অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ ২০২৫: নতুন বিজ্ঞপ্তি প্রকাশ, এখানে দেখুন আবেদন পদ্ধতি।

যে সকল চাকরিপ্রার্থীরা অঙ্গনওয়াড়ি চাকরির জন্য অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষা অবসান হতে চলেছে। একসাথে একাধিক পদে বহু শূন্য পদে পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় নিয়োগ করা হবে। খুব তাড়াতাড়ি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন, তাঁরা নিয়মিত এই ওয়েবসাইটটির ফলো করতে থাকুন। বিজ্ঞপ্তি প্রকাশের পরে চাকরি সংক্রান্ত তথ্য আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। যেটুকু তথ্য আমাদের কাছে রয়েছে এই চাকরি সংক্রান্ত ব্যাপারে, সে তথ্যগুলো সম্পর্কে অবগত করার জন্য আজকের এই প্রতিবেদন। কোন কোন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে, পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, বয়স সীমা কত রয়েছে, বেতন স্কেল, আবেদন পদ্ধতি এ সকল তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। 

শূন্য পদের সংখ্যা: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আনুমানিক ৪৫ হাজার শূন্য পদ রয়েছে। 

জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা: উত্তর ২৪ পরগনা (৩,৫০০), দক্ষিণ ২৪ পরগনাসরকারি চাকরি(৩,৫০০), মুর্শিদাবাদ (৩,২০০), মালদা (৩,০০০), পূর্ব মেদিনীপুর (২,৮০০), পশ্চিম মেদিনীপুর (২,৫০০), হাওড়া (২,৫০০), হুগলি(২,৫০০), নদীয়া (২,০০০), বীরভূম (২,০০০), বাঁকুড়া (১,৮০০), পূর্ব বর্ধমান (২,০০০), পশ্চিম বর্ধমান (১,৫০০) , জলপাইগুড়িবেসরকারি চাকরি(১,৫০০), কোচবিহার(১,৫০০), দার্জিলিং (১,৫০০), উত্তর দিনাজপুর (১,৫০০), দক্ষিণ দিনাজপুর(১,২০০), আলিপুরদুয়ার(১,২০০) পুরুলিয়া(১,২০০), ঝাড়গ্রাম (৮০০), কালিম্পং (৫০০), কলকাতা(১,০০০)

পদের নাম: যেসব পদে জন্য কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল – সুপারভাইজার, শিক্ষক, কর্মী, মিনি ওয়ার্কার, সহায়ক

আরোও খবর পড়ুন: ৪৮ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে রাজ্য সরকার, ওবিসি ক্যাটাগরিদের জন্য দারুন সুযোগ।

শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রয়েছে। যেমন- সুপারভাইজার পদের জন্য স্নাতক ডিগ্রি, শিক্ষক পদের জন্য স্নাতক ডিগ্রি, অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্যদশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী, মিনি কর্মী পদের জন্যদশম শ্রেণী, সহায়ক পদের জন্য ৮ম শ্রেণী পাস হতে হবে। 

বয়স সীমা: এই পদ গুলোর জন্য আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। 

বেতন কাঠামো: পদ অনুযায়ী বেতন স্কেল ভিন্ন রয়েছে। সুপারভাইজারপদের জন্য মাসিক বেতন ১৫,০০০ – ৩৮,০০০ টাকা। 

অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য ৭,০০০ – ১০,০০০ টাকা, 

মিনি অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য ৬,০০০ – ৮,০০০ টাকা এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদের জন্য ৫,০০০ – ৭,০০০ টাকা মাসিক বেতন স্কেল রয়েছে। 

আবেদন পদ্ধতি:

১) আবেদন করার জন্য এই https://wcd.nic.in ওয়েবসাইটটিতে যান। 

২) এরপর “নিয়োগ” বিভাগে ক্লিক করুন। 

৩) এরপর “মহিলা” বিকল্পটিতে ক্লিক করুন।

৪) অঙ্গনওয়াড়ি নিয়োগ সম্পর্কিত লিঙ্ক ওপেন করুন। 

৫) প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করে আবেদন ফর্ম পূরণ করুন।

৬) এরপর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন।

প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, বাসস্থানের প্রমাণ,শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, তিনটি পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার। 

নিয়োগ প্রক্রিয়া: সর্বপ্রথম লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী বাঁছাই করা হবে।

সেপ্টেম্বরের মধ্যেই এই মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ হবে, তাই আবেদন করার জন্য নিয়মিত ওয়েবসাইট ফলো করুন।

Leave a Comment

Join Group Join Group