এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দিল্লি পুলিশে একাধিক শূন্য পদে পুরুষ ও মহিলা কনস্টেবল নেওয়া হচ্ছে। যে কোন জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন। আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ প্রতিবাদন মনোযোগ সহকারে পড়ুন।
নিয়োগ সংস্থা:- স্টাফ সিলেকশন কমিশন
পদের নাম:- কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে।
পদ অনুযায়ী শূন্য পদে শ্রেণীবিন্য :
কনস্টেবল (ড্রাইভার) দিল্লি পুলিশ, পুরুষ | ৭৩৭টি শূন্যপদ রয়েছে। |
হেড কনস্টেবল AWO/TPO দিল্লি পুলিশ | পুরুষদের জন্য ৩৭০টি শূন্যপদ এবং মহিলাদের জন্য ১৮২টি শূন্যপদ রয়েছে। |
বয়স সীমা:- কনস্টেবল পদের জন্য আবেদন করবেন যাঁরা তাঁদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। হেড কনস্টেবল পদের জন্য যাঁরা আবেদন করতে চাইছেন, ন তাঁদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য নির্দিষ্ট বয়স পর্যন্ত ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীদের আবেদন করার যোগ্যতা হল, কোন স্বীকৃত বোর্ড থেকে সাইন্স নিয়ে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও আবেদনকারীর কাছে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকলে ভাল। কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে। ইংরেজি লেখার গতি থাকতে হবে ১৫ মিনিটে ১০০০ ওয়ার্ড। ভারী যান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আরোও পড়ুন:- SSC CPO 2025: ৩০৭৩ টি SI পদের জন্য আবেদন করুন, জেনে নিন আবেদন সংক্রান্ত তথ্য
আবেদন প্রক্রিয়া:- আবেদন করার জন্য আবেদনকারীদের তাপ সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে লগইন করে আবেদনপত্র নির্ভুল ভাবে পূরণ করে উল্লেখিত ডকুমেন্ট এবং ছবি ও সাইন স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর নির্দিষ্ট আবেদনমূল্য জমা দিয়ে সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্জুন কপিটি প্রিন্ট আউট করে রেখে দেবেন ভবিষ্যতের রেফারেন্স এর জন্য।
নিয়োগ প্রক্রিয়া:- লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট শারীরিক দক্ষতা এবং গাড়ি চালানোর টেস্ট অর্থাৎ ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। সর্বশেষে ইন্টারভিউ নেওয়া হবে। প্রতিটি অংশে উত্তীর্ণ নির্বাচিত প্রার্থীকে নিয়োগ করা হবে।
আবেদনের সময়সীমা:- আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ সেপ্টেম্বর থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ ই অক্টোবর রাত ১১ টা পর্যন্ত। অনলাইন পেমেন্ট করার শেষ দিন হচ্ছে ১৬ই অক্টোবর। আব্দুল ভদ্র সংশোধন করার শেষ সময় হচ্ছে২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত। পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৫ সালের ডিসেম্বর মাসে কিংবা ২০২৬ সালের জানুয়ারি মাসে।
যে সমস্ত আগেই প্রার্থীরা দিল্লি পুলিশে কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে নিয়োগের জন্য অপেক্ষা করছেন তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করবেন। এছাড়া আরও বিস্তারিত তথ্য জানার জন্য স্টাফ সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।