ভারত দেশীয় প্রোডাক্ট ব্যবহার করার জন্য জনগণকে উৎসাহিত করছে। এর অন্যতম একটি কারণ হলো ডোনাল্ড ট্রাম্প যখন ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করল, তারপর থেকে ভারতীয় প্রোডাক্ট ব্যবহার করার জন্য সাধারণ নাগরিককে উৎসাহিত করার জন্য আহ্বান জানাচ্ছেন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরা। ভারতীয় প্রযুক্তি সংস্থার জোহো শুধুমাত্র হোয়াটসঅ্যাপের পরিবর্তক ‘অরাট্টাই’ মেসেজিং অ্যাপ চালু করার পর থেমে থাকেননি। ইতিমধ্যে জোহো মাইক্রোসফট ও গুগলকে প্রতিস্থাপিত করার জন্য জোহো গুগল ও মাইক্রোসফট এর মধ্যে দেশীয় প্রযুক্তি ব্যবহারের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য ভারতীয় সরকারের কর্মকর্তারা আহ্বান জানাচ্ছেন সাধারণ নাগরিককে। অন্যদিকে ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, তিনি জোহো সফটওয়্যার ব্যবহার করে সমস্ত রকম প্রেজেন্টেশন তৈরি করছেন এবং এই দেশীয় প্ল্যাটফর্মকে সমর্থন করছেন। জোহর এই উত্থান দেশীয় প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিচ্ছে এবং সেই সাথে দেশীয় প্রযুক্তিতে শিল্পে কাজকর্মের জন্য এটি ইতিবাচক দিক, যার মাধ্যমে বিদেশি প্রোডাক্ট ব্যবহার হ্রাস করা যাবে।
বিদেশী প্রোডাক্ট ব্যবহার হ্রাস করার জন্য সর্বপ্রথম জোহো আরাটটাই নামের এক কলিং ও মেসেজিং অ্যাপ নিয়ে এসেছিল যে হোয়াটসঅ্যাপ অ্যাপকে ছাপিয়ে যাবে। এই কথা বলা হয়েছে কারণ এই নতুন ভারতীয় অ্যাপে এমন কিছু ফিচার রয়েছে, কি হোয়াটসঅ্যাপের মধ্যে বিদ্যমান নেই। সেই অ্যাপ অ্যাপেল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোরে একেবারে সামনের সারিতে চলে এসে সাড়া ফেলে দিয়েছিল। এরপর জোহো একের পর এক নতুন অ্যাপ নিয়ে আসছে। এবার জোহোর পরবর্তী লক্ষ্য, গুগল ক্রোম ও অ্যাপেলের সাফারি নিয়ে আসা। এজন্যই গুগল ক্রোমের বিকল্প হিসেবে বলা যায় গুগল ক্রোমকে প্রতিস্থাপিত করে ভারতীয় উলা ব্রাউজার চলে এসেছে বাজারে।
উলা ব্রাউজার নতুন কি চমক দিতে চলেছে:- কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, গুগল ক্রোমের মত উলা ব্রাউজার ক্রোমিয়ামের উপর নির্ভর করে নির্মাণ করা হয়েছে। উলা ব্রাউজারে google ক্রোমের থেকেও অত্যাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত ও নিরাপদ থাকবে, এছাড়া বিজ্ঞাপন দতাদের কাছ থেকে আপনার অনলাইন প্রটেইন্ট লুকিয়ে রাখা যাবে। এর পাশাপাশি উলা ব্রাউজারে বিল্ট-ইন অ্যাড ব্লকার ও ট্র্যাকার প্রোটেকশন অ্যাড করা রয়েছে।
কুলা ব্রাউজারে পাঁচটি বিশেষ প্রোফাইল মোড রয়েছে। এগুলো হলো যথাক্রমে Work, Personal, Kids, Developer আর Open Season মোড। প্রত্যেকটি মোড এর কার্যকারিতা আলাদা আলাদা রয়েছে। ব্যবহারকারীদের কথার মাথায় রেখেই এরকম ভিন্ন ধরনের মোড রাখা হয়েছে।
গুগল ক্রোমের মতো উলাও ক্রোমিয়ামের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে। যদিও জোহো বলছে উলা এমন অত্যাধুনিক ফিচার দেয় যাতে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে ও বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে আপনার অনলাইন ফুটপ্রিন্ট লুকিয়েও রাখে এই উলা ব্রাউজার। এ ছাড়াও এতে বিল্ট-ইন অ্যাড ব্লকার ও ট্র্যাকার প্রোটেকশনও রয়েছে।
আরোও পড়ুন:- তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে পাবে পড়ুয়ারা? নতুন নিয়মে টাকা দিতে সমস্যা।
উলাতে পাঁচটি বিশেষ প্রোফাইল মোড রয়েছে। সেগুলো হল Work, Personal, Kids, Developer আর Open Season মোড। এই মোডগুলো বিভিন্ন ধরনের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তবে, এই উলা ব্রাউজারে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বেশ কিছু ফিচার নেই। এইজন্য অনেক বিশেষজ্ঞরা মনে করছেন, এটি গুগল ক্রোমের থেকে অনেকটাই পিছিয়ে থাকবে। এজন্য যদি ওলা ব্রাজিলের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করা যায় তাহলে এটি গুগল ক্রোমকে ছাপিয়ে যাবে।
বলা যায়, ভারতের নিজস্ব সংস্থা জোহো বিদেশি সর্ববৃহৎ মাইক্রোসফট সঙ্গে চ্যালেঞ্জ জানিয়েছেন। এই ঘোষণায় সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং স্বদেশী প্রোডাক্ট ব্যবহারের প্রতি আগ্রহ বাড়ছে ভারতীয় নাগরিকদের। এবং ভারতীয় জোহর এই ঘোষণা বিদেশি মাইক্রোসফট সংস্থাকে কিছুটা নাড়িয়ে দিয়েছে। ভারতে এই জোহর প্রতিষ্ঠাতা হলেন শ্রীধর ভেম্বু, যিনি এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। জানা যায় এই সংস্থার মোট মূল্যাঙ্ক হলো ১ লক্ষ কোটি টাকা, যা ১২ বিলিয়ন ডলারের সমান। সবথেকে অবাক করা বিষয় হলো জোহ সংস্থার সমস্ত পুঁজির উৎস হলো নিজস্ব দেশের। কোন বৈদেশিক দেশের সাহায্য ছাড়াই জোহো এক ও অন্যান্য হয়ে উঠেছে।
এই সংস্থার প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু আইআইটি মাদ্রাসা থেকে পাশ করেন। এরপর আমেরিকা পাড়ি দেন, কিন্তু আমেরিকায় না থেকে তিনি আবার দেশে ফেরত আসেন। তারপর নিজের জন্মস্থান তামিলনাড়ুর একটি গ্রামে সংস্থা গড়ে তোলেন।
জোহর শুধুমাত্র একটি বা দুটি সফটওয়্যার তৈরি করে না এটি মাইক্রোসফট গুগলের মতন অনেকগুলো পরিষেবা প্রদান করে থাকে।
ইতিমধ্যে জোহ কোন কোন পরিষেবা প্রদান করছে দেখে নেওয়া যাক :-
মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বিকল্প হিসেবে জোহো এনেছে জোহো শো, জিমেইলের বিকল্প হিসেবে জোহো মেইল, google ক্যালেন্ডার এর বিকল্প এনেছে জোহো ক্যালেন্ডার, গুগল ড্রাইভের বিকল্প হিসেবে জোহ ওয়ার্ক ড্রাইভ, whatsapp এর বিকল্প হিসেবে আরাটটাই এটা আরো অন্যান্য এপ্লিকেশন।
অর্থাৎ ভারতবাসীকে এখন থেকে আর কোনো বৈদেশিক প্রযুক্তির ওপর নির্ভর করতে হবে না এমন ভাবেই জোহো সমস্ত রকম পরিষেবা দিতে তৎপর। শুধুমাত্র ভারতবর্ষেই নয়, এছাড়াও ৬০ টি দেশে পরিষেবা দিতে চলেছে এই ভারতীয় নিজস্ব সংস্থা জোহো।
জানা যাচ্ছে, অ্যামাজন, মার্সিডিজ বেঞ্জ, নেটফ্লিক্স, বোর্ড ও এসডিএফসি ব্যাংকের মতন প্রথম সারির প্রতিষ্ঠানগুলো ভারতীয় প্রযুক্তি জোহো CRM পরিষেবা ব্যবহার করেন। এর থেকে বোঝা যাচ্ছে ভারতীয় নিজস্ব সংস্থা জোহো আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে, আগামীতে আরও এর সুদূরপ্রসার লক্ষ্য করা যাবে। জোহোর এই উত্থান প্রমাণ করে যে ভারতীয় নিজস্ব সংস্থা বিশ্বমানের পণ্য বা প্রোডাক্ট তৈরি করতে সক্ষম। সরকারের সমর্থন এবং সাধারণ নাগরিকদের দেশীয় পণ্যের প্রতি আগ্রহ এবং ভালোবাসা যদি বাড়তে থাকে তাহলে আগামীতে আরও এমন স্বদেশী সংস্থা প্রতিষ্ঠার জন্য উৎসাহিত হবে। এবং আগামীতে ভারতের নাম আরো উজ্জ্বল হবে। বলাই বাহুল্য, মাইক্রোসফট গুগলের পরিবর্তন হিসাবে ভারতীয় সংস্থা জোহো আগামী দিনের চ্যালেঞ্জ হতে চলেছে।