কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জব কার্ড যোজনা প্রকল্প একটি অভিনব প্রকল্প। শ্রমজীবী মানুষদের জীবনে স্বস্তি আনতে এবং অর্থনৈতিক অবস্থা সুরক্ষিত করার জন্য জব কার্ড যোজনা প্রকল্প চালু করা হয়েছে। জব কার্ড যোজনা প্রকল্প চালু করা হয়েছে মূলত অসংগঠিত কর্মক্ষেত্রে কাজ করা শ্রমিকদের জন্য।
এই প্রকল্পের মূল লক্ষ্য:- অসংগঠিত কর্মীদের স্বাস্থ্য, অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থান উন্নত করা।
এই প্রকল্পের সুবিধা গুলো কি কি :-
জব কার্ড যোজনায় আবেদন করলে একজন অসংগঠিত কর্মী বীমা সুরক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সুরক্ষা, গৃহ নির্মাণের জন্য টাকা এবং সন্তানদের স্কলারশিপের সুবিধা পাবেন।
অনুদানের পরিমাণ:- জব কার্ড থাকলে একজন মহিলা শ্রমিকদের এককালীন ১৮০০০ টাকা এবং পুরুষ শ্রমিকদের জন্য এককালীন ২১ হাজার টাকা দেওয়া হবে। এই অনুদান সরাসরি আবেদনকারী ব্যাংক একাউন্টে DBT পদ্ধতিতে পাঠানো হবে।
কাদের জন্য এই সুবিধা:- ১) আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থানীয় নাগরিক হতে হবে।
২) আবেদনকারীর অবশ্যই জব কার্ড থাকতে হবে।
৩) আবেদনকারীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
৪) আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত শ্রমের সাথে যুক্ত থাকতে হবে।
৫) আবেদনকারী ব্যাংক একাউন্ট DBT সঙ্গে সংযুক্ত থাকতে হবে।
আরোও পড়ুন:- নতুনভাবে GST রুপায়ন করার পরে কোন কোন জিনিসের দাম কমলো, কোন জিনিসের দাম বাড়লো জেনে নেওয়া যাক
আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট:-
১) রেশন কার্ড
২) আধার কার্ড
৩) জব কার্ড
৪) বাসস্থানের প্রমাণ পত্র
৫) আয়ের প্রমাণপত্র
৬) পাসপোর্ট সাইজ ছবি
৭) ব্যাংকের পাসবুক এর ছবি
৮) মোবাইল নাম্বার
আবেদন প্রক্রিয়া:- অফলাইন এবং অনলাইন পদ্ধতি দুটোতেই আপনি আবেদন করতে পারবেন। অনলাইন পদ্ধতিতে আবেদনের জন্য রাজ্যের শ্রমদপ্তরের ওয়েবসাইট বা E-Shram পোর্টালে আবেদন করতে হবে। অফলাইন আবেদন করতে হলে CSC সেন্টারে গিয়ে আবেদন করতে হবে।
অনলাইন আবেদন প্রক্রিয়া:-
১) আবেদনকারীকে সর্বপ্রথম রাজ্য শ্রম দপ্তরের ওয়েবসাইট বা https://eshram.gov ওয়েবসাইট ভিজিট করতে হবে।
২) এরপর হোমপেজে এসে job card scheme apply online এই অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর নিউ রেজিস্ট্রেশন নম্বরে গিয়ে মোবাইল নম্বর, মঙ্গল ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করতে হবে।
৪) এরপর আবেদন ফর্মে নিজের ডিটেলস পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
৫) সবশেষে সাবমিট অপশনে ক্লিক করে প্রাপ্ত রশিদ ডাউনলোড করে প্রিন্ট আউট করে সংরক্ষণ করে রাখুন।
আবেদন করার ২০ থেকে ২৫ দিনের মধ্যে আপনার আবেদনপত্র যাচাই করুন করা হবে এবং তার পরে আপনার ব্যাংক একাউন্টে প্রাপ্ত টাকা দিয়ে দেওয়া হবে।
অফলাইন আবেদন প্রক্রিয়া:- আপনি যদি অফলাইন আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার নিকটবর্তী CSC কেন্দ্রে যেতে হবে। সঙ্গে করে নিয়ে যাবেন ওই জন্য ডকুমেন্ট। সিএসসি কেন্দ্রের আধিকারিককে পুরো যেন ডকুমেন্টগুলো সাবমিট করলেই তিন একটি ফর্ম দেবেন, সেটা সম্পূর্ণ ভালো করে পূরণ করে জমা দিন। এরপর আপনাকে তারা একটি রশিদ দেবে, সেটা যত্ন করে নিজের কাছে রাখবেন।
কিছুদিনের মধ্যেই আপনার আবেদনপত্র যাচাইকরন হওয়ার পরে আপনার ব্যাংক একাউন্টে প্রাপ্ত অনুদান ঢুকে যাবে।
আপনি যদি একজন অসংগঠিত শ্রমিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য জব কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। জব কার্ড যোজনায় আবেদন করে এই প্রকল্পের প্রাপ্য সুবিধা অর্থাৎ স্বাস্থ্য, শিক্ষা ব্যাপারে সাহায্য, অর্থনৈতিক সাহায্য, নারীদের স্বনির্ভর হওয়ার সুযোগ এবং গৃহ নির্মাণ ও সরকারের অন্যান্য প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে থাকবেন, আপনি যদি একজন অসংগঠিত শ্রমিক হয়ে থাকেন তাহলে এই সুযোগ হাতছাড়া না করে অবশ্যই জব কার্ড যোজনায় নিজের নাম অন্তর্ভুক্ত করুন।