কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য রয়েছে খুশির খবর। পুজোর পরেই সরকারি চাকুরীজীবী ও পেনশন ভোগীদের দারুন উপহার দিচ্ছেন কেন্দ্রীয় সরকার (8Pay Commission Big Update)

8Pay Commission Big Update: দেশের লক্ষ লক্ষ কর্মচারীদের দারুন খুশির খবর নিয়ে এলো কেন্দ্র এবার অষ্টম পে কমিশন গঠন হওয়ার প্রস্তুতি শেষ। এই পূজার উৎসবের মৌসুমে দেশকে gst হারে এক দফা ছাড় দেওয়ার পর মোদি সরকার এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভবিদের জন্য আরও একটি নতুন উপহার তৈরি করেছে বলে মনে হচ্ছে। রয়েছে যে বিহার বিধানসভা নির্বাচন ঘোষণার আগেই দীর্ঘ প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন বোর্ড আনুষ্ঠানিকভাবে গঠিত হতে পারে যা এই দীপাবলিকে লক্ষ লক্ষ পরিবারের জন্য এক দারুণ সুখবর হতে চলেছে।

অষ্টম পে কমিশন নিয়ে বিরাট ঘোষণা (8Pay Commission Big Update)

কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের কথা দিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত রেফারেন্সের শর্তাবলী এবং সদস্য নিয়োগ চূড়ান্ত করা হয়নি। অন্দরমহল থেকে ভেসে আসা বেশ গুঞ্জনগুলিকে কেন্দ্র করে বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে আগ্রহী। এক গোপন রিপোর্ট অনুসারে কমিশনের চেয়ারম্যান এবং সদস্যের নাম দীপাবলীর বা ছট পুজোর আগে নামকরণ করা হতে পারে যার ফলে বেতন স্কেল ভাতা এবং পেনশন একটি বিস্তৃত পর্যায়ের পদ প্রশস্ত করবে। 

কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য কমিশন গঠন ঘোষণা মনোবল বৃদ্ধিকারী হিসেবে দেখা হবে। যৌথ কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আর কে ভার্মা বলেছেন সরকার নিজেই এই প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করার জন্য খুব শিগ্রই এক শক্তিশালী সংকেত পাঠাবে। 

৮পে কমিশন অনুযায়ী কত টাকা বৃদ্ধি হবে মাইনে ও ভ্রাতা

বেতন কমিশনের গুঞ্জনের পাশাপাশি আগামী মাসের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি সম্ভাবনা রয়েছে। সরকার অনুমোদিত হলে এই ভাতা ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৮ শতাংশ হবে যার ফলে ১.২ কোটি বেশি কর্মচারী এবং পেনশনভী সরাসরি উপকৃত হবেন। যার ফলে দশহারা এবং দীপাবলীর সময় সরকারি চাকরিজীবী ও পেনশন ভগিরা ভালোভাবে পূজা উদযাপন করতে পারবে ও কেনাকাটা করতে পারবে।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে একজন পেনশনভোগী যার মূল পেনশন ৯,০০০ টাকা তিনি বর্তমানে ৪,৯৫০ টাকার ডিএফ পান তবে তার মোট টাকা হবে ১্‌৯৫০ টাকা। এই বৃদ্ধির ফলে ডিএ বাড়বে পাঁচ হাজার ২২০ টাকা যার ফলে মোট পেনশন ১৪ ,২২০ টাকা হবে প্রতি মাসে, এবং প্রতি মাসে তাদের অতিরিক্ত ২৭০ টাকা পাবে উৎসব খরচের জন্য পরিবারগুলি প্রস্তুত হওয়ার জন্য একটি স্বাগত সংবাদ।

Join Group Join Group