সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য সরকার ভোটের আগেই নতুন প্রকল্প চালু করলেন আমাদের পাড়া আমাদের সমাধান। আগামী ২রা আগস্ট থেকেই চালু হচ্ছে এই প্রকল্প। দুয়ারে সরকার প্রকল্পের মত সাধারণ মানুষ যেমন চটজলদি উপকার পেতো তেমনি আমাদের পাড়া আমাদের প্রকল্পটি ঠিক তেমনি কর্মসূচি।
আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের প্রধান লক্ষ্য:- এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল পাড়ায় অনেক ছোটখাটো সমস্যা থেকেই যায় যেমন, ইলেকট্রিক পোল, জলের কল, ড্রেন পরিষ্কার, খেলার মাঠের বেহাল দশা,স্কুলের ছাদ থেকে জল পড়া ইত্যাদি। এই সব সমস্যার সকলে মিলে সমাধান করা এই প্রকল্পের লক্ষ্য। এই প্রকল্পে তিনটি করে বুথ করা হবে, যেখানে মূলত একটি করে সরকারি কর্মী সপ্তাহে একদিন থাকবে। সেই ক্যাম্পে গিয়ে সরকারি আধিকারিক ও কর্মীদের নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন এলাকার মানুষ। তার পরেই সেই সমস্ত সমস্যা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।এই কর্মসূচির জন্য রাজ্য সরকারের তরফ থেকেই ১০ লক্ষ টাকার তহবিল দেয়া হবে প্রতিটি বুথে। যেখানে রাজ্য সরকারের মোট খরচ হবে ৮,০০০ কোটিরও বেশি টাকা।
এই প্রকল্প শুরু হবে ২রা আগস্ট চলবে পরবর্তী দুমাস।পূজো উপলক্ষে মাঝে ১৫ দিন ছুটি থাকবে। এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প।
আরও পড়ুন:- ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করলেই পাবেন বার্ষিক ৬০ হাজার টাকা। জেনে নিন কিভাবে আবেদন করবেন।
শিবির কোথায় বসবে:- এই বুথগুলি বসবে স্কুলে বা কলেজে। আমাদের পাড়া আমাদের সমাধান ঠিক তারই পাশে বসবে দুয়ারে সরকার প্রকল্প। যাতে এলাকাবাসী খুব সহজেই যেতে পারে শিবিরে এবং সেখানে গিয়ে তাদের নিজের বক্তব্য সরাসরি জানাতে পারবেন সরকারী কর্মীর কাছে।
শিবিরের দায়িত্বে থাকবে ডিএম, বিডিও যুগ্ম ভিডিও গ্রামের মেম্বার ও এলাকায় তিন জন সাধারন নিরপেক্ষ বাসিন্দা। এলাকার মানুষের কাছ থেকে যে সমস্ত অভিযোগ থাকবে তা সমাধান করে দেয়া হবে। মুখ্য সচিবের নির্দেশ পাড়ায় সমস্ত স্বচ্ছতা রাখতে, উন্নত প্রযুক্তি ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি কোন কাজ কিভাবে হচ্ছে তা করা নজরদারিও রাখতে হবে।
রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগ এই পরিষেবা বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে এবং তাতে এলাকাবাসীদের অনেক সমস্যার সমাধান হবে।