কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলির মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নতি হয়েছে, সেই সাথে দেশের নাগরিকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটেছে। কেন্দ্রীয় সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হল সেলাই মেশিন যোজনা প্রকল্প। সেলাই মেশিন যোজনা ২০২৫ এই অর্থবর্ষে যদি আপনি আবেদন করতে ইচ্ছুক হন, তাহলে এই প্রকল্প সংক্রান্ত কি কি সুবিধা রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সংক্রান্ত অন্যান্য তথ্য জানাবো আপনাদেরকে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
এই প্রকল্প সূচনার উদ্দেশ্য:- কেন্দ্রীয় সরকার দেশের নিম্নবিত্ত এবং আর্থিকভাবে দুর্বল নারীদের ক্ষমতায়নের জন্য এবং তাদের আর্থিক স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন। কেন্দ্রীয় সরকারের নতুন এই প্রকল্পটি নাম সেলাই মেশিন যোজনা প্রকল্প। এখনো আমরা গ্রামের আর্থসামাজিক অবস্থা বিচার করলে দেখতে পারি, সেখানকার নারীরা নিজেরা স্বাবলম্বী নয় বলে অনেকটাই পিছিয়ে রয়েছে। এছাড়া ইচ্ছে থাকা সত্ত্বেও তাঁরা পরিবারকে আর্থিক সাহায্য করতে অপারগ থাকে। এইজন্য নরেন্দ্র মোদির উদ্যোগ নিয়েছেন আর্থিকভাবে পিছিয়ে থাকা নারীদের একটি করে সেলাই মেশিন উপহার দেওয়ার। এই সেলাই মেসিন ব্যবহার করে তাঁরা বিভিন্ন রকম জিনিস উৎপাদন করে ছোট ব্যবসা শুরু করতে পারবেন, তার ফলে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, নিজেরা স্বাবলম্বী হবেন এবং পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৫০ হাজার সেলাই মেশিন বিতরণ করা হবে।
গ্রামীন এলাকায় নারীদের ক্ষমতায়নের জন্যই এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্যই এই প্রকল্পের সূচনা করার উদ্যোগ নিয়েছেন শ্রী নরেন্দ্র মোদি। সেলাই মেশিন যোজনা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ খাতে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের একটি করে সেলাই মেশিন উপহার দেওয়া হবে, যার মাধ্যমে তাঁরা নিজেদের দক্ষতাকে প্রমাণ করার একটা সুযোগ পাবেন, এছাড়া সেলাই মেশিনের মাধ্যমে তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করার একটা পথ খুলে যাবে। একইভাবে বাড়িতে বসেই একটি ছোট শিল্পজাত দ্রব্যের কর্মসংস্থান তৈরি হবে।
আরোও পড়ুন:- সমব্যথী প্রকল্প থেকে কি সুবিধা পাবেন এবং কিভাবে আবেদন করবেন? জেনে নিন সকল তথ্য।
প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:-
১) অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মহিলারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন।
২) আবেদনকারীর পরিবারের কোন ব্যক্তিসরকারি চাকরির সাথে যুক্ত থাকতে পারবেন না।
৩) আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
৪) পারিবারিক আয় হতে হবে দুই লক্ষ টাকার কম।
৫) আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
এই প্রকল্পের সুবিধাগুলো কি কি:-
১) প্রত্যেক আবেদনকারী সেলাই মেশিন কেনার জন্য ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
২) সেলাই মেশিন কিনার আগে সেলাই না জানা মহিলাদের খেলাই শেখানোর জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
৩) সেলাই শেখার পরে যদি মহিলারা এই সেলাইয়ের মাধ্যে বিভিন্ন বস্ত্র তৈরি করে ছোট ব্যবসা শুরু করতে চান তাহলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ২ থেকে ৩ লক্ষ টাকার ঋণ পাওয়ার সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি:-
১) আবেদন করার জন্য প্রত্যেক মহিলাকে কেন্দ্রীয় সরকারের সেলাই মেশিন যোজনার যে অনলাইন পোর্টাল রয়েছে সেটিতে আসতে হবে।
২) এরপর একটি হোমপেজ আসবে সেখানে এপ্লাই অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার ফোন নাম্বার চাইবে, সেই ফোন নাম্বার ইনপুট করলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি পুনরায় সেই পেজে ইনপুট করতে হবে।
৪) এরপর একটি আবেদন ফর্ম আসবে, সেটি সম্পূর্ণ পড়ে নিয়ে নিখুঁতভাবে পূরণ করুন।
৫) এরপর যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো স্ক্যান করে আপলোড করুন।
৬) এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার আবেদন সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:-
১) পরিচয়পত্র হিসেবে (ভোটার পরিচয়পত্র, প্যান কার্ড, আধার কার্ড)
২) আয়ের প্রমাণপত্র
৩) পারিবারিক আয়ের সার্টিফিকেট
৪) রেশন কার্ড
৫) বাসস্থানের প্রমাণ পত্র।
আবেদন ফর্ম কিভাবে ডাউনলোড করবেন:- ইন্ডিয়ার সেলাই মেশিন যোজনা ওয়েবসাইটে গিয়ে আপনার ফর্ম পিডিএফ ফরমেটে পেয়ে যাবেন। সেটি প্রিন্ট করে নিতে পারেন এছাড়া আবেদনকারীরা বিনামূল্যে সেলাই মেশিন স্ক্রিন ফর্ম ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড অপশনে ক্লিক করে।
কেন্দ্রীয় সরকারের এই সেলাই মেশিন যোজনা প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের একটি কর্মসংস্থানের জোগান দেবে। যে সমস্ত মহিলারা সেলাই শেখার একটা সুযোগ খুঁজছিলেন তাদের কাছে সেলাই শেখার একটা দরজা উন্মোচন হবে। মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন। সবশেষে প্রত্যেক মহিলারা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে সামাজিক উন্নয়ন ঘটবে। নারীদের জীবনযাত্রার মান উন্নত হবে, সেই সাথে পরিবারের অন্য সদস্যদের ওপর অর্থনৈতিকভাবে নির্ভর করতে হবে না।
আপনিও যদি নিজে স্বনির্ভর হতে চান এবং অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে কেন্দ্রীয় সরকারের সেলাই মেশিন যোজনা প্রকল্পে শীঘ্রই আবেদন করুন। কেন্দ্রীয় সরকারের এই যোজনা গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মানকে উন্নয়ন ঘটানোর জন্য এবং তাদের আর্থিক স্বাবলম্বী করার জন্য একটি দুর্দান্ত প্রচেষ্টা।