রান্নার গ্যাসের দামে গ্রাহকদের সুবিধা দিতে বিরাট সিদ্ধান্ত নিল সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আবার মাস্টার স্ট্রোক। রান্নার জন্য ব্যবহৃত LPG গ্যাসের দাম নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ নিল মোদী সরকার।
বিশ্বজুড়ে চলছে জিওপলিটিকাল ডামাডোল। তারপর বিরাট প্রভাব পড়তে পারে তেল ও গ্যাসের দামের উপর। এই পরিস্থিতিতে ভারতে রান্নার গ্যাসের দামে স্থায়িত্ব বোঝায় রাখতে আগের থেকে সিদ্ধান্ত নিল দেশের সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই গুরুত্বপুর্ন পদক্ষেপ নিয়েছে। এই জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করলো ভারত সরকার। LPG গ্যাসের ভর্তুকির জন্য কেন্দ্র সরকার প্রায় ৩০ হাজার কোটি টাকা অনুমোদন করেছে। তবে এই বিপুল ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকদের জন্য নয়। এই ভর্তুকির টাকা দেওয়া হবে গ্যাস মার্কেটিং সংস্থাগুলিকে (যেমন – ভারত গ্যাস, ইন্ডেন এবং HP ইত্যাদি)। আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে গেলে পূর্বের নির্ধারিত মূল্যে LPG বিক্রি করতে গেলে ক্ষতির মুখোমুখি হতে পারে সংস্থাগুলি। এই ক্ষতির থেকে সংস্থাগুলিকে বাঁচাতে আগের থেকে এই বিপুল টাকার অনুমোদন দিল সরকার। সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে যাওয়ার পরও একই মূল্যে LPG বিক্রি করতে গিয়ে সংস্থা গুলির ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৪১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। আগেও, ২০২২ সালে সরকার একই ভাবে সংস্থাগুলিকে বাঁচাতে প্রায় ২২ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছিল। সরকারের এই টাকা ব্যবহার করে সংস্থা গুলি ক্রুড ওয়েল ও গ্যাস কিনতে কিংবা ঋণ পরিশোধ করতে পারবে ।
প্রসঙ্গত, কয়েকমাস আগেই দেশের গ্রাহকদের ভর্তুকিযুক্ত LPG গ্যাসের দাম বেড়েছে। এই ধাক্কায় প্রায় ৫০ টাকা বেড়েছে। ১৪.২কেজি গৃহস্তের জন্য ব্যবহৃত LPG সিলিন্ডারের দাম ৮২৯ থেকে বেড়ে হয়েছে ৮৭৯। সেই সঙ্গে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারের দামও বেড়ে ৫৫০ টাকা হয়েছে। অর্থাৎ গ্যাস দাম বাড়ায় এমনিতেই নাভিশ্বাস সাধারণ মানুষের। তারমধ্যেই, পুনরায় গ্যাসের দাম বাড়ালে সাধারণ মানুষের সমস্যা বাড়বে। তাই আগের থেকে পূর্বের দামে LPG সিলিন্ডারের বিক্রির জন্য সংস্থা গুলিকে এই বিপুল টাকা দেওয়া হচ্ছে । তবে গত এপ্রিল মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে কেন্দ্র সরকার।
আরো ও পড়ুন:- ভারতীয় রেলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, স্পেশাল পোস্টে নিয়োগ।
সম্প্রতি, পার্লামেন্টের অধিবেশনে সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে দেশে ১০.৩৪ কোটি মানুষের পরিবারকে স্বল্পমূল্যে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে।
তবে LPG গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরকারকে আরও একবার আক্রমণ করে বিরোধীরা কটাক্ষের সুরে বলেছেন যে, ২০১৪ সালে গ্যাস সিলিন্ডারের দাম হ্রাসের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল সরকার। কিন্তু ক্ষমতায় বসে প্রতিশ্রুত রক্ষা করা তো দূরের কথা, উল্টে গ্যাসের দাম একাধিক বার বৃদ্ধি করেছে .৪৫০ টাকার LPG সিলিন্ডারের দাম এখন প্রায় ৯০০ টাকা। একটা সময় তো ১১০০ টাকাকেও ছড়িয়ে গিয়েছিল গ্যাস সিলিন্ডারের দাম। এমনকি, আগামী দিনে বিহার বিধানসভা নির্বাচনের পরেই যে গ্যাসের দাম ফের বাড়াতে পারে সরকার, সেই সম্ভবনার কথাও জানিয়েছে বিরোধীরা।