সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) পরিচালিত গ্রুপ ডি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। rbcdg.gov.in ওয়েবসাইট থেকে জানা যায় যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যে গ্রুপ ডি এর পরীক্ষাটির আয়োজন করতে চলেছে তার অনুষ্ঠিত হবে ১৭ ই নভেম্বর ২০২৫ থেকে ডিসেম্বরের মধ্যে। আরআরবি গ্রুপ ডি সিবিটি পরীক্ষায় যে সকল বিষয় থেকে প্রশ্ন থাকবে সেগুলি হল সাধারণ বিজ্ঞান, গণিত, সাধারণ সচেতনতা, সাধারণ গোয়েন্দা এবং যুক্তি। এই পরীক্ষার জন্য মোট সময়কাল হল ৯০ মিনিট।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে জানা গিয়েছে যে RRB গ্রুপ ডি পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৭ ই নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে। গ্রুপ ডি পরীক্ষার সিটি স্লিপ পরীক্ষার ১০ দিন আগে প্রকাশিত হবে। অপরদিকে আরআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড ২০২৫ পরীক্ষার ৪ দিন আগে প্রকাশ করা হবে। প্রার্থীরা অবশ্যই তাদের নিবন্ধন শংসাপত্র ব্যবহার করে আরআরবি আঞ্চলিক ওয়েবসাইটগুলি থেকে নিজেদের এডমিট কার্ড সহজেই ডাউনলোড করতে হবে। প্রায় ১.০৮ কোটি প্রার্থী আরআরবি গ্রুপ ডি ২০২৫ সালের পরীক্ষার জন্য আবেদন করেছেন। বিজ্ঞপ্তি অনুসারে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ৩২৪৩৮।
RRB গ্রুপ ডি পরীক্ষার তারিখ ২০২৫: শিফট টাইমিং-
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত গ্রুপ ডি পরীক্ষা এই বছর ১৭ ই নভেম্বর থেকে শুরু হচ্ছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে প্রতিদিন তিনটি শিফটে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। প্রতিটি শিফটের জন্য রিপোর্টিং টাইম এবং গেট-বন্ধের নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকবে। শিফট ১ সকাল ৯ টায় শুরু হবে। সকাল ন’টা থেকে পরীক্ষার জন্য রিপোর্টিং সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল ৭.৩০ মিনিট। গেটটি বন্ধ হবে সকাল ৮.৩০। শিফট ২ হল দুপুর ১২.৪৫ এ শুরু হবে, এবং এরজন্য রিপোর্টিং এর সময় ১১.১৫ হবে। গেট বন্ধ হবে ১২.১৫। শিফট ৩ শুরু হবে বিকাল ৫ টায় এবং রিপোর্টিং সময় ৩.৩০। গেট বন্ধ হবে ৪:৩০ মিনিটে। প্রার্থীরা যখন আরআরবি গ্রুপ ডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেখানে পরীক্ষার শিফটের সময়গুলি নির্ধারণ করা থাকবে।
আরোও পড়ুন:- অনলাইনে কিভাবে বিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন? জেনে নিন সঠিক পদ্ধতি!
পরীক্ষা কেন্দ্র- যে সকল প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত ২০২৫ সালের গ্রুপ ডি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তারা আবেদন করার সময় নিজেদের পছন্দ অনুযায়ী পরীক্ষা কেন্দ্র স্থির করেছিলেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে সম্প্রতি জানানো হয়েছে যে পরীক্ষাটি শুরু হচ্ছে ১৭ ই নভেম্বর ২০২৫ থেকে। পরীক্ষার শুরুর চার দিন আগে প্রার্থীরা অ্যাডমিট কার্ড হাতে পেলেই তাদের পছন্দের পরীক্ষা কেন্দ্রটি সেই অ্যাডমিট কার্ডের উল্লেখিত থাকবে। পরীক্ষার ১০ দিন আগে আরআরবি গ্রুপ ডি সিটি ইনটিমেশন স্লিপ ২০২৫ প্রকাশ করা হবে। আর এই স্লিপ টি ডাউনলোড করার জন্য প্রার্থীদের তাদের নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তাদের অ্যাকাউন্টে লগইন করতে হবে। লগইন করার পর তারা এটি ডাউনলোড করতে পারবে।
যে সকল প্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সিভিটি পরীক্ষায় পাস করবেন তাদের শারীরিক দক্ষতা পরীক্ষার জন্য (পিইটি) পরিক্ষায় আহ্বান জানানো হবে। আরআরবি গ্রুপ ডি পিইটি পরীক্ষাটি হল প্রয়োজনীয় প্রার্থীদের শারীরিক ফিটনেস এবং ধৈর্য মূল্যায়নের পরীক্ষা। এই পরীক্ষায় পুরুষ প্রার্থীদের ২ মিনিটের মধ্যে ১০০ মিটারের জন্য ৩৫ কেজি ওজন বহন করতে হয়। অপরদিকে মহিলা প্রার্থীদের ২ মিনিটের মধ্যে ১০০ মিটারের জন্য ২০ কেজি ওজন তোলার প্রয়োজন হয়। আবার পুরুষ প্রার্থীদের ৪ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে হাজার মিটার দৌড়াতে হয়। মহিলাদের ক্ষেত্রে প্রয়োজন হয় ৫ মিনিট ৪০ সেকেন্ডে হাজার মিটার দৌড়ানোর।