আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি, সরকারি বিভিন্ন কাজ ছাড়াও স্কুল কলেজে এডমিশনের ক্ষেত্রে, ব্যাংকিং ক্ষেত্রে, চাকরির আবেদন পত্রে এবং জয়েনিং এর সময়, পাসপোর্ট তৈরি করতে এবং হোটেল বুকিং এছাড়া আরো নানাবিধ প্রয়োজনে এই ডকুমেন্ট অত্যাবশ্যক প্রয়োজনীয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর তরফ থেকে নিয়ম করা হয়েছে, প্রত্যেক ব্যক্তির আধার কার্ড ১০ বছর অন্তর অন্তর আপডেট করতে হবে। আপডেট করার প্রধান কারণ হলো, কোন ব্যক্তির ১০ বছরের মধ্যে যদি বাসস্থান কিংবা মোবাইল নাম্বার পরিবর্তন হয়, সেই সমস্ত তথ্য পরিবর্তনের জন্যই আধারকার্ড আপডেট এর প্রয়োজন রয়েছে। তবে শুধুমাত্র বড়দের জন্যই নয়, শিশুদের জন্য তৈরি আধার কার্ডেরও আপডেট করতে হবে নইলে UIDAI পক্ষ থেকে জানানো হয়েছে শিশুদের আধার কার্ড ব্লক করে দেওয়া হবে। প্রসঙ্গত, একটি শিশুর যখন আধার কার্ড তৈরি করা হয় তখন তার যে হাতের আঙ্গুলের ছাপ বা চোখের মনির ছবি এবং বায়োমেট্রিক নেওয়া হয় না। শুধুমাত্র তার নাম, বয়স, ছবি এবং জন্মস্থান উল্লেখ করেই আধার কার্ড তৈরি করা হয়। কারণ সেই বয়সে তাদের বায়োমেট্রিক পরিচয় আঙুলের ছাপ এবং চোখের আইরিস সম্পূর্ণরূপে বিকশিত হয় না। এই কারণেই UIDAI এর পক্ষ থেকে 5 এবং 15 বছর বয়সে আধার আপডেট বাধ্যতামূলক করেছে। যদি এটি সময়মতো না করা হয়, তাহলে শিশুটি স্কুলে ভর্তি, বৃত্তি বা কোনও সরকারি প্রকল্পে অসুবিধার সম্মুখীন হতে পারে। এজন্য শিশুর বয়স পাঁচ বছর পেরিয়ে গেলে আধার কার্ডের আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।
UIDAI-এর মতে, দেশের এখনো ১৭ কোটি শিশুর আধার কার্ড আপডেট করা হয়নি আর এই জন্য এই কাজ যাতে খুব দ্রুত সম্পন্ন হয় তার জন্যই UIDAI পক্ষ থেকে প্রত্যেক স্কুলে ক্যাম্পের মাধ্যমে একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যেখানে স্কুলের পক্ষ থেকে প্রত্যেক পড়ুয়ার অভিভাবককে এসএমএস করিয়ে আধার কার্ড আপডেটের জন্য জানানো হচ্ছে।
৫ থেকে ৭ বছর বয়স শিশুদের বায়োমেট্রিক আপডেট করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এই জন্যই আপনার শিশুর বয়স যদি 5 থেকে ৭ বছরের মত হয়ে থাকে তাহলে কোন রকম ফি নেওয়া হবে না। কিন্তু আপনি যদি এই সময়ে এটি না করেন, তাহলে ৭ বছর বয়সের পর আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করার জন্যই আপনাকে ১০০ টাকা ফি দিতে হবে।
আরোও পড়ুন: ঘরে বসেই পেয়ে যান বাড়ির দলিলের সার্টিফায়েড কপি, কিভাবে আবেদন করবেন?
আপনি যদি আপনার শিশু যে স্কুলে পড়ে সেখান থেকে আধার কার্ড বায়োমেট্রিক আপডেটের কোন মেসেজ না পেয়ে থাকেন তাহলে কোন চিন্তা নেই, আপনার নিকটবর্তী কোন আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনি এই কাজটি করে নিতে পারেন। এছাড়াও UIDAI থেকে প্রত্যেক ব্যক্তির আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বারে একটি মেসেজ দেওয়া হচ্ছে, সেখানে সতর্কবার্তা করা হচ্ছে যাতে ৫ বছরের থেকে ৭ বছরের মধ্যে শিশুর আধার কার্ড আপডেট করে নেওয়া হয়, না হলে আধার কার্ডটি ডিএক্টিভেট করে দেওয়া হবে।
আধার কার্ড আপডেট এর নিয়ম
সবার প্রথমেই পিতা-মাতা তার শিশুকে নিয়ে নিকটবর্তী আধার তালিকাভুক্ত কেন্দ্রে যেতে হবে। যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সাথে নিতে হবে সেগুলি হল – পিতা-মাতার আধার কার্ড যেহেতু শিশুদের প্রথম আধার কার্ড তৈরির সময় পিতা-মাতা আধার কার্ডের সাথে সংযুক্ত থাকে, শিশুর আধার কার্ড এছাড়াও বার্থ সার্টিফিকেট, ছবি এবং বাসস্থান সার্টিফিকেট নিয়ে যেতে হবে।
এরপরেই আধার কেন্দ্র থেকে বায়োমেট্রিক আপডেটের জন্য একটি আবেদনপত্র দেবে, সেটি সঠিকভাবে পূরণ করে আধার কেন্দ্র জমা দিতে হবে।
এরপর আপনার শিশুর আঙ্গুলের ছাপ, চোখের আইরিস স্ক্যান এবং ছবির মাধ্যমে বায়োমেট্রিক সংগ্রহ করা হবে।
বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করার পর আধার কেন্দ্র থেকেই আপনার শিশুর বায়োমেট্রিক আপডেট করে দেওয়া হবে।
সাধারণত ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে, প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডের তথ্য ছবি আপডেট করিয়ে নিতে হবে। একজন শিশুর জন্ম গ্রহণের পরেই যখন প্রথম আধার কার্ড তৈরি করা হয়, সেটাকে বলা হয় বাল-আধার কার্ড। এই আধার কার্ডে শিশুর কোনরকম ফিঙ্গারপ্রিন্ট বা ছবি নেওয়া হয় না, শুধুমাত্র বার্থ সার্টিফিকেটের মাধ্যমে বাবা মায়ের আধার কার্ডের সাথে শিশুর আধার লিঙ্কআপ করে দেওয়া হয়। এজন্যই প্রত্যেক শিশুর যখন পাঁচ বছর বয়স হয় তখন প্রথম আধার কার্ডের বায়োমেট্রিককরণ করানো হয়। এই কাজটা আপনি যদি না করেন তাহলে আপনার শিশুর জন্য স্কুল ভর্তি থেকে শুরু করে সরকারি যে কোন সুবিধা পেতে পারবেন না, তবে এখানেই শেষ নয় ১৫ বছর বয়সে আরেকবার আধার কার্ড আপডেট করতে হবে। তার কারণ ৫ বছর বয়সী শিশুর সাথে ১৫ বছর বয়সী একজন বাচ্চার মুখের গঠন এবং হাতের আঙ্গুল সবকিছুর পরিবর্তন ঘটে আর তার জন্যই ১৫ বছরের বয়সেও আধার কার্ডের দ্বিতীয়বার আপডেট করার বাধ্যতামূলক করা হয়েছে।
যেহেতু একজন ব্যক্তির নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড এবং আই কার্ড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এর জন্যই সরকারি নিয়ম অনুযায়ী আপনার শিশুর আধার কার্ড আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আপনি যদি এখনো পর্যন্ত আপনার শিশুর ৫ বছর হওয়া সত্ত্বেও এই কাজটি না করে থাকেন তাহলে খুব দ্রুত আপনার নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে আপনার শিশুর জন্য আধার আপডেট করুন।