৪ই নভেম্বর ভারতের লঞ্চ হতে চলেছে হুন্ডার ভেনু গাড়িটি: গাড়িটিতে কি কি বিশেষ ফিচার্স থাকবে জেনে নিন এখনই ?

হুন্ডার ভেনুঃ হোন্ডার অফিসিয়াল খবরস সূত্রে জানা গিয়েছে ৪ই নভেম্বর ভারতে হুনডার ভ্যানো গাড়িটি লঞ্চ করতে চলেছে। এই গাড়িটি দ্বিতীয় জেনারেশনের জন্য বেশ আকর্ষণীয় ফিচারস গুলি মাথায় রেখে নতুনত্ব মডেল তৈরি করেছে, বাঁকা ডিসপ্লে সহ আপডেট করা অভ্যন্তরীণ অংশ এছাড়াও লেভেল টু ADAS এবং পরিচিত ইঞ্জিন বিকল্প। 

হুন্ডাই ৪ই নভেম্বর ভারতে তার জনপ্রিয় Compact ASUV Venu দ্বিতীয় প্রজন্মের জন্য গাড়ি চালু করার প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন মিডিয়া সূত্রে জানা গিয়েছে আপডেট ভেনু এর লাইনের লঞ্চ খুবই শিগ্রই শুরু করা হবে বলে আশা করা যাচ্ছে। যা দেশের সব থেকে বেশি বিকৃত মডেল গুলির মধ্যে একটি।

২০২৫ সালে হুন্ডার ভেন্যুর বড়সড় পরিবর্তন 

নতুন প্রজন্মকে লক্ষ্য করেই হোন্ডার এই বড় পরিবর্তন করা হয়েছে। এখানে বিকৃত নকশার ওভার ওয়াল সহ আসবে, যা আরো আকর্ষণীয় এবং আধুনিক চেহারা প্রদর্শন করবে। গাড়িটির সামনে এবং পিছনে একটি স্টাইলিশ বাম্পার যুক্ত করা হয়েছে এবং উলম্বভাবে স্টার্ট করা প্রজেক্ট এর ইউনিট সহ একটি নতুন প্রিন্ট ল্যাম্প সেটআপ এবং আয়তক্ষেত্রকার সন্নিবেশ সহ একটি নতুন গ্রিল থাকতে পারে এই গাড়িটিতে। গাড়িটিতে আরো নিত্যনতুন আপডেট করা হয়েছে যেমন গাড়িটির তেল ল্যাম্প ছাদের রোল এবং একটি ইনট্রি গেটের হাই মাউন্টেড স্টপ লাইট সহ একটি স্পোর্টিং রিয়ার স্পয়লার। 

আশা করা যায় যে সমস্ত ফিচারগুলি

যদি ভেতরের কেবিন গুলির কথা বলা যায় তবে এক নতুন বড় রূপান্তরের মধ্যে দিয়েই এর ড্যাশবোর্ডে একটি নতুন ফাঁকা ডিসপ্লে থাকবে এই সেটআপে একটি নতুন সম্পূর্ণ ডিজিটাল এবং রঙিন ট্রান্সক্রিমেন্ট ক্লাস্টারের পাশাপাশি একটি বৃহৎ তাসকিন ইনফোটেস্টমেন্ট সিস্টেম সংযুক্ত থাকবে। এই গাড়িটিতে আপনারা পাবেন একটি নতুন রিফ্রেস সেন্টার কন্ট্রোল একটি নতুন ডিজাইন করা থ্রি স্পেস স্টেয়ারিং ও অটো কন্ট্রোল ট্রেনিং সিস্টেম ড্যাশবোর্ড মাউন্ট এ স্পিকার ও সেই সঙ্গে থাকবে ক্যামেরা সংযুক্তি এবং লেবেল টু advanced driving assistant সিস্টেম তাই এ সমস্ত দিক থেকে আশা করা যাচ্ছে গাড়িটি একদম প্রিমিয়াম টাচ লোক যুক্ত মার্কেটে লঞ্চ করবে হুন্ডার ভেনু।

Join Group Join Group