রাজ্যে ১৯৪১ স্পেশাল এডুকেটর নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্য 

ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নিয়োগ করতে চলেছে সরকারি এবং সরকারি অধিকৃত রাজ্যের স্কুলগুলিতে স্পেশাল এডুকেশন টিচার। যে সমস্ত চাকরিপ্রার্থীরা স্পেশাল বিএড করেছেন, তাদের জন্য সেরা সুযোগ আসতে চলেছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যই রাজ্য সরকারি এবং সরকারি অধিকৃত স্কুলগুলোতে একাধিক শূন্য পদে চাকরির সুযোগ পাবেন। আপনিও কি স্পেশাল বি এড করেছেন, তাহলে এ প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঝটপট প্রতিবন্ধী সম্পূর্ণ পড়ে নিয়ে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে আবেদন করে ফেলুন। 

মোট শূন্য পদের সংখ্যা :- পঞ্চম থেকে দশম শ্রেণী এবং পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পড়ানোর জন্য রাজ্যের সরকারি এবং সরকারি অধিকৃত স্কুল গুলোতে মোট ১৯৪১ টি স্পেশাল টিচার নিয়োগ করা হবে। 

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশনে বিএড ডিগ্রি থাকতে হবে, অথবা কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্পেশাল এডুকেশন বিএড এর সমতুল্য কোন সার্টিফিকেট কিংবা ডিপ্লোমা কোর্স পাস করতে হবে। উভয় ক্ষেত্রেই আবেদনকারীকে ৬ মাসের ক্রস ডিজাবিলিটি শিক্ষক শিক্ষণ কোর্স পাস করে থাকতে হবে। তবে ক্রস ডিজাবিলিটি সার্টিফিকেট না থাকলেও শর্তসাপেক্ষ আবেদন করতে পারবে আবেদনকারী। অর্থাৎ নিয়োগ হওয়ার মধ্যেই এই সার্টিফিকেট ইস্যু করতে হবে। আবেদনকারী প্রার্থীদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে। আবেদনকারী প্রার্থী যে জায়গার স্কুলে পড়ানোর জন্য নির্বাচন করবেন, সেই জায়গার ভাষা আবেদনকারীর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরে ঐচ্ছিক ভাষা হিসেবে থাকতে হবে। 

আরোও পড়ুন:- এইমসের সর্বভারতীয় নার্সিং নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, নার্সিং পরীক্ষায় প্রভাব।

বয়স সীমা :- আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। বৈধ স্পেশাল স্কুলগুলোতে শিক্ষকতা করা চাকরিপ্রার্থীরা ৫৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 

বেতন স্কেল :- স্পেশাল এডুকেটর পদে নিয়োগের জন্য বেতন স্কেল কত হবে তা জানার জন্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটটি ফলো করুন। 

আবেদন প্রক্রিয়া :- আবেদন প্রক্রিয়া হবে অনলাইন মাধ্যমে। আবেদন করতে হবে www.westbengalssc.com এই ওয়েবসাই মাধ্যমে। আবেদনপত্রে যে সমস্ত তথ্য চাওয়া হবে সবগুলি সঠিকভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, ক্যাটাগরি প্রমাণপত্রের ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করুন। এরপর আবেদন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

আবেদন মূল্য :- জেনারেল ক্যাটাগরিদের জন্য আবেদন ফি রয়েছে ৫০০ টাকা, সংরক্ষিত ক্যাটাগরিদের জন্য আবেদন ফি রয়েছে ২০০ টাকা। আবেদনের শেষ তারিখ ২৪ শে সেপ্টেম্বর। 

নিয়োগ প্রক্রিয়া :- প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট SLST ২০২৫ এবং টেট ২০২৫ নিয়োগ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রশ্ন হবে মাল্টিপল চয়েসের। প্রশ্ন মান থাকবে ১ নম্বর করে। উত্তর দিতে হবে ওএমআর সিটে। পরীক্ষার তারিখ সম্পর্কে এখনো কোন তথ্য দেওয়া হয়নি ওয়েবসাইটে। যে সমস্ত চাকরিপ্রার্থীরা স্পেশাল এডুকেটর নিয়ে বিএড করেছেন তারা অবশ্যই ২৪ শে সেপ্টেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন উল্লিখিত পদ্ধতি অ্যাপ্লাই করে। এর পরবর্তী প্রতিবেদনে পরীক্ষা দিন ও সময়সূচি সংক্রান্ত তথ্য নিয়ে আসবো আপনাদের সামনে।

Join Group Join Group