গণেশ চতুর্থীর ছুটি ঠিক কবে দেওয়া হবে? ২৬ আগস্ট না ২৭ আগস্ট। 

ভারতবর্ষ বিভিন্ন রকম উৎসবের কেন্দ্রবিন্দু। বিভিন্ন রাজ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বারো মাস ধরে বিভিন্ন রকম উৎসব লেগেই থাকে। আর উৎসব মানেই একটা ছুটির মেজাজ, স্কুল থেকে কলেজ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ছুটি পাওয়ার আনন্দে মেতে ওঠে। এক এক করে বিভিন্ন রকম উৎসব পেরিয়ে আগস্ট মাসের শেষের দিকে যে উৎসবটি পালিত হয় সেটি হল গণেশ চতুর্থী। সেপ্টেম্বর মাস এবং অক্টোবর, নভেম্বর মাসে রয়েছে এক গুচ্ছ ছুটি, তবে তার আগেও আগস্ট মাসের গণেশ চতুর্থী উপলক্ষে কোন দিন ছুটি থাকবে এই নিয়ে দ্বন্দ্বে রয়েছে পড়ুয়া এবং শিক্ষকরা। এই বছর অর্থাৎ ২০২৫ সালের গণেশ চতুর্থী পূজার তারিখ নিয়ে বিভিন্ন জায়গায় মতভেদ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ২৬শে আগস্ট নাকি ২৭শে আগস্ট কোন দিন ছুটি দেওয়া হচ্ছে স্কুল, কলেজগুলোতে? 

বিশেষ কিছু উৎসব রয়েছে যেগুলো বিশেষ কিছু রাজ্যে খুবই জাঁকজমক ভাবে পালন করা হয়। মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া এবং তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে গণেশ চতুর্থী খুবই জাঁকজমকের সাথে পালিত হয়। বিশেষ কিছু রাজ্যে গণেশ চতুর্থ উপলক্ষে একদিন কিংবা কোন কোন রাজ্যে দুই দিনও ছুটি ডিক্লেয়ার করা হয়ে থাকে। এই বছর গণেশ চতুর্থী ২৬ শে আগস্ট নাকি ২৭ আগস্ট, এই নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় স্কুল, কলেজগুলো কোন দিন ছুটি ঘোষণা করবে সেটা নিয়ে সংশয়ে রয়েছেন। 

যদিও উত্তর ভারত এবং পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে, বিভিন্ন ছুটির সিদ্ধান্ত নিয়ে থাকে স্থানীয় প্রশাসন। অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, নয়ডা এই রাজ্যগুলিতেও গণেশ চতুর্থী উপলক্ষে স্কুল বন্ধ থাকবে। কোনো কোনো রাজ্যে গণেশ চতুর্থী উপলক্ষে একটানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই বছর গণেশ চতুর্থী পড়েছে ২৭ শে আগস্ট অর্থাৎ বুধবার। এজন্য যে রাজ্যগুলিতে গণেশ চতুর্থী খুবই ধুমধাম করে পালিত হয়, সে রাজ্যগুলিতে ২৭শে আগস্ট বুধবার দিনে ছুটি দেওয়া কথা ঘোষণা করা হয়েছে। 

আরোও পড়ুন:- Credit Card প্রতারণা এড়াবেন কি করে? ক্রেডিট কার্ড সমস্যার সমাধান

বর্তমানে কোন একটি উৎসব বা পুজো শুধুমাত্র একটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে গণেশ চতুর্থী অর্থাৎ গণেশের জন্ম দিবস পালনে একইভাবে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেও বিভিন্ন ঘরে ঘরে পালিত হয়। কোনো একটা উৎসব মানেই হলো, একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে দূরে রেখে সকল ধর্মের মানুষের, সমস্ত সমাজের মানুষের একত্রে মেলবন্ধন হয়ে উৎসবে মেতে ওঠা। যদিও পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে গণেশ চতুর্থী উপলক্ষে কোন ছুটির ঘোষণা করা হয়নি। যে রাজ্যগুলিতে এই উৎসব ধুমধাম করে পালন করা হয় শুধুমাত্র সেই রাজ্যগুলির স্কুল, কলেজ অতএব শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২৭ আগস্ট বুধবার গণেশ চতুর্থী উপলক্ষে বন্ধ থাকতে চলেছে। 

আপনার বাড়ির পড়ুয়া যে স্কুলে পাঠরত সেই স্কুলের গণেশ চতুর্থী উপলক্ষে কোন ছুটির ঘোষণা করেছে কিনা, তা জানার জন্য সেই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন, এছাড়া আপনার রাজ্যের বা জেলা প্রশাসনের ছুটির লিস্ট ফলো করতে পারেন।

Leave a Comment

Join Group Join Group