এখন থেকে গাড়ির জ্বালানিতে পেট্রোলের সাথে মিশবে এই পদার্থ, কতটা ক্ষতি হতে পারে আপনার গাড়ির?

বর্তমানে প্রত্যেকটি ব্যক্তি স্কুটি, বাইক বা চার চাকা ব্যবহার করে থাকেন। খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় বা সহজভাবে যাতায়াত করার জন্য ব্যক্তিগত গাড়ি অন্যতম যানবাহন। অনেক সময় গন্তব্যে পৌঁছানোর আগে আপনার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় বা গাড়ির চলমান শক্তি কমে যায়। এর পাশাপাশি গাড়ির ড্যাশবোর্ডে ব্লু ফুয়েল বা পেট্রল শেষ হওয়ার ইঙ্গিতকারী আলো লাল বা হলুদ হয়ে জ্বলে ওঠে। তখনই গাড়ির চালক দ্রুত পেট্রোল পাম্পের খোঁজ করতে শুরু করেন এবং পেট্রোল পাম্পে গিয়ে ডিজেল বা পেট্রোল দিয়ে গাড়ি ইঞ্জিন পূর্ণ করেন। এরপরই আবার নতুন করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। প্রত্যেকটি পেট্রোল পাম্পে পেট্রোল বা ডিজেল ভরতে যাওয়ার সময় লক্ষ্য করা যায় পেট্রোল পাম্প পেট্রোল কথাটি উল্লেখ করা থাকে। কিন্তু আপনি জানেন কি, আপনার গাড়ির ইঞ্জিনে পেট্রোল বলে যে তরল পদার্থ দেওয়া হচ্ছে সেটা কি সত্যিই পেট্রোল? কখনো কি একটু পরীক্ষা করে দেখেছেন এই তরল জিনিসটি সত্যি পেট্রোল কিনা?

আগেও পেট্রোল পাম্প থেকে যে পেট্রোল বা ডিজেল গাড়ির ইঞ্জিনে দেওয়া হত তার মধ্যে দশ শতাংশ ইথানল ব্লেন্ড করা থাকতো। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে পেট্রোল পাম্প গুলিতে পেট্রোল দেওয়া হচ্ছে ৮০ শতাংশ এবং ২০ শতাংশ দেওয়া হচ্ছে ইথানল।

এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই ইথানল কোন ভাবে কি আপনার গাড়ির ইঞ্জিনের ক্ষতি করছে?

পেট্রোলের সাথে ইথানল (E20) মেশানো হলে কিছু গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশেষত যদি গাড়িটি ইথানলের জন্য বিশেষভাবে তৈরি না হয়ে থাকে। তাই আগে লক্ষ্য করা দরকার আপনার গাড়ির ইঞ্জিন কি ইথানল নেওয়ার মতন ক্ষমতা সম্পন্ন? যদি তার না হয় তবে পেট্রোল পাম্প থেকে গাড়ির ইঞ্জিনে পেট্রোল ভরার সময় আপনাকে ইথানল মিশ্রিত পেট্রোল দেওয়া হচ্ছে কিনা সেদিকে নজর দেওয়া দরকার।

তবে এটাও জেনে রাখা উচিত, ইথানল জ্বালানি শাস্ত্র এর সাহায্য করে এবং পরিবেশ বান্ধব একটি দাহ্য পদার্থ। এই জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখন ইথানল ব্যবহার করার জন্য জোর দেওয়া হচ্ছে। এবং এখন থেকে ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারের জন্য গাড়ি গুলোকে সেই রকম ভাবে ডিজাইন করা হয়েছে যাতে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির ইঞ্জিনের কোনো ক্ষতি না হয়।

আরোও পড়ুন:- ডেয়ারি ব্যবসা করতে সরকার দিচ্ছে লাখ লাখ টাকা। ব্যবসা সংক্রান্ত সহায়তা আইডিয়া জানুন!

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছেন, ২০% ইথানল-মিশ্রিত পেট্রোল (E20) নিয়ে আতঙ্ক করার কোন প্রয়োজন নেই। কারণ ইথানল মিশ্রিত পেট্রোল ইঞ্জিনের ক্ষতি করে বা পারফরম্যান্স কমিয়ে দেয় এই আশঙ্কাগুলো সম্পূর্ণই ভিত্তিহীন এবং অমূলক।

কেন্দ্রীয় সরকার কেন ইথানল ব্লেন্ডিং পেট্রোল ব্যবহার করার জন্য জোর দিচ্ছে

ইথানল ব্লেন্ডিং পেট্রোল ব্যবহারের জন্য জোর দেওয়ার কারণ হলো এর ব্যবসায়িক মুদ্রার লাভের জন্য। দেশীয়ভাবে উৎপাদিত ইথানল মূল্যবান বিদেশি মুদ্রায় ক্রুড অয়েল আমদানি হ্রাস করবে। এছাড়াও গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাবে। পরিবেশবান্ধব হওয়ায় দূষণ রোধ করবে, সেই সাথে কৃষকদের জন্য আয়ের একটি বিকল্প উৎস গড়ে উঠবে। ভারত এখনও তার মোট ক্রুড অয়েলের ৮৫%-এর বেশি আমদানি করে, ফলে বিশ্বের দামের ওঠানামা এবং ডলারের দামের পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। ২০১৪ সাল থেকে ইথানল ব্লেন্ডিং প্রোগ্রামের মাধ্যমে ভারত ১.৩৬ লাখ কোটি টাকা বিদেশি মুদ্রা সাশ্রয় করেছে। এইজন্য কেন্দ্রীয় সরকার ইথানল ব্লেন্ডিং পেট্রোল ব্যবহারের জন্য জোর দিচ্ছে।

কোন রাজ্য এর ফলে বেশি লাভবান হবে?
মহারাষ্ট্র, উত্তর প্রদেশ ও কর্ণাটকের মতো রাজ্যে ইথানল সংক্রান্ত বিনিয়োগ সরাসরি গ্রামীণ এলাকায় ইতিমধ্যে পৌঁছে গেছে। যার ফলে অ্যাগ্রো-প্রসেসিং শিল্প গড়ে উঠছে। ডিস্টিলারি সম্পর্কিত চাকরির ক্ষেত্র সৃষ্টি হইতে যার ফলে কর্মসংস্থানেরও সুযোগ বেড়েছে।

পেট্রোলিয়াম মন্ত্রণালয় তরফে বলা হয়েছে, ইথানল তৈরি করা হয় আখ, অতিরিক্ত চাল, ভুট্টা বা কৃষি-আবর্জনা থেকে, ফলে পেট্রোলের পরিবর্তে এর ব্যবহার বৃদ্ধি পেলে কার্বন ডাই অক্সাইড নির্গমন অনেক কম হবে ফলে বায়ু অনেক দূষণমুক্ত থাকবে। দিল্লি, মুম্বই, কানপুর ইত্যাদি জায়গায় ইথানল-মিশ্রিত পেট্রোল ব্যবহার হচ্ছে, যার ফলে কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস পেয়েছে এবং বায়ু অনেকটা দূষণমুক্ত হয়েছে।

গাড়ির ইঞ্জিন ক্ষতির সম্ভাবনা কতটা রয়েছে

গাড়ির ইঞ্জিনের ক্ষতি নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত, E20 পেট্রোল চালু হওয়ার পর অনেক চালক ও গাড়ি বিশেষজ্ঞরা আশঙ্কা করেছেন যে পুরনো গাড়ি এই জ্বালানি নেওয়ার ক্ষমতা নাও থাকতে পারে, ফলে তিন দিনের মরিচা ধরতে পারে খুব তাড়াতাড়ি, রাবার সিন নষ্ট হয়ে যেতে পারে এছাড়া স্টার্টিং সমস্যা দেখা যেতে পারে। কিছু চালক জানিয়েছেন ইটানোর ব্যবহারের ফলে মাইলেজ অনেকটা কমে গেছে।

তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদি গাড়ির বয়স এবং রক্ষণাবেক্ষণ ঠিকঠাক করা হয় তাহলে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করলেও পুরনো গাড়ি ক্ষেত্র কোনো রকম খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। ইথানল ব্যবহার করার ব্যাপারটিও নির্ভর করবে প্রয়োজন অনুযায়ী জল ব্যবহার করা এবং খাদ্য মজুদের সঠিক ব্যবস্থাপনা কৃষক ও ডিস্টিলারীদের জন্য লাভজনক মূল্য কাঠামো ঠিক ঠিক করার ওপর। তবে ইথানল মিশ্রিত পেট্রল ইঞ্জিনে ব্যবহার করলে তিন রকম ভাবে উপকার পাওয়া যাবে। ভারতের জ্বালানি নিরাপত্তা, কৃষি অর্থনীতি ও পরিবেশ রক্ষা এই ত্রিস্তরীয় ক্ষেত্রে যুগান্তকারী প্রভাব ফেলবে এই ইথানল মিশ্রিত পেট্রোল।

Join Group Join Group