রাজ্যে ফের হতে চলেছে এসএসসি, নেওয়া হবে ১৯৪১ জন শিক্ষক। জানুন বিস্তারিত!

বিগত কয়েক বছর ধরে এসএসসি নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পরে, একাধিক মামলার শেষে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আবারও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) শুরু হতে চলেছে রাজ্যজুড়ে। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পনসরড হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে রাজ্য জুড়ে ১৯৪১ জন শিক্ষক নেওয়া হবে।

অবশেষে সকল প্রকার অপেক্ষার অবসান হতে চলেছে চাকরিপ্রার্থীদের। এই এসএসসি পরীক্ষার জন্য হাজার হাজার চাকরিপ্রার্থীরা অপেক্ষা করে থাকে। এসএসসি পরীক্ষার মাধ্যমেই একজন চাকরিপ্রার্থীর শিক্ষক-শিক্ষিকা হয়ে ওঠার স্বপ্ন পূরণ হয়। অবশেষে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের উদ্যোগে আবারও অনেক শূন্য পদে শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে। এই পরীক্ষা সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন বিশেষ শিক্ষা নীতি ২০২৪-এর নিয়ম অনুসরণে শিক্ষক নিয়োগ করবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের জন্যই শিক্ষক নিয়োগ করা হবে। নিয়োগটি মূলত Special Education Teacher পদের জন্য নেওয়া হবে।

আরোত্ত পড়ুণ:- আধার কার্ড থাকলেই মিলবে লোন, লোনের জন্য কিভাবে আবেদন করবেন? জেনে নিন বিস্তারিত।

এসএসসি নিয়ে অনেকেরই একটা ভীতি কাজ করছে, তবে সুপ্রিম কোর্টের রায় মেনে 2025 সালে যে টেট হতে চলেছে, এই পরীক্ষা খুবই নিয়ম নীতি মেনে এবং স্বচ্ছতার সাথেই হবে তাই চাকরিপ্রার্থীরা নিশ্চিন্তে থাকতে পারেন।
পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ৩১ আগস্ট। আবেদন করা যাবে অনলাইন মাধ্যমে। আবেদন করা শুরু হবে ১লা সেপ্টেম্বর বিকেল ৫ টা থেকে এবং আবেদন করার শেষ দিন হলো ২৪ শে সেপ্টেম্বর বিকেল ৫ টা পর্যন্ত।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এসএসসি পরীক্ষার জন্য অপেক্ষা করছেন, তারা প্রতিদিনই লক্ষ্য রাখুন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। এসএসসি চাকরি সংক্রান্ত যেকোনো তথ্য জানার জন্য ওয়েবসাইটটি ফলো করুন।

বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের পেজেও টেট পরীক্ষার সকল প্রকার তথ্য আমরা জানিয়ে দেবো, তার জন্য ফলো করে পাশে থাকুন আমাদের পেজের।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক ওয়েস্ট বেঙ্গল টেট ২০২৫-এর এখনো পর্যন্ত কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এছাড়া বিগত ২০২৩ ও ২০২৪ সালের টেট পরীক্ষার ফলাফলও এখনো প্রকাশ করা হয়নি। আশা করা যাচ্ছে, ২০২৩ ও ২০২৪-এর টেট পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পুনরায় টেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

Leave a Comment

Join Group Join Group