অবশেষে কলকাতা, যাদবপুর সহ ৮ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ, ছাত্র-ছাত্রীদের কাছে ফিরে এলো নিশ্চয়তা।

অনেক দিন যাবৎ কলকাতা ও যাদবপুর সহ ৮ বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য ছিল না। এই বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থায়ী উপাচার্যের মাধ্যমে আপাতত কাজ চলছিল। এর জন্য ঠিকঠাক মতন ভাবে বিশ্ববিদ্যালয়গুলো দায়িত্ব পালনে কিছুটা হলেও কমতি পড়ছিল। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগ করা হলো। স্থায়ী উপাচার্য নিয়োগ হওয়ার মাধ্যমে পড়ুয়াদের একপ্রকার নিশ্চয়তা ফিরে এলো।

সোমবার, সুপ্রিম কোর্টের নির্দেশে ৮টি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা ও উত্তরের জেলার কোন কোন ৮ টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পেল? কাদের নিয়োগ করা হলো? দেখে নেওয়া যাক:-

কলকাতা বিশ্ববিদ্যালয়আশুতোষ ঘোষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়চিরঞ্জীব ভট্টাচার্য
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ওমপ্রকাশ মিশ্র
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়অর্ণব সেন
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়আশিস ভট্টাচার্য
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়উদয় বন্দ্যোপাধ্যায়
সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়চন্দ্রদীপা ঘোষ
বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়আবু তালেব

প্রায় অনেক দিন ধরেই এই আটটি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্যের বদলে অস্থায়ী উপাচার্য দিয়ে কোন রকমের কাজ সামাল দেওয়া হচ্ছিল। কিন্তু এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ম শৃঙ্খ থেকে শুরু করে তাদের পড়াশোনা ও সার্বিক ব্যাপারে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল পড়ুয়াদের।
স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রস্তাব থাকলে শুধু হয় না, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন রয়েছে। এতদিন পর্যন্ত এই অনুমোদন না পাওয়ার জন্যই রাজ্য সরকারের পক্ষে তাই উপাচার্য নিয়োগ করা সম্ভবপর হচ্ছিল না। এবং এই নিয়ে এক প্রকার জটিল অবস্থা চলছিল। এইজন্য সুপ্রিমকোর্ট পর্যন্ত এই ব্যাপারে হস্তক্ষেপ করতে হয়। অবশেষে রাজভবন যাতে রাজ্যের প্রস্তাবে অনুমোদন দিয়ে উচ্চশিক্ষা ক্ষেত্রে এই সমস্যার সমাধান করতে পারে খুব শীঘ্রই তার চেষ্টা করা হচ্ছিল। সেই মতনই সোমবার সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা সহ আটটি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগ করার ঘোষণা করা হলো।

জানা যাচ্ছে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য হিসেবে যিনি কার্যভার সামলাচ্ছিলেন, তাকেই স্থায়ী উপাচার্য পদে নিয়োগ করার সম্মতি মিলেছে। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওম প্রকাশ মিত্র।

অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সুরঞ্জন বন্দ্যোপাধ্যায় অবসর নেওয়ার পর থেকে সে আবে কোন উপাচার্য ছিলোই না যাদবপুর বিশ্ববিদ্যালয়। এইবার সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্টার চিরঞ্জীব ভট্টাচার্যকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হল।

সবমিলিয়ে এতদিন পরে বিশ্ববিদ্যালয়গুলো যেন সঠিক পরামর্শদাতা, একজন পরিচালক পেলেন যার মাধ্যমে সুষ্ঠুভাবে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ম-শৃংখলার মধ্য দিয়ে একটি সুস্থ শিক্ষার প্রতিষ্ঠান হিসেবে কার্যকরী ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয় করে পড়ুয়াদেরও অনেকটাই মনোবল ফিরে পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হওয়ার মাধ্যমে।

Join Group Join Group