ওয়েস্ট বেঙ্গল বিদ্যুৎ পরিবহন দপ্তর তরফে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যে সমস্ত আগ্রহী প্রার্থীরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পরিবহন দপ্তরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা কখনোই উচিত নয়। বিভিন্ন জেলা থেকে পুরুষ ও মহিলা আবেদনযোগ্য। একাধিক পদে আপনারা আবেদনের সুযোগ পাবেন। পদ অনুযায়ী মাসিক বেতন স্কেল ভিন্ন রয়েছে। দেখে নেওয়া যাক পদের শ্রেণীবিভাগ এবং আবেদনের যোগ্যতা, বয়স সীমা, আবেদন প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তথ্য। নিম্নে প্রতিটি তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আগ্রহী প্রার্থীরা প্রতিবেদনটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়ে আবেদন সম্পন্ন করুন।
নিয়োগ সংস্থা :- WBPDCl
শূন্য পদের সংখ্যা :- মোট শূন্য পদ রয়েছে ৪৯৯ টি।
পদের নাম :- অফিস এক্সিকিউটিভ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কেমিস্ট, অপারেশন টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট টিচার, সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ আরো অন্যান্য পদে নিযুক্ত করা হবে।
পদ অনুযায়ী শূন্য পদে শ্রেণীবিন্যাস :-
১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল শূন্য পদ ৩৭
২) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেকানিক্যাল শূন্য পদ ৪৮
৩) এসিস্ট্যান্ট ম্যানেজার instrumention শূন্য পদ ৩৭
৪) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল ৯
৫) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি ১৯
৬) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর এন্ড এ ১৭
৭) সেফটি অফিসার শূন্য পদ ২
৮) অফিস এক্সিকিউটিভ ৪০
৯) ড্রাগস ম্যান ২
১০) সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ১৮
১১) কেমিস্ট ২৫
১২) অপারেশন এন্ড মেন্টেন্স সুপারভাইজার
মেকানিক্যাল ১৪
১৩) অপারেশন এন্ড মেন্টেন্স সুপারভাইজার ইলেকট্রিক্যাল ৬
১৪) অপারেটর টেকনিশিয়ান ফিটার ১৪০
১৫) অপারেটর টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান ৬০
১৬) অ্যাসিস্ট্যান্ট টিচার ২৩
১৭) লাইব্রেরিয়ান ২
আরোও পড়ুন:- পুজোর মাঝে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বড় খবর: ১৩,৪২১টি শূন্য পদের শিক্ষক নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা :-
১) এসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করার জন্য আবেদনকারীকে BE/BTECH বা এমবিএ বা পিজি ডিপ্লোমা ডিগ্রী সংশ্লিষ্ট বিষয় থাকতে হবে।
২) সেফটি অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারী কে ইঞ্জিনিয়ারিং বা কেমিস্ট বা ফিজিক্সের স্নাতক ডিগ্রী অর্জন করতে হবে।
৩) অপারেশন এন্ড মেন্টেন্স সুপারভাইজার এবং সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা ডিগ্রী অর্জন করতে হবে।
৪) কেমিস্ট পদে আবেদনের জন্য আবেদন দারি কে বি এস সি ডিগ্রি অর্জন করতে হবে।
৫) অফিস এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য আবেদনকারীকে গ্রাজুয়েট হতে হবে এর সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিগ্রী সার্টিফিকেট থাকতে হবে।
৬) ড্রাগসম্যান এবং টেকনিশিয়ান পদে আবেদনের জন্য আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই আবেদন করা যাবে।
৭) অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন করতে হলে গ্রাজুয়েট বা মাস্টার্স ডিগ্রী অর্জন করতে হবে এর সাথে বি এড সার্টিফিকেট থাকতে হবে।
৮) লাইব্রেরিয়ান পদে আবেদনের জন্য আবেদনকারীকে গ্রাজুয়েট হতে হবে সাথে লাইব্রেরিয়ান ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে।
বয়স সীমা :- আবেদনকারী বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সংরক্ষণ শ্রেণীদের জন্য নির্দিষ্ট ছাড় দেওয়া হবে সরকারের নিয়ম অনুযায়ী।
বেতন স্কেল :- বিভিন্ন পদ অনুযায়ী বেতন স্কেল ভিন্ন রয়েছে।
এসিস্ট্যান্ট ম্যানেজার পদে বেতন রয়েছে ৫৬,১০০ – ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত।
সেফটি অফিসার এবং কেমিস্ট পদে মাসিক বেতন রয়েছে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
অফিস এক্সিকিউটিভ এবং টেকনিশিয়ান পদে বেতন রয়েছে ২৫,৪০০ থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।
Assistan টিচার ও লাইব্রেরিয়ান পদে মাসিক বেতন রয়েছে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া :-
১) আবেদনকারীকে সর্বপ্রথম WBPDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) এরপর হোম পেজে ক্যারিয়ার বা রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পন্ন করে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।
৫) উল্লেখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদনমূল্য জমা দিয়ে একটি কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে। সবচেয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদন মূল্য :- GEN, EWS, OBC ক্যাটাগরিদের জন্য ১০০০ টাকা আবেদন মূল্য লাগবে। SC, ST, PWBD ক্যাটাগরিদের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না।
নিয়োগ প্রক্রিয়া :- লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন শুরু হয় কি যে ২২শে সেপ্টেম্বর থেকে, আবেদন প্রক্রিয়া চলবে ২৩ শে অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে উপরে বর্ণিত আবেদন পদ্ধতি অ্যাপ্লাই করে আবেদন সম্পন্ন করবেন।