দীর্ঘ প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল রাজ্য সরকারের SSC গ্রুপ C এবং D, সেই সঙ্গে লাইবেরিয়ান পদের নিয়োগের বিজ্ঞপ্তির গেজেট। SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডে উত্তাল হয়েছে বাংলার রাজনীতি। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালে নিযুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে। ২০২৫ সালের মধ্যেই নতুন নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। রাজ্য সরকারি স্কুলের ক্লাস ৯-১০ এবং ১১-১২ এর শিক্ষকপদের নিয়োগ বিজ্ঞপ্তি আগেই প্রকাশিত হিয়েছে এবং ফর্ম ফিলাপও সম্পূর্ণ। আগামী সেপ্টেম্বর মাসে পরীক্ষা।
কিন্তু , স্কুলের শিক্ষাকর্মী পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দেরি হওয়াতেই প্রশ্ন তুলছিলেন অনেকেই। কিন্তু এবার প্রকাশিত হল সরকারি গেজেট। সেখানে SSC গ্রুপ-C, গ্রুপ-D এবং লাইবেরিয়ান পদের নিয়োগের সম্পূর্ণ গেজেট প্রকাশিত হয়েছে। ২০১৬ সালের নিয়োগ থেকে বাতিল হওয়া আনটেন্টেড যোগ্যরা এবং নতুন প্রার্থীরা সকলেই আবেদন করতে পারবেন। খুব শীঘ্রই ফরম ফিলাপের তারিখ জানিয়ে দেওয়া হবে কমিশনের তরফে। কমিশনের সাইটে অনলাইনের মাধ্যমে ফরম ফিলাপ হবে। ফরম ফিলাপ শেষ হলেই জানিয়ে দেওয়া হবে পরীক্ষার দিন।
এই নিয়োগে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে?
১) গ্রুপ ডি পদের জন্য-
a) অষ্টম শ্রেণী পাশ হতে হবে।
b) বয়সের সীমা ১৮-৪০।
c)২০১৬ সালের প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। সেই সঙ্গে, সংরক্ষিত শ্রেনীরাও বয়সে ছাড় পাবেন ।
২) গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের জন্য –
a) মাধ্যমিক পাশ।
b) কম্পিউটার জ্ঞান থাকতে হবে ।
c) বয়সের সীমা -১৮ -৪০।
d)২০১৬ সালের প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। সেই সঙ্গে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরাও বয়সের ছাড় পাবেন।
৩) লাইবেরিয়ান অর্থ্যাৎ গ্রন্থাগারিক পদের জন্য –
a) স্নাতক পাশ।
b) লাইবেরি সায়েন্সের ডিগ্রি থাকতে হবে।
c) বয়সের সীমা ২০-৪০।
d) সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
আরোত্ত পড়ুন: ভারত সরকার UPI নিয়মে বিরাট পরিবর্তন নিয়ে এসেছে, না মানলে গুনতে হবে জরিমানা..!
কোন প্যাটার্নে পরীক্ষা হবে-
১) লাইবেরিয়ান পদ:– প্রথমে ৭৫ মার্কসের MCQ লিখিত পরীক্ষা। সেই সঙ্গে ১০ মার্কসের একাডেমিক স্কোর+ ৫ মার্কসের কাজের অভিজ্ঞতার নাম্বার মিলিয়ে ৯০ মার্কসের উপর মেরিট লিস্ট তৈরি করে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে থাকছে – ১০ মার্কস। অর্থাৎ সবশেষে ১০০ মার্কসের উপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে।
২) গ্রুপ C পদ:- প্রথমে ৬০ মার্কসের MCQ লিখিত পরীক্ষা হবে। তার সাথে ১০ মার্কসের একাডেমিক স্কোর+ ৫ মার্কসের কাজের অভিজ্ঞতা মিলিয়ে মেরিট লিস্ট তৈরি করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে ১০ মার্কসের ওরাল এবং ১৫ মার্কসের কম্পিউটার টাইপিং টেস্ট মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে মোট ১০০ মার্কসের উপর।
৩) গ্রুপ D পদ:-প্রথমে ৪০ মার্কসের MCQ পরীক্ষা। তার সাথে ৫ মার্কসের কাজের অভিজ্ঞতা মিলিয়ে মেরিট লিস্ট তৈরি করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তারপর ৫ মার্কসের ইন্টারভিউ যোগ করে মোট ৫০ মার্কসের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে।
দীর্ঘদিন বাদে রাজ্যে SSC নিয়োগ। শিক্ষিত বেকার যুবক-যুবতীরা দীর্ঘ প্রতীক্ষার পর স্কুলের চাকরির পরীক্ষায় বসতে চলেছে। যেহেতু মাথার উপর সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, তাই অনেকেই মনে করছেন,এই নিয়োগ নিয়ে দুর্নীতি হওয়ার সম্ভবনা কম। তাছাড়া, ২০২৬ বিধানসভা ভোটের আগের এই নিয়োগ প্রক্রিয়া শেষ করে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশেরও সম্ভবনা রয়েছে।
ডাউনলোড:- পিডিএফ লিংক