RRB NTPC UG উত্তর কী 2025 প্রকাশিত, কিভাবে ডাউনলোড করবেন? জেনে নিন বিস্তারিত।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা RRB NTPC UG নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের জন্য এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রেলওয়ে নিয়োগ বোর্ডগুলি এখনো পর্যন্ত RRB NTPC UG Answer Key 2025 প্রকাশ করেনি। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা RRB অফিসিয়াল ওয়েবসাইট থেকে উত্তর পত্রটি পরীক্ষা করতে পারবেন। RRB অফিসিয়াল ওয়েবসাইটে NTPC UG পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করার পরে এই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা দুই থেকে তিন দিনের মধ্যে তাদের চ্যালেঞ্জ জমা দেওয়া অনুমতি পাবেন। এই উত্তরপত্র চ্যালেঞ্জের জন্য প্রতিটি চাকরিপ্রার্থীকে প্রক্রিয়াকরণ ফি প্রদান করতে হবে।

এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক কিভাবে উত্তরপত্র প্রকাশিত হওয়ার পরে আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন কিংবা উত্তরপত্র কিভাবে ডাউনলোড করবেন।

RRB নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি স্নাতক যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা অংশগ্রহণ করেছিলেন। এই পরীক্ষাটি হয়েছিল কম্পিউটার ভিত্তিক। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এই বছরের ৭ , ৮, ১১, ১২, ১৩, ১৪, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৮, ২৯, ১, ২, ৩, ৪, ৮ এবং ৯ তারিখে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট শূন্য পদ ছিল ৩৪৪৫টি। এরমধ্যে বাণিজ্যিক কাম টিকিট ক্লার্কের জন্য শূন্য পদ ছিল ২০২২ টি, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিং এর জন্য শূন্য করেছিল ৩৬১ টি, জুনিয়র ক্লার্ক কম টাইপের জন্য পাচ্ছিল ৯৯০ টি, ট্রেন ক্লার্কের জন্য শূন্য পদ ছিল ৭২টি।

আরোও পড়ুন:- কৃষকদের অভাব দূরীকরণ করতে পাশে দাঁড়ালো কৃষি বিপণন দপ্তর, এবার সরাসরি কৃষকদের থেকে আলু কেনার ভাবনা কৃষি বিপণন দপ্তরের

উত্তরপত্রটি কিভাবে ডাউনলোড করবেন :
উত্তরপত্র ডাউনলোড করার পদ্ধতি নিম্নে বর্ণনা করা হলো ধাপে ধাপে:
১) সবার প্রথম অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীকে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
২) এরপর হোম পেজ থেকে RRB NTPC UG Answer Key 2025 লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর একটি নতুন পৃষ্ঠা খুলবে যেখানে প্রার্থীদের লগইন বিশদ লিখতে হবে। অর্থাৎ আবেদন করার সময় যে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছিল সেগুলো ইনপুট করে লগইন করতে হবে।
৪) এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে, তাহলেই আপনার অস্থায়ী কী প্রদর্শিত হবে।
৫) সবশেষে অস্থায়ী কীটি পরীক্ষা করে ডাউনলোড করুন। প্রমাণের জন্য এর একটি প্রিন্ট আউট করে রেখে দিন নিজের কাছে।

RRB NTPC UG পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করা হয়েছে যাতে এই পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা তাদের অস্থায়ী কি বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারেন তার জন্য। আপনিও যদি এই পরীক্ষার একজন অংশগ্রহণকারী হয়ে থাকেন তাহলে উপরে এই পদ্ধতি এপ্লাই করে উত্তরপত্র ডাউনলোড করতে পারবেন, প্রয়োজনে অস্থায়ী কি বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন।

Join Group Join Group