SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই ব্যাংকে গ্রাহকের সংখ্যা যেমন অনেক বেশি তেমনি কর্মীদের সংখ্যাও অনেক বেশি। এই জন্য এই ব্যাংকে যে কোনো পদে চাকরির সুযোগের জন্য অনেক চাকরিপ্রার্থীরা অপেক্ষা করে থাকে।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যে সমস্ত চাকরিপ্রার্থীরা চাকরি করার জন্য মুখিয়ে রয়েছেন, অথচ ভাবছেন এসবিআই-এর পক্ষ থেকে কবে নিয়োগ করা হবে, তাদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। SBI পক্ষ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই। হাতে আর বেশি দিন সময় নেই, তাই যে সমস্ত প্রার্থীরা রয়েছেন এই ব্যাংকে কাজ করার জন্য, তাঁরা নিম্নলিখিত তথ্য গুলো সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
নিয়োগ সংস্থা:- SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
শূন্যপদের সংখ্যা:- একাধিক শূন্য পদে নিয়োগ করা হচ্ছে, বিভিন্ন জেলা থেকে আবেদনের সুযোগ রয়েছে, যেটি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কাজে আগ্রহীদের অনেকটা সুবিধাজনক হবে। মোট শূন্যপদ ৫১৮০ টি।
পদের নাম:- জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হচ্ছে।
আরোও পড়ুন:- প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, JKSSB পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-
১) আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
২) এই পরীক্ষায় আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রি নিয়ে কলেজ পাস করতে হবে। এছাড়া স্নাতক লাস্ট ইয়ার পড়াকালীন পড়ুয়ারা আবেদন করতে পারবেন অস্থায়ী কর্মী হিসেবে। তবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে কলেজ পাশের সার্টিফিকেট শো করতে হবে।
বেতন কাঠামো:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই ব্যাংকের যেকোনো পোষ্টের জন্য বেতন স্কেল যথেষ্ট ভালো পরিমাণ রয়েছে। বেতন সংক্রান্ত বিস্তারিত জানতে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটি ফলো করুন।
আবেদন পদ্ধতি:- ১) আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
২) আবেদন করার জন্য সর্বপ্রথম এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এতে প্রবেশ করতে হবে।
৩) এরপর অ্যাপ্লাই ক্যারিয়ার হোমপেজে এসে নিজের ব্যক্তিগত তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে।
৪) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরে আবেদন ফর্ম ফিলাপ করতে হবে। আবেদন ফর্ম ফিলাপ করার সময় সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করুন।
৫) এরপর প্রয়োজনের ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
৬) সবশেষে সাবমিট অপশনে ক্লিক করুন।
আবেদন ফি সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য এস বি আই এর অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নেবেন।
নিয়োগ প্রক্রিয়া:- নিয়োগ প্রক্রিয়া হবে লিখিত হিসাবে এবং ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে।
এই পরীক্ষায় দুটি লিখিত পরীক্ষা হবে। প্রাইমারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের শেষের দিকে। ফাইনাল লিখিত পরীক্ষা নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রাইমারি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাংকিং ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন, ইংরেজি , ব্যাংকিং সংক্রান্ত রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস টাইপের প্রশ্ন দেওয়া হবে।
Sbi এর নিয়োগ বিজ্ঞপ্তি অনেকদিন আগেই প্রকাশিত হয়েছে, ২৬ শে আগস্ট ২০২৫ এই নিয়োগ পরীক্ষার জন্য আবেদনের শেষ দিন। এখনো পর্যন্ত যে সমস্ত চাকরিপ্রার্থীরা এসবিআই-এর নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেননি, তাদের জন্য আজকের দিনটি রয়েছে। আজকের দিনের মধ্যেই প্রার্থীদের আবেদন সম্পন্ন করে নেওয়া জরুরী, না হলে আপনারা অনেক বড় চান্স মিস করে যাবেন।