ভারতীয় রেলের লোকো পাইলট হিসেবে যদি আপনিও আপনার ক্যারিয়ার শুরু করতে ইচ্ছুক থাকেন তাহলে প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। লোকো পাইলট চাকরিটি শুধুমাত্র একটি ভালো চাকরি নয়, অত্যন্ত অ্যাডভেঞ্চারাস, দায়িত্বপূর্ণ কাজ এবং সম্মানজনক চাকরি হিসেবে পরিগণিত। অনেক পড়ুয়ারা লোকো পাইলট হওয়ার স্বপ্ন দেখেন। আজকের এই প্রতিবেদনে জানানো হবে রেলের লোকো পাইলট হওয়ার জন্য কিরকম যোগ্যতা থাকা প্রয়োজন? কিভাবে আবেদন করবেন এবং এই পরীক্ষার জন্য কোন ধরনের নিয়োগ প্রক্রিয়া হয়? এ সকল তথ্য বিস্তারিত হবে জানতে হলে প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
ভারতীয় রেলের ড্রাইভারদের বা চালকদের এক কথায় লোকো পাইলট বলা হয়। এক জায়গা থেকে অন্য জায়গায় কিংবা এক রেলস্টেশন থেকে অন্য রেলস্টেশনে ট্রেন চালিয়ে যাত্রীদের দায়িত্ব সহকারে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়াই লোকো পাইলটের কাজ। এই চাকরিতে যেমন ভালো সেলারি প্যাকেজ রয়েছে, তেমনই এই কাজের জন্য অত্যন্ত দায়িত্ব পরায়ণ এবং মনোযোগী হতে হয়।
একজন পাইলট প্রথমেই লোকো পাইলট পদে নিযুক্ত হতে পারেনা। প্রথমে তাকে এসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে নিযুক্ত হতে হয়। এরপর এসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে নিযুক্ত হয়ে কাজের অভিজ্ঞতা সম্পন্ন করে তারপর লোকো পাইলট পদে নিযুক্ত হওয়া যায়।
অর্থাৎ লোকো পাইলটকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে।
১) অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট | আপনাকে প্রথমে কাজে যুক্ত হলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবেই যুক্ত হতে হবে। |
২) সিনিয়র লোকো পাইলট | এসিস্টেন্ট লোকো পাইলট হিসেবে অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে আপনাকে সিনিয়র লোকো পাইলট পদে নিযুক্ত করা হবে। |
শিক্ষাগত যোগ্যতা:- এসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিযুক্ত হওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম মাধ্যমিক পাস উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক পাস ছাড়া উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন কমপ্লিট করল আপনি এ পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, পলিটেকনিক আইটিআই বা ডিপ্লোমা ট্রেডে পাশ করতে হবে।
আরোও পড়ুন:- SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য কিছু নিয়ম পরিবর্তন, জানুন পরিবর্তিত আপডেট
বয়স সীমা:- অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীদের জন্য পাঁচ বছর এবং অনগ্রসর শ্রেণীদের জন্য তিন বছরের বয়সের ছাড় দেওয়া হয়ে থাকে।
বেতন কাঠামো:- অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য মাসিক বেতন দেওয়া হয় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। সিনিয়র লোকো পাইলট পদে মাসিক বেতন দেওয়া হয় ৫৫ হাজার থেকে ৬০ হাজার টাকা। এবং লোকো পাইলট পদে বেতন দেওয়া হয় ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকা। অর্থাৎ যত উঁচু পোস্টে যাওয়া যাবে তত বেতন কাঠামো বাড়তে থাকবে।
আবেদন প্রক্রিয়া:- প্রথমে আবেদনকারী প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের প্রবেশিকা পরীক্ষা RRB ALP EXAM বসতে হবে। এই প্রবেশিকা পরীক্ষায় আবেদন করার জন্য আবেদনপত্র প্রকাশিত হয়, তখন ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট https://rrrbapply.gov.in প্রবেশ করতে হবে। এরপর চারটি ধাপ অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
চারটি ধাপ হলো :- অনলাইন রেজিস্ট্রেশন, আবেদনপত্র পূরণ, ডকুমেন্ট আপলোড এবং আবেদন মূল্য পেমেন্ট।
নিয়োগ প্রক্রিয়া:- এসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের সমস্ত রকম পর্যায়ে পরিচালনা করেন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই হৃদয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে মোট পাঁচটি ধাপে পরীক্ষা নেওয়া হয় অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য।
১) Computer Based Test (CBT 1)
২) Comouter Based Test ( CBT 2)
৩) Computer Based Aptitude Test (CBAT)
৪) Document Verifiacation (DV)
৫) Medical Examination (ME)
মেডিকেল টেস্ট পরীক্ষায় চোখের দৃষ্টিশক্তির পরীক্ষা করা হয়, রং চেনার ক্ষমতাও দেখা হয়। এছাড়া শারীরিক ফিটনেস পরীক্ষা করা হয়। এই পাঁচটি ধাপের পরীক্ষা উত্তীর্ণ হলেই তবে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হয় এবং তাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে ট্রেনিং দেওয়া শুরু হয়।
অনেক পড়ুয়ার স্কুল জীবন থেকেই রেলের লোকো পাইলট হওয়ার স্বপ্ন থাকে। অনেকেই কিভাবে এ পরীক্ষায় আবেদন করতে হবে বা কিভাবে প্রস্তুতি নিতে হবে পরীক্ষার জন্য সে সমস্ত ব্যাপারে অবগত থাকে না বলে লোকো পাইলট হওয়ার ইচ্ছে অপূর্ণ থেকে যায়। আজকের এই প্রতিবেদনে লোকো পাইলট হওয়ার সমস্ত রকম যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনি এর পরবর্তী যখন লোকো পাইলট হওয়ার নিয়োগ প্রক্রিয়ার আবেদন পত্র প্রকাশিত হবে, তখন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে লোকো পাইলট হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন।