মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার নাসার ওয়েবসাইট হঠাৎ বন্ধ, আতঙ্কিত নাসার বিজ্ঞানীরা

হঠাৎ করে একটি অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় নাসার বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) আকস্মিক তাদের সরকারি ওয়েবসাইট আপডেট করা বন্ধ করে দিয়েছে। শুক্রবার সকাল বেলাতেই ওয়েবসাইটে একটি বার্তা নাসার বিজ্ঞানীরা লক্ষ্য করেন। এই বার্তায় লেখা ছিল “Due to the lapse in federal government funding, NASA is not updating this website.” এই লেখাটি স্ক্রিনে শো করার পর থেকেই নাসার বিজ্ঞানীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এই লেখাটির অর্থ এটাই দাঁড়াচ্ছে যে, ফেডারেল সরকারের অর্থ বরাদ্দ বন্ধ থাকায় ওয়েবসাইট পুনরায় আর শুরু করা যাচ্ছে না। এটা ছাড়াও ওয়েবসাইটে আরও একটি বার্তা দেখা যাচ্ছিল। যেখানে উল্লেখ করা রয়েছে  “NASA is currently closed due to a lapse in government funding. Employees can visit nasa.gov/shutdown for additional information.” এই লিংকটিতে যখন বিজ্ঞানীরা ক্লিক করছিলেন, তখন আরেকটি পেজ খুলছিল যেখানে মোটা হরফে লেখা ছিল “NASA Operating Status: NASA is currently CLOSED due to a lapse in Government funding.” নিচে আরও উল্লেখ করা আছে, “NASA Shutdown Information” অর্থাৎ সংস্থার বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত তথ্যের আপডেট দেখার জন্য বলা হচ্ছিল। এত বড় একটি ঘটনা যখন ঘটে তখন ধূমকেতু 3I/Atlas মঙ্গল গ্রহের পাশ দিয়ে অতিক্রম করছিল এবং নাসার Mars Reconnaissance Orbiter সেই ধূমকেতুর সর্বোত্তম ছবি তুলতে একদম প্রস্তুত ছিল। কিন্তু হঠাৎ করে ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ায় সমস্ত সংযোগ ছিন্ন হয়ে যায়। আর এরপরেই সমস্ত বার্তা পেতে অপারগ হয়ে যায় নাসার বিজ্ঞানীরা। কিন্তু হঠাৎ করে কি এমন হলো যাতে ওয়েবসাইট বন্ধ করে দিতে হলো? 

জানা যাচ্ছে, ২০২৬ অর্থবছরের জন্য নাসার বাজেট ব্যাপকভাবে কমানোর ঘোষণা করেছেন ট্রাম্প প্রশাসন। চলতি বছরের মে মাসে ট্রাম্প ঘোষণা করেন, নাসার বাজেট ২৪.৮ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ১৮.৮ বিলিয়ন ডলার করা হবে। এর ফলে বিজ্ঞানের জন্য ৩৩ শতাংশ বরাদ্দ হ্রাস পাবে এবং প্রকল্প ব্যয়ে প্রায় ৪৭ শতাংশ কমিয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, নাসার ৩২ শতাংশ কর্মী ছাঁটাই করার চিন্তা ভাবনাও তৈরি হয়েছে। এই রকম পরিস্থিতিতে বাজেট কমানোর কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রতিযোগিতা মুখ থুবড়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে চাঁদ ও মঙ্গলে যাওয়ার যে পরিকল্পনা রয়েছে, সেটাও বাঁধাপ্রাপ্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

NASA Website Crash

ওয়েবসাইট বন্ধ হওয়ায় পরিণতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে

বাজেট সংকোচন ব্যাপার নিয়ে মহাকাশবিজ্ঞানী ও জ্যোতির্বিজ্ঞানীরা ইতিমধ্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা রয়েছে শুধুমাত্র গবেষণার গতি স্থির হয়ে যাবে তা নয় দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো রয়েছে আগামীতে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও সম্প্রতি চাঁদে এবং মঙ্গলে মানুষ পাঠানোর যে মিশন নেওয়া হয়েছিল সে বিষয়েও কতটা কি হবে এই নিয়ে প্রশ্ন উঠছে বিজ্ঞানীদের মধ্যে। এছাড়াও এই বাজেট কমানোর ফলে যেহেতু ওয়েবসাইট বন্ধ হয়ে গিয়েছে তাই সমস্ত রকম তথ্য আদান-প্রদান ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হবে যেখানে একজন নভোচারীর মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আরোও পড়ুন:- Pan Card New Rule: প্যান কার্ড সংক্রান্ত নতুন নিয়ম জারি করা হলো, নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন!

নাসার বিজ্ঞানীরা আতংকের মধ্যে রয়েছেন যেহেতু বাজেট কাটছাট করা হয়েছে এবং অনেক কর্মচারীর ছাটাই এর কথা ভাবা হচ্ছে, তাই নাসার বিজ্ঞানীরা বর্তমানে আতঙ্কের মধ্যেই সময় কাটাচ্ছেন।

নাসার বাজেট সংকোচনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আসন্ন মহাকাশ প্রকল্প। বিশেষ করে চাঁদ এবং মঙ্গল গ্রহে যে মিশন নেওয়া হয়েছিল সেটি অনেক বড় ক্ষতি হবে।  এছাড়া বৈজ্ঞানিক গবেষণা, টেলিস্কোপ, গ্রহ অনুসন্ধানী মিশন এবং মহাকাশযাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। নাসার ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়া একটি বৃহত্তর সমস্যার ইঙ্গিত বয়ে আনছে। বাজেট সংকোচনের ফলে শুধুমাত্র আমেরিকার নয় গোটা বিশ্বের মহাকাশ গবেষণা অনেকটাই পিছিয়ে যাবে। এর ফলে এটি ভবিষ্যতের মহাকাশ গবেষণা এবং মহাকাশ অভিযানে অনেকটাই কুফল বয়ে আনবে।

Join Group Join Group