Vivo এনেছে নতুন 5G স্মার্টফোনঃ Vivo V60e নামে নতুন স্মার্টফোন বাজারে আগুন লাগাতে আসতে চলেছে

Vivo এনেছে নতুন 5G স্মার্টফোনঃ প্রতিবছর ভিভো মোবাইল ফোনটি নতুন নতুন আপডেট এনে বাজারে সমস্ত মোবাইল কোম্পানিকে টেক্কা দিচ্ছে এ বছরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করল Vivo V60e নামে। এই মোবাইল ফোনটি লঞ্চ হওয়ার আগেই আপকামিং ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন প্রকাশ করে দিয়েছে। এখানে পাবেন অ্যাডভান্স রেয়ার ক্যামেরা। ফোনটির ক্যামেরা এত স্মুথ হওয়ায় এতে পাবেন অপটিক্যাল ইমেজ স্টাবিলাইজেশন সহ ২০০ মেগা পিক্সেলযুক্ত প্রাইমারি ক্যামেরা। এছাড়াও এই ডিভাইসটিতে আপনারা পাবেন V60E তে AI Festival Portrait নামক একটি বিশেষ ফটোগ্রাফি ফিচার। আজকের এই প্রতিবেদনে এই মোবাইল ডিভাইসটি নিয়ে আলোচনা করব। 

Vivo V60E স্পেসিফিকেশন

ভিভো কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই মাইক্রোসাইটের মাধ্যমে তারা নিশ্চিত করেছে যে vivo v60e বাজারে দুটি রংয়ের ভেরিয়ান্টে পাওয়া যাবে, Elite Purple ও Noble Gold। এই স্মার্টফোনটিতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য রয়েছে IP68 + IP69 রেটিং। ভিভো কোম্পানি নতুন ভিভো ফোনের একটি বিশেষ ডায়মন্ড সিল প্লাস ও অফার করে থাকে। 

এই স্মার্টফোনটিতে নিম্নতম বেজেল এবং একটি কোয়ার্ড কাইড ডিসপ্লে থাকবে। এই মোবাইলটিতে সেলফি ক্যামেরা ব্যবহার করার জন্য আপনারা পাবেন হোল্ড পাঞ্চ কাট আউট। ক্যামেরার দিক থেকে বিশ্লেষণ করলে Vivo V60E আপনার কাছে সব থেকে পছন্দর একটি মোবাইল ফোন হবে। এই ডিভাইসে OIS এবং 30X জুম সাপোর্ট সহ 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে। এই ডিভাইসটিতে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট অ্যাঙ্গেল লেন্স পাওয়া যাবে। 

আরোও পড়ুন: দীপাবলির সময় সোনার দাম কত হতে পারে? কমা না বাড়ার দিকে রয়েছে? কি জানাচ্ছে বিশেষজ্ঞরা


ভিভোর এই অসাধারণ ডিভাইসটিতে Aura Light ও দেওয়া হবে যাতে LED ক্লাস হিসেবে ভালো কাজ করবে সেলফির জন্য এই ফোনের ফ্রন্টে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে এছাড়াও Vivo V60E তে ফাস্ট চার্জিং এর জন্য আপনারা পাবেন 90W চার্জিং সাপোর্ট এবং এখানে ব্যাটারি পাবেন 6500mah। এই আপকামিং vivo ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচওস ১৫-তে চলবে। যদিও এখনও পর্যন্ত কোম্পানিটি চিফ সেটটি প্রকাশ করেনি Vivo V60E তিনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছরের নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। 

Join Group Join Group