SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য কিছু নিয়ম পরিবর্তন, জানুন পরিবর্তিত আপডেট

বর্তমানে বেশিরভাগ ব্যক্তি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। সম্প্রতি এসবিআই একটি ঘোষণা করেছেন, যেখানে বলা হয়েছে এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এই ব্যাপারে না জানলে আপনি সমস্যায় পড়তে পারেন যদি আপনি SBI এর একজন ক্রেডিট কার্ড ব্যবহারকারী হয়ে থাকেন। এই প্রতিবেদনে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি আপনার জন্যই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে।

এসবিআই এর পক্ষ থেকে মাঝেমধ্যে অন্যরকম নিয়ম চালু করা হয়, SBI ক্রেডিট কার্ড নিয়ে এ নতুন নিয়ম কার্যকর করা হবে ১লা নভেম্বর ২০২৫ থেকে।

পরিবর্তিত নিয়ম :-
যদি আপনি SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে CRED, Cheq কিংবা MobiKwik-এর মতো থার্ড পাটি অ্যাপগুলোর মাধ্যমে টিউশন ফি বা শিক্ষা-সম্পর্কিত কোনও অর্থ প্রদান করেন, তাহলে আপনাকে এক শতাংশ এক্সট্রা চার্জ দিতে হবে। কিন্তু আপনি যদি স্কুল বা কলেজের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা সেখানে উপলক্ষে মেশিনের মাধ্যমে সরাসরি অর্থ প্রদান করেন সেক্ষেত্রে কোন এক্সট্রা চার্জ লাগবে না।

এছাড়া আপনি যদি ওয়ালেটে টাকা যুক্ত করেন, সেক্ষেত্রেও এক শতাংশ ফি নেওয়া হবে। অর্থাৎ কোয়ালিটি ১ হাজার টাকার উপরে এড করলে ১ শতাংশ চার্জ কাটা হবে। তবে এই চার্জ শুধুমাত্র প্রযোজ্য হবে সেই সমস্ত লেনদেন করার জন্য যেগুলোর মার্চেন্ট কোড ৬৫৪০ এবং ৬৫৪১।
এমন নিয়ম করা হয়েছে কারণ, আপনি যদি CRED বা PhonePe-এর মতো অ্যাপের ওয়ালেটে টাকা জমান, তাহলে আপনাকে সেই পরিমাণের অতিরিক্ত এক শতাংশ দিতে হবে এসবিআই কে।
তবে, SBI কার্ড ব্যবহারকারীদের জন্য অন্য কোন ফি পরিবর্তন করা হয়নি। যেমন নবত অর্থ প্রদানের জন্য আগের মত ২৫০ টাকার ফি দিতে হবে। যদি আপনার অর্থ প্রদান ডিশওনার হয় তাহলে আপনাকে ২ শতাংশ অর্থাৎ ৫০০ টাকা দিতে হবে। ক্যাশ অ্যাডভেঞ্চার এর ক্ষেত্রে ২.৫ শতাংশ ফি দিতে হবে। আপনি যদি আপনার ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেন তাহলে নতুন কার্ডের জন্য এপ্লাই করতে আপনাকে ১০০-২৫০ টাকা দিতে হবে।
এছাড়া, Aurum কার্ডের ফি রয়েছে আগের মতন ১,৫০০ টাকা। বিদেশে ইমারজেন্সি কার্ড কেনার জন্য সর্বনিম্ন ফি দিতে হবে ১৭৫ ডলার বা ১৪৮ ডলার।

আরোও পড়ুন:- কলকাতা পুলিশের ডিইও-র প্রবেশপত্র ২০২৫ প্রকাশিত, জেনে নিন ডাউনলোড পদ্ধতি!

লেট পেমেন্ট চার্জ:- আপনি যদি এসবিআই ক্রেডিট কার্ডের পেমেন্ট সময়মতো না করেন তাহলে ৫০০ টাকার বেশি পেমেন্টে অর্থাৎ ৫০০ থেকে ১০০০ টাকার পেমেন্ট করলে লেট ফি চার্জ দিতে হবে ৪০০ টাকা। তবে ৫০০ টাকার মধ্যে লেট পেমেন্টে কোন এক্সট্রা চার্জ দিতে হবে না।

অন্যদিকে, আপনি যদি ১,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে লেট করেন, সেক্ষেত্রে লেট পেমেন্ট ফি ৭৫০ টাকা। একইভাবে, ১০,০০০ থেকে ২৫,০০০ টাকার জন্য লেট পেমেন্ট ফি চার্জ হলো ৯৫০ টাকা। ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকার জন্য লেট পেমেন্ট চার্জ হলো ১,১০০ টাকা এবং ৫০,০০০ টাকার বেশি টাকার জন্য লেট পেমেন্ট চার্জ হলো ১,৩০০ টাকা।
আপনি যদি পরপর দুইটি বিলের জন্য অর্থ প্রদান না করে থাকেন তাহলে আপনাকে এই চার্জের সাথে অতিরিক্ত ১০০ টাকা চার্জ যোগ করা।

আপনি যদি একজন SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই লেট পেমেন্ট চার্জগুলো সম্পর্কে একটু ওয়াকিবহল থাকবেন, যাতে আপনাকে লেট পেমেন্ট চার্জ দিতে না হয়। এছাড়া যে সমস্ত ব্যাপারে এক্সট্রা চার্জ নেওয়ার নিয়ম চালু করা হয়েছে। সে ব্যাপারে অবগত থাকলে আপনি অনেক রকম সমস্যা থেকে রেহাই পাবেন।

Join Group Join Group