Chat on WhatsApp

বাংলায় হতে চলেছে SIR, প্রয়োজন নাগরিকত্বের প্রমাণপত্র। কোনটি আপনার নাগরিকত্বের প্রমাণ পত্র জেনে নিন!

দেশের রাজনীতি উত্তাল এখন SIR অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে। বিহারে SIR এ ৫০ লক্ষ ভোটার বাদ পড়েছে। ২০২৬ বিধানসভা ভোটের আগেই রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধন (SIR)। নির্বাচন কমিশন এই SIR-এর জন্য প্রশিক্ষণ দিতে শুরু করেছে বুথ লেভেল অফিসারদের (BLO)। BLO অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের জন্য নাগরিকত্বের প্রমাণপত্র চাইবে। নাগরিকত্বের প্রমাণপত্র না দিতে পারলেই কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে।

নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে কি কি তথ্য প্রয়োজন সেগুলি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রথমেই একটা বিষয় জানা জরুরী – ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ড এগুলির একটাও কিন্তু নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গৃহীত হবে না। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী,নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে মোট ১১ টি ডকুমেন্টসের যে কোন একটি তথ্য কিংবা ২০০২ সালের SIR – এর ভোটার লিস্টে নিজের বা পিতামাতার নাম জমা দিতে হবে।

প্রথমে দেখে নেবো ঐ নির্দিষ্ট ১১টি ডকুমেন্টস:

১) কেন্দ্র অথবা রাজ্য সরকার বা PSU প্রদত্ত পরিচয় পত্র কিংবা পেনসেন কার্ড

২)১৯৮৭ সালের আগে রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার কিংবা ব্যাংক – পোস্ট অফিস – LIC এর পরিচয় পত্র

৩) জন্মশংসা পত্র

৪) পাসপোর্ট 

৫) মাধ্যমিক পাশ সার্টিফিকেট

৬) পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট

৭) ফরেস্ট রাইট কার্ড

৮)OBC, SC ও ST সার্টিফিকেট

 ৯)NRC সার্টিফিকেট

১০) পরিবার রেজিস্ট্রেশান কার্ড এবং 

১১) সরকার প্রদত্ত জমি বা বাড়ির কাগজ।

এবার দেখে নেওয়া যাক, ২০০২ সালের SIR – এর ভোটার লিস্ট কখন ব্যবহার করা যাবে।

আরোও পড়ুন:- LIC বিমা সখি যোজনা মহিলাদের কর্মসংস্থানে নতুন বিপ্লব..!! কি যোগ্যতা প্রয়োজন?

কোন ব্যক্তির জন্ম যদি ১৯৮৭ সালের আগে হয়, তাহলে ২০০২ সালের SIR – এর ভোটার লিস্টে উল্লেখিত ভোটার কার্ডের নাম থাকা পেজ জমা করলেই হবে। কিন্তু যদি ঐ ব্যক্তির নাম ২০০২ সালের SIR – এর ভোটার লিস্টে না থাকে, তাহলে উপরের ১১টি ডকুমেন্টসের মধ্যে যে কোন একটি নাগরিকত্ব প্রমাণপত্র হিসাবে জমা করতে হবে।

কোন ব্যক্তির জন্ম যদি ১৯৮৭ থেকে ২০০২ সালের মধ্যে হয়, তাহলে ২০০২ সালের SIR – এর ভোটার লিস্টে উল্লেখিত নিজের নাম কিংবা বাবা অথবা মা যে কোন একজনের ভোটার লিস্টের নাম থাকা পেজ জমা করলেই হবে। কিন্তু যদি ২০০২ সালের SIR এর ভোটার লিস্টে নিজের কিংবা বাবা অথবা মা কোন একজনেরও নাম উল্লেখ না থাকে, তাহলে নাগরিকত্ব প্রমাণপত্র হিসাবে উপরের ঐ নির্দিষ্ট ১১টি ডকুমেন্টসের যে কোন একটি জমা দিতে হবে।

কোন ব্যক্তির জন্ম ২০০২ সালের পরে হলে, ২০০২ সালের SIR-এর ভোটার লিস্টে নিজের নাম কিংবা পিতামাতা উভয়ের নাম উল্লেখ থাকলে, সেই পেজ জমা করতে হবে। যদি নিজের অথবা পিতামাতার নাম ঐ ভোটার লিস্টে উল্লেখ না থাকে, তাহলে উপরের উল্লেখিত ঐ নির্দিষ্ট ১১টি ডকুমেন্টসের যে কোন একটি জমা করতে হবে।

জাতীয় নির্বাচন কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০০২ সালের SIR অনুযায়ী রাজ্যের প্রতিটি বুথের ভোটার লিস্ট আপলোড করেছে। সেই ভোটার লিস্ট ডাউনলোড ও প্রিন্ট আউট করে সঙ্গে রাখুন। আর, ঐ ভোটার লিস্ট অনুযায়ী নিজের কিংবা বাবা – মায়ের নাম না থাকলে, যত তাড়াতাড়ি সম্ভব ঐ নির্দিষ্ট ১১টি ডকুমেন্টস গুলির মধ্যে যে কোন একটি জোগাড় করে রাখুন।SIR নিয়ে অযথা আতঙ্কিত হবেনা না, SIR সম্পর্কিত যে কোন প্রশ্ন থাকলে স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন ও নিজের এলাকার BLO – এর সাথে যোগাযোগ করুন।

Author

  • Bengali Path

    Bengali Path এই ওয়েবসাইট টি একটি গর্মেন্ট আপডেট যেমন সরকারি চাকরি গভমেন্ট যোজনা এছাড়া লোকাল নিউজ ট্রেনিং খবর সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশন আমরা এই ওয়েবসাইটে প্রতিদিন পাবলিশ করি আপনারা ওয়েবসাইটে প্রতিদিন এই ধরনের তথ্য পেয়ে যাবেন সবার আগে ধন্যবাদ।

Leave a Comment