১৩,৪২১টি শূন্য পদের শিক্ষক নিয়োগ করা হবেঃ রাজ্যজুড়ে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি রয়েছে যেখানে শিক্ষকের সংখ্যা কম সেগুলিতে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ। সূত্রের খবর অনুসারে ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ করা হবে বলে জানা গেছে। টেট উত্তীর্ণরাও এখানে আবেদন করতে পারবেন, নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা প্রাথমিক শিক্ষা পর্ষদ খুবই অফিশিয়াল নোটিফিকেশন প্রকাশিত করে জানিয়ে দেবে। বছর গোটা আবেদন প্রক্রিয়া হবে অনলাইনে।
তবে নিয়োগ প্রক্রিয়া কি রকম হবে সে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার ওপর পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষার ওপর ১০ নম্বর, এছাড়াও ডিএল ও বি এড ডিগ্রী কমপ্লিট থাকলে ১৫ নম্বর ও টেটের ওপরে ৫ নম্বর এছাড়াও এক্সট্রাক কারিকুলাম অ্যাক্টিভিটি তার ওপরেও ৫ নম্বর এবং ইন্টারভিউ এর ওপর থাকবে ৫ নম্বর অর্থাৎ এখানে মোট ৫০ নম্বরের ওপর ভিত্তি করে এই নিয়োগ প্রক্রিয়া হবে। তাহলে এই প্যারামিটারের উপরেই শিক্ষকদের নিয়োগ করা হবে, এর আগেও এই প্যারামিটারের ওপরেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ কারী ডিপার্টমেন্ট অর্থাৎ এসএসসি।
তাই অফিসিয়াল সূত্রে পুজোর আগে তড়িঘড়ি করে ১৩৪২১টি শূন্য পদে নিয়োগের জন্য অনুমোদন পাঠিয়েছিল রাজ্য সরকার এসএসসির কাছে, তাই এই মুহূর্তে কিছুক্ষণ আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ ডিপার্টমেন্ট থেকে একটা অফিসিয়াল নোটিশ জারি করে দিল যেটাকে আমরা শর্ট নোটিফিকেশন বলি, আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন দুর্গাপূজো বা লক্ষ্মীপূজো সেড়েই এই আবেদন প্রক্রিয়া চালু করবে। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া চালু হবে শীঘ্রই, প্রাথমিক শিক্ষা পরিষদ চাইছে এই ডিসেম্বরের মধ্যেই এই ১৩ হাজার ৪২১টি শুন্য পদ নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে। দুর্গা পুজো ও লক্ষ্মী পূজার ছুটি মিটলেই অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফর্মটি।