কলকাতা পুলিশের ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারী প্রার্থীদের জন্য নিয়োগ পরীক্ষায় বসার এডমিট কার্ড প্রকাশিত করা হয়েছে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি যদি এই নিয়োগ পরীক্ষার একজন আবেদনকারী হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন? পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব এই প্রতিবেদনের মাধ্যমে।
কলকাতা পুলিশের DEO নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ১২ই অক্টোবর। যে সকল আবেদনকারী এই পরীক্ষায় আবেদন করেছিলেন তারা অবশ্যই পরীক্ষার আগেই এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন নির্দিষ্ট ওয়েবসাইট থেকে।
কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পরীক্ষার জন্য মোট শূন্যপদ ছিল ২২৫টি। এই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা নেওয়া হয়েছিল, স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো ডিগ্রি বা তার সমতুল্য যোগ্যতা। ২২৫টি শুন্য পদের জন্য প্রায় কয়েক হাজার আবেদনকারী আবেদন করেছিলেন। ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ পরীক্ষা হিসেবে লিখিত পরীক্ষা, টাইপিং পরীক্ষা এবং ইন্টারভিউ, নথি যাচাইয়ের ভিত্তিতে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। নিয়োগ পরীক্ষার আগে এডমিট কার্ড কবে দেওয়া হবে এই নিয়ে একটা চিন্তায় থাকেন পরীক্ষার্থীরা। অবশেষে সে চিন্তার অবসান ঘটেছে। কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে এডমিট কার্ড। দেখে নেওয়া যাক কিভাবে আপনি এডমিট কার্ড ডাউনলোড করবেন:-
আরোও পড়ুন:- ভুটান-অসম থেকে জল ঢুকে উত্তরবঙ্গ ভাসমান বন্যার পরিস্থিতি, মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা-চাকরির ঘোষণা।
প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট- recruitment.kolkatapolice.org- এর মাধ্যমে কলকাতা পুলিশের DEO হল অ্যাডমিট কার্ড চেক এবং ডাউনলোড করতে পারবেন।
এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আবেদনকারী প্রার্থীর মোবাইল নম্বর, জন্ম তারিখ নিবন্ধন করতে হবে।
১) সর্বপ্রথম আবেদনকারী প্রার্থীদের recruitment.kolkatapolice.org এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) এরপর হোমপেজে এসে মোবাইল নম্বর এবং জন্ম তারিখ নিবন্ধন করতে হবে।
৩) এরপর ডাউনলোড এডমিট কার্ড বলে একটা অপশন আসবে সেটাকে ক্লিক করতে হবে।
৪) এডমিট কার্ডের যে পিডিএফ থাকবে সেটি ডাউনলোড অপশন এ ক্লিক করে ডাউনলোড করতে হবে।
৫) এরপর এটি কপি করে প্রিন্ট আউট করে নিয়ে হার্ডকপি নিজের কাছে সংরক্ষণ করুন।
কলকাতা পুলিশের ডিইও অ্যাডমিট কার্ড এর মধ্যে প্রার্থীর নাম, রোল নম্বর, জন্ম তারিখ, পরীক্ষার তারিখ, শিফটের সময়, পরীক্ষার কেন্দ্রের ঠিকানা, অন্যান্য বিবরণ উল্লেখ করা থাকবে।
কলকাতা পুলিশ ডিইও পরীক্ষা ২০২৫ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখার দরকার। সেগুলি হল :-
পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু ৩০ মিনিট আগে প্রবেশ করুন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের না প্রবেশ করলে দেরিতে আসা প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে অবশ্যই হার্ডকপি এডমিট কার্ড যেটা প্রিন্ট আউট করে নিয়েছেন সেটাকে নিজের কাছে রাখুন। এছাড়া একটি বৈধ আইডি প্রমাণপত্র সঙ্গে রাখবেন।
পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় কোন নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন না। পরীক্ষা কেন্দ্রে কোন নিষিদ্ধ জিনিসপত্র রাখার অনুমতি দেওয়া হবে না তাই সম্পূর্ণ ফাঁকা হাতে শুধুমাত্র এডমিট কার্ড এবং একটি আইডি প্রমাণ নিয়ে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করবেন।
যেহেতু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গিয়েছে এবং পরীক্ষার দিন খুব বেশি দেরি নেই, তাই যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট কার্ড ডাউনলোড করিয়ে নেবেন।
এছাড়া আরও বিস্তারিত কিছু তথ্য জানার জন্য কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।