনেও থাকে, এছাড়া পড়ুয়া যারা রয়েছে তারাও লোন নিয়ে ফোন কিনে থাকে পড়াশোনার জন্য। এক্ষেত্রে ফোন লক হয়ে গেলে তাদের অনেকটাই সমস্যা হয়ে যাবে। তবে যে কোন একটি পদ্ধতি চালু করা হলে তার সুফল ও কুফল দুটোই থাকে। এখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাপারে আলোচনা শুরু করেছে, তবে যেভাবে বেশিরভাগ ব্যক্তি লোন নিয়ে পরিশোধ না করে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন, সেই দৌরাত্ম্য বন্ধ করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরকম একটি “ফোন লক ফিচার” পদ্ধতি চালু করার কথা চিন্তা ভাবনা করছেন।

Join Group Join Group