সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় তরফে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, একাধিক পদে আবেদনের সুযোগ

কলকাতার রাজারহাটে অবস্থিত সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় একটি নামকরা বিশ্ববিদ্যালয়। আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ের কর্মী হিসেবে নিয়োগ পেতে ইচ্ছুক থাকেন তাহলে প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রতিবেদনে এই আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরা হলো। সেন্ট জেভিয়ার্স কলেজে সম্প্রতি দুটি ভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইন ও অফলাইন দুটি মাধ্যমেই আবেদনকারীরা আবেদন করতে পারবেন। রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এটি দারুন সুযোগ হতে চলেছে। আগ্রহী প্রার্থীরা প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন। 

নিয়োগ সংস্থা:- কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় 

কোন কোন পদে নিয়োগ করা হবে:- সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ও অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এ দুটি পদে নিয়োগ করা হবে। 

বয়স সীমা:- সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য বয়স হতে হবে২৮ থেকে ৩৫ বছর।  অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছর।

বেতন স্কেল:-  সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক বেতন থাকবে ২৪,৩০০/-টাকা এবং

অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক বেতন থাকবে২২,৬০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা:- সিনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ওদের আবেদনের জন্য ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ যেকোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং তার সাথে ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট:- এই পদের জন্য ৫০ শতাংশ নম্বর নিয়ে কমার্স বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে এবং তার সাথে পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। 

চাকরির খবর:- ব্যাঙ্ক অফ বরদায় ৫১ জন ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, জানুন আবেদনের শেষ সময় ও আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্য।

আবেদন প্রক্রিয়া:- অনলাইনে আবেদন করার জন্য সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এবং সবশেষে সাবমিট করতে হবে। আবেদন করার পর আবেদন কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন ভবিষ্যতের রেফারেন্সের জন্য। 

অন্যদিকে অফলাইনে আবেদন করতে হলে আবেদন পত্র অনলাইন ওয়েবসাইট থেকে আবেদন কপি প্রিন্ট করিয়ে নিয়ে নির্ভুলভাবে পূরণ করে উল্লিখিত ডকুমেন্টসহ নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া:- লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। 

অনলাইন আবেদনের শেষ তারিখ রয়েছে ১০.১০.২০২৫ এবংঅফলাইন আবেদনের শেষ তারিখ রয়েছে ১৩.১০.২০২৫। আগ্রহী প্রার্থীরা সেন্ট জেভিয়ার্স কলেজের অফিসের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিয়ে আবেদন করবেন। কলকাতা তথা পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য সেন্ট জেভিয়ার্স কলেজের এই নিয়োগ বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের অসাধারণ সুযোগ দিতে চলেছে তাই এই সুযোগ হাতছাড়া না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন।

Join Group Join Group