স্মার্টফোনের দুনিয়ায় পুরাতন একটি কোম্পানি যে কম দামে ফোন বিক্রয় করে থাকে সেই কোম্পানিটি হল লাভা মে মাসেও আমরা দেখেছি ৮ হাজার টাকার বিনিময়ে Lava Shark 5G মোবাইল ফোন বিক্রয় পড়ে গিয়েছে তবে এবার লাভা একটু আপডেট করে Lava Shark 2 নামে একটি নতুন মোবাইল ফোন বাজারে লঞ্চ করতে চলেছে।
লাভার অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে এই মোবাইলটার রিভিউ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই টিজের মাধ্যমে ফোনের ফাস্ট লোক প্রকাশ্যে এসেছে এই টিজের মাধ্যমে ফোনের ফাস্ট লোক প্রকাশ্যে এসেছে সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে এই মাসেই এই মোবাইল ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ হবে বলে জানা গিয়েছে।
লাভা কোম্পানির পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে ১৬ সেকেন্ডের একটি ভিডিও পাবলিশ করা হয়েছে Lava Shark 2 মোবাইল ফোনের এবং সেখানে বলা হয়েছে আপকামিং অর্থাৎ আসতে চলেছে। এখানে ডিজাইন কে তুলে ধরা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকের এখনো পর্যন্ত এই ব্র্যান্ডের পক্ষ থেকে লঞ্চ এর ডেট তেমন করে নির্দিষ্ট করা হয়নি, অফিসিয়াল নোটিফিকেশন আসলে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে কোন নোটিশ আসলে আমরা এই মোবাইল ফোনটির বাজারে লঞ্চ হওয়ার তারিখ সম্পর্কে জানিয়ে দেবো।
আরোও পড়ুন:- OPPO Find X9 ডিজাইন কালার ও ফিচার এক নজরে দেখে নিন লঞ্চ হওয়ার আগেই! ওপোফোনের নতুন ফিচার কি কি থাকবে?
আপকামিং Lava Shark 2 মোবাইল ফোনটিতে ইউসেপের ওয়াটার ড্রপ টাচ ডিসপ্লে স্ক্রিনের সুবিধা রয়েছে। ডিসপ্লে ও মোবাইল ফোনটির চারপাশে অত্যন্ত পাতলা বেজেল দেখা গিয়েছে। এই ফোনটি প্রস্তুত করতে iphone সিক্সটিন প্রো ম্যাক্স থেকে অনুপ্রাণিত হয়ে এই মোবাইল ফোনের ক্যামেরাটি অ্যাপেলের স্কোয়ার সেফের মাত্রা দেওয়া হয়েছে। ক্যামেরার শেপের মধ্যে তিনটি লেন্স ও একটি কোয়ার্ড এলইডি ফ্ল্যাশ রয়েছে।
এবার ফোনটির ক্যামেরার কথা যদি বলা হয় তবে ক্যামেরাটাও সম্পূর্ণ iphone promax কে অনুসরণ করেই বানানো হয়েছে যেহেতু তাই 50MP AI ক্যামেরাযুক্ত রয়েছে ফোনটির ডান দিকের ফ্রেমে ভলিউম বটান ও পাওয়ার অফ অন করার বাটন রয়েছে যেটা অত্যন্ত সৌন্দর্য করে সাজানো হয়েছে, মোবাইল ফোনটিতে। Lava Shark 2 4G মোবাইল ফোনটিতে 6.7 ইঞ্চির এইচডি কোয়ালিটির ডিসপ্লে দেয়া হয়েছে এই স্ক্রিনে আপনারা 90HZ রিফ্রেশ রেট সাপোর্ট পাবেন। চার্জিং সুবিধার জন্য এই মোবাইল ফোনটিতে ইউএসবি সাপোর্ট চার্জিং সিস্টেম রয়েছে যেখানে ব্যাটারি ব্যাকআপের জন্য ব্যাটারির ক্ষমতা রাখা হয়েছে 5500Mah দ্রুত চার্জিং এর জন্য এই মোবাইল ফোনটিতে 18w ফাস্ট চার্জিং সিস্টেম সুবিধা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
Lava Shark 2 4G মোবাইল ফোনটিতে আপনারা ৬০ জিবি স্টোরেজ ও ৬ জিবি র্যাম সহ পেয়ে যাবেন স্টোরেজ সুবিধা। যারা মূলত গেম খেলতে ভালোবাসে অথবা বেশি সময় ধরে ইউটিউব ভিডিও দেখে সেই সমস্ত ব্যবহারকারীর জন্য এই মোবাইল ফোনটি আদর্শ যেহেতু এর স্টোরেজ ও রাম ক্যাপাসিটি ভালো রয়েছে, তাই আপনি সহজেই যে কোন এপ্লিকেশন এতে ব্যবহার করতে পারবেন এবং একসাথে অনেক কটা এপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রেখে আপনার মূল কাজটি সেরে ফেলতে পারবেন।