RRB গ্রুপ ডি ২০২৫ আবেদনের স্ট্যাটাস ওয়েবসাইটে প্রকাশিত, আবেদনের স্ট্যাটাস চেক করুন এই পদ্ধতিতে!

যে সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থীরা RRB অর্থাৎ রেল রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি পদের জন্য আবেদন করেছিলেন, সেই সমস্ত আবেদনকারীরা রেলের ওয়েবসাইটে আবেদনপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন। রেলের তরফ থেকে আবেদন স্ট্যাটাস লিংক দিয়ে দেওয়া হয়েছে। আবেদনকারী চাকরিপ্রার্থীরা এই লিংকে প্রবেশ করে তাদের আবেদন মঞ্জুর হয়েছে কিনা তা যাচাই করতে পারবেন।

রেল রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি লেভেল ওয়ান পদের জন্য ৩২,৪৩৮টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। আবেদনকারী চাকরিপ্রার্থীরা তাদের আবেদনপত্রের বিবরণ সহ rrbapply.gov.in ওয়েবসাইটে লগইন করে এ আবেদনপত্র স্ট্যাটাস গৃহীত, প্রত্যাখ্যাত বা শর্তসাপেক্ষ কোন অবস্থায় রয়েছেন সেটা যাচাই করতে পারবেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলেন, এতদিন পর্যন্ত চিন্তায় ছিলেন তাদের আবেদন গৃহীত হয়েছে কিনা, তারা এই লিংক এর মাধ্যমে স্পষ্টই জানতে পেরে যাবেন।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) পয়েন্টসম্যান, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, সহকারী লোকো শেড, সহকারী অপারেশনস এবং সহকারী টিএল এবং এসি সহ বিভিন্ন পদের জন্য একাধিক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। আগ্রহী প্রার্থীরা তাদের নিজে নিজের পছন্দ মতন বিভাগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। যেহেতু অনেক হাজার শূন্য পদে নিয়োগ করা হবে তাই আবেদনকারী সংখ্যাও অনেকটাই বেশি রয়েছে।

আরোও পড়ুন:- পুজোর মাসে রেশনে দেওয়া হচ্ছে অতিরিক্ত দ্রব্যাদি, রেশন তালিকায় কোন কোন দ্রব্যাদি বেশি দেওয়া হচ্ছে।

পরীক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তারিখ :-

রেল রিক্রুটমেন্ট বোর্ড ২৩ শে জানুয়ারি ২০২৫ সালে গ্রুপ ডি লেভেল ১ পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছিল। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১ মার্চ। আবেদনের স্ট্যাটাস চেক করার প্রকাশিত হয়েছে ২৩ সেপ্টেম্বর। RRB গ্রুপ ডি সিটি ইনটিমেশন স্লিপ রিলিজ প্রকাশ করা হবে পরীক্ষার ১০ দিন আগে। RRB গ্রুপ ডি অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে পরীক্ষার চার দিন আগে। আবেদনকারী চাকরিপ্রার্থীরা ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আরআরবি গ্রুপ ডি লেভেল ১ পরীক্ষাটি কম্পিউটার ভিত্তিক হবে। পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ১৭ নভেম্বর ২০২৫ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। পরীক্ষার মূল পর্যায়গুলো হলো CBT, শারীরিক দক্ষতা পরীক্ষা (PET), এবং নথি যাচাইকরণ (DV) ও চিকিৎসা।

RRB গ্রুপ ডি লেভেল ১ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য যে সমস্ত আবেদনকারী আবেদন করেছিলেন তারা অবশ্যই রেল রিক্রুটমেন্ট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটের থেকে আপনাদের আবেদনের স্ট্যাটাস চেক করে নেবেন। এই স্ট্যাটাস চেক করা অত্যন্ত প্রয়োজন কারণ আপনার আবেদন পত্র সঠিকভাবে গৃহীত হয়েছে কিনা নাকি কোন সমস্যা হওয়ার কারণে গৃহীত হয়নি, এই ব্যাপারে স্পষ্ট ধারণা না থাকলে আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে বা এডমিট কার্ড পেতে সমস্যার মধ্যে পড়তে হবে। এজন্য অতিশীঘ্রই আবেদন স্ট্যাটাস চেক করে নেবেন পরবর্তী প্রক্রিয়া সুরক্ষিত করার জন্য

Join Group Join Group