ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প: পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প রয়েছে রাজ্যবাসীর জন্য, আরো একটি নতুন প্রকল্প চালু করে রাজ্যবাসী নজর কারলো পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পটির নাম হচ্ছে “ভবিষ্যৎ ক্রেডিট কার্ড” স্কিমটিতে উপভোক্তাদের লাভে লাভ দেবে কারণ এর গ্যারান্টার থাকছে রাজ্য সরকার নিজে। বিনামূল্যে এই স্কিমের মাধ্যমে অনুদান দেবে রাজ্য সরকার, এই স্কিমের আওতায় মোট ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন উপভোক্ততারা। এই প্রকল্পের শর্তাবলী অনুযায়ী, ব্যবসা করতে চাওয়া ৪৫ বছর বয়সের নিচের যুবক-যুবতীদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি লোন দেওয়ার সুবিধা দেবে রাজ্য সরকার।
সরকার নিজেই এই মূলধনের ১০% সহায়তা করবে, তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাকে যথারীতি কয়েকটা শর্ত পূরণ করতে হবে, আবেদনকারী যেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় ও আবেদনকারীর বয়স যেন ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যুব সম্প্রদায়কে ব্যবসার দিকে উৎসাহিত করে তোলা।
কারা “ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে” আবেদন করতে পারবে
যারা মূলত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, যাদের বয়স ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে রয়েছে এবং যার ছোটখাটো কোন ব্যবসা রয়েছে এবং ব্যবসার উন্নতির জন্য অর্থের প্রয়োজন অথবা নতুন ব্যবসা খুলবেন যার জন্য আপনার মূলধনের প্রয়োজন সেই সমস্ত ক্যাটাগরির মানুষেরা এখানে সহজেই আবেদন করতে পারবেন।
আরোও পড়ুন:- WBPDCL একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন আবেদনের শেষ তারিখসহ অন্যান্য তথ্য।
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদনের শর্তগুলি কি কি ?
- আবেদনকারী পশ্চিমবঙ্গ স্থায়ী বাসিন্দা হবেন
- যদি কোন লোন নেওয়া থাকে তবে শোধ না থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না
- ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে
- ব্যবসা করতে ইচ্ছুক থাকলে প্রজেক্ট দেখাতে হবে।
- যদি কারো কাছে কোন ছোট ব্যবসা থাকে সেটাকে বড় করার জন্য লোন নেওয়া যাবে
শর্ত | বিস্তারিত |
---|---|
বাসিন্দা | পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে |
বয়স | ১৮ – ৪৫ বছরের মধ্যে হতে হবে |
ব্যবসার অবস্থা | নতুন ব্যবসা শুরু করতে চাইলে বা ছোট ব্যবসাকে বড় করতে চাইলে আবেদন করা যাবে |
লোন স্ট্যাটাস | আগের লোন বাকি থাকলে আবেদন গ্রহণযোগ্য নয় |
প্রজেক্ট প্ল্যান | ব্যবসার পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ জমা দিতে হবে |
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে ?
ফিউচার ক্রেডিট কার্ড বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টগুলি সংগ্রহ করে রাখতে হবে সেগুলি নিচে বর্ণিত হইল-
- আবেদনকারীর কাছে নিজস্ব ব্যাংক একাউন্ট
- আবেদনকারীর আধার কার্ডের জেরক্স ট্রপি
- সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের একটি ছবি
- ব্যবসায়ী পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ
- একটিভ মোবাইল নাম্বার
প্রয়োজনীয় কাগজপত্র | বর্ণনা |
---|---|
ব্যাংক একাউন্ট | নিজস্ব সক্রিয় ব্যাংক একাউন্ট থাকতে হবে |
আধার কার্ড | জেরক্স কপি |
ছবি | সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ফটো |
ব্যবসা পরিকল্পনা | সংক্ষিপ্ত বিবরণ |
মোবাইল নাম্বার | সক্রিয় মোবাইল নাম্বার |
এই সমস্ত ডকুমেন্টগুলি যদি আবেদনকারী পরিকল্পনা করে জোগাড় করে তবেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে আপনাকে অনলাইনের মাধ্যমে পড়া যাবে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://bccs.wb.gov.in/ লগইন করে আপনার সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করে অনলাইনে ফরম ফিলাপ করার পর এখানে আবেদন করতে পারবেন।
বিষয় | বিবরণ |
---|---|
প্রকল্পের নাম | ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প |
কে চালু করেছে | পশ্চিমবঙ্গ সরকার |
সুবিধা | সর্বোচ্চ ₹৫ লক্ষ টাকা পর্যন্ত লোন (গ্যারান্টার – রাজ্য সরকার নিজে) |
সহায়তা | মূলধনের ১০% সরকার বহন করবে |
উদ্দেশ্য | যুব সমাজকে ব্যবসার দিকে উৎসাহিত করা ও কর্মসংস্থান তৈরি করা |