সমব্যথী প্রকল্প থেকে কি সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করবেন? জেনে নিন সকল তথ্য।

রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার জনসাধারণের জন্য একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করছেন। এই প্রকল্পগুলোর মাধ্যমে শিশু থেকে বয়স্ক এবং বিভিন্ন পেশার মানুষজন আর্থিকভাবে সহায়তা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, ২০১৬ সালে একটি প্রকল্পের সূচনা হয়, যার মাধ্যমে উপকৃত হবেন দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারগুলো। এই নতুন প্রকল্পের নাম সমব্যথী প্রকল্প। এই প্রতিবেদন থেকে সমব্যথী প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। কাদের জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে? কিভাবে প্রকল্পের আবেদন করবেন? এই প্রকল্প থেকে আপনারা কি সুবিধা পাবেন? এ সকল তথ্য জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে করুন। 

সমব্যথী প্রকল্প কি:- একজন ব্যক্তির মৃত্যুর পর তার মৃতদেহ সৎকারের জন্য এবং শ্রাদ্ধশান্তি সংক্রান্ত কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এমন অনেক নিম্ন দরিদ্র পরিবার রয়েছে, যাদের পক্ষে পরিবারের মানুষ গত হওয়ার পরে সেই ব্যক্তির মৃতদেহ সৎকার এবং শ্রাদ্ধ শান্তির কাজ করার মতন আর্থিক সম্বল থাকে না। অনেক সময় দেখা যায় দিন আনা দিন খাওয়া এই পরিবারগুলো তাদের পরিবারের প্রিয়মানুষ গত হওয়ার পরে মৃত্যুর পরবর্তী কাজকর্ম মেটানোর জন্য অনেক সময় ভিক্ষা করতে বেরোয়। এই সমস্ত মানুষদের কথা ভেবে তাদের একজন বন্ধুর মতন পাশে থেকে তাদের জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার এই প্রকল্পের সূচনা করেছেন। এই সমস্ত দুস্থ পরিবারগুলোকে সমব্যথী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার আর্থিক সাহায্য প্রদান করেন। এই প্রকল্পে আবেদন করতে পারবেন একমাত্র মৃত ব্যক্তির পরিবারের মানুষজন। যদি কোন ব্যক্তির নিজস্ব কোন পরিবার না থাকে তাহলে, সেই ব্যক্তির হয়ে কোন বন্ধু-বান্ধব কিংবা পাড়া-প্রতিবেশীও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে ২ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত ২৬ টি পরিবার উপকৃত হয়েছেন। 

এই প্রকল্পে আবেদনের জন্য যোগ্যতা:- 

১) এই প্রকল্পে আবেদন করতে হলে মৃত ব্যক্তির এবং তার পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 

২) আবেদনের পর টাকা পেয়ে গেলে, যিনি মৃত হবেন, তাঁর পারলৌকিক ক্রিয়াকর্ম তিনি যেখানে মৃত্যুবরণ করেছেন অর্থাৎ পশ্চিমবঙ্গে করতে হবে। 

৩) মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট অবশ্যই বৈধ হতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে।

৪) কোন ব্যক্তি এই রাজ্যে বসবাস করলেও রাজ্যের বাইরে অন্য কোন রাজ্যে মারা গেলে এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন হলে সেক্ষেত্রে তিনি রাজ্যের এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাসকারী দারিদ্র সীমার নিচে থাকা মানুষ। যদি তিনি ভিন রাজ্যে কাজের সূত্রে থাকেন তবুও তার পারলৌকিক ক্রিয়া করতে হবে পশ্চিমবঙ্গের এসেই। 

৫) এই প্রকল্প আবেদন করতে পারবেন একমাত্র তাঁরাই, যাঁরা আর্থিকভাবে দুর্বল অর্থাৎ দারিদ্র সীমার নিজে বসবাস করেন। 

আরোও পড়ুন:- সোনা নাকি রুপো! কোনটিতে বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদী বেশি মুনাফা লাভ করা যাবে? জেনে নিন বিস্তারিত তথ্য। 

কিভাবে আবেদন করবেন:- 

১) পঞ্চায়েত এলাকার বসবাসকারী ব্যক্তি কোন কারনে মারা গেলে তাদের নিকট আত্মীয় পঞ্চায়েতের অফিসের যোগাযোগ করতে পারেন। পৌরসভায় বসবাসকারী কোন অসুবিধা মারা গেলে সে ক্ষেত্রে স্থানীয় মিউনিসিপালিটিতে যোগাযোগ করতে পারেন।

২) মৃত ব্যক্তিকে যে শ্মশানে দাহ করা হবে, কিংবা যে কবরস্থানে কবর দেওয়া হবে, সেখানকার প্রমাণপত্র জমা করলেই আপনি এই প্রকল্পের টাকা পাবেন। 

সমব্যথী প্রকল্পে আবেদন করার  জন্য প্রয়োজনীয় নথি:- 

১) প্রার্থীর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণপত্র

২)  মৃত ব্যক্তির আধার কার্ড বা ভোটার কার্ড

৩)  উপযুক্ত কর্তৃপক্ষ থেকে অনুমোদিত ডেথ সার্টিফিকেট 

৪) শ্মশান কিংবা কবরস্থানে ডকুমেন্ট

রাজ্য সরকারের এই সমব্যথী প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারগুলি অনেকটাই উপকৃত হয়েছেন। প্রিয়জন গত হলে একপ্রকার মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন পরিবারের অন্যান্য মানুষরা। এমন পরিস্থিতিতে আর্থিক অসহায়তা সেই মৃত ব্যক্তির পারলৌকিক ক্রিয়া না করতে পারার জন্য মানসিক কষ্ট দেয়। সমব্যথী প্রকল্পের মাধ্যমে একজন মৃত ব্যক্তির জন্য সৎকার এবং পারলৌকিক ক্রিয়া করার জন্য এই ২০০০ টাকা পেয়ে দারিদ্র্যসীমা নিচে থাকা পরিবারগুলো অনেকটাই নিশ্চিন্ত বোধ করেন।

Leave a Comment

Join Group Join Group