রাজ্য সরকারের একটি অভিনব উদ্যোগ হল “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচি। এই কর্মসূচি করার প্রধান উদ্দেশ্য ছিল যাতে প্রতিটি ব্লকের মানুষ তাদের সমস্যার কথা, সুবিধে অসুবিধার কথা জানাতে পারেন। সেই অনুযায়ী, রাজ্য সরকারের তরফ থেকে টাকা প্রদান করা হবে যাতে সাধারণ মানুষের সমস্ত অসুবিধার সমাধান করা যায়। সেই মতোই প্রতিটি ব্লকের বুথে বুথে “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচি গড়ে উঠেছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, প্রতিটি বুথের সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। এই কর্মসূচি চলবে নভেম্বর পর্যন্ত। ইতিমধ্যে পুজোর আগেই টাকা ছাড়া শুরু করে দিয়েছে নবান্ন বিভিন্ন বুথ গুলিতে।
রাজ্য সরকারের উদ্যোগে ২ রা আগস্ট এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল। বিভিন্ন মানুষের সাধারণ ও ছোটখাটো সমস্যা গুলিকে যাতে সমাধান করা যায় তার জন্যই এই প্রয়াস। অর্থ দফতর সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলার জন্য প্রায় ৮০ কোটি টাকা ইতিমধ্যে ছেড়েছে রাজ্য সরকার। এখনো পর্যন্ত ২৪ হাজারের কাছাকাছি শিবির গড়ে উঠেছে। জেলাভিত্তিক মোট বুথের সংখ্যা ৮০ হাজারের বেশি। ১০ লক্ষ টাকার মধ্যে যে সমস্ত সমস্যা সমাধান করা যায় সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করা হবে এই কর্মসূচির মাধ্যমে। ইতিমধ্যে যে পরিমাণ টাকা ছাড়া হয়েছে তা শুধুমাত্র ৮০০ বুথের জন্য। ডিসেম্বরের মধ্যেই সমস্ত বুথের জন্য টাকা পাঠানো সম্পন্ন করতে চাইছে রাজ্য সরকার। সবমিলি রাজ্য সরকার এই কর্মসূচিতে ৮ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে।
রাজ্য সরকার চাইছেন যাতে প্রত্যেক ব্লকের বুথে এসে সাধারণ মানুষ সমস্যার কথা বলেন, তাদের সামনে রেখে সমস্ত সমস্যার সমাধান করা হবে। ১০ লক্ষ টাকার মধ্যে যে সমস্ত সমস্যার সমাধান করা যাবে সেগুলি হল:-
গ্রামাঞ্চলে ছোট সেতু নির্মাণ, রাস্তায় টিউবওয়েল, রাস্তা সংস্কার বা নির্মাণের মতো কাজ ইত্যাদি। এই কর্মসূচিতে প্রত্যেক জেলার শিবিরের সরকারি আধিকারিক সাধারণ মানুষের সমস্যার কথা শুনে শংসাপত্র দিচ্ছেন। যদি সমস্যা জেনুইন হয় তাহলে সেই শংসাপত্রে সিলমোহর দেওয়া হচ্ছে সরকারের তরফে। বিধানসভা ভোটের আগে পাড়ায় পাড়ায় পৌঁছে গিয়ে সাধারণ মানুষের সমস্যা কথা শুনতে চাইছেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। এমনকি সে সমস্ত সমস্যার সমাধান সাধারণ মানুষের সামনেই করতে চলেছে রাজ্য সরকার। বলা যায়, বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের নতুন কর্মসূচি সাধারণ মানুষের অনেকটাই উপকারে আসবে। কারণ সাধারণ মানুষের সমস্ত রকম সমস্যার কথা সব সময় সরাসরি সরকারের কাছে প্রকাশ করা যায় না, এক্ষেত্রে প্রতিটি ব্লকের বুথে, পাড়ায় পাড়ায় সমস্যার সমাধান কর্মসূচি হওয়ার ফলে সাধারণ মানুষের সাথে খুব কাছাকাছি কন্টাক্ট আসার ফলে সাধারণ মানুষের সমস্যা সমাধান অনেকটাই দ্রুত গতিতে হবে।