২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ভারতীয় রেল। সেখানে একাধিক পদে বিপুল কর্মী নিয়োগের ফর্ম ফিলাপ হয়। সেই বিজ্ঞপ্তি গুলির মধ্যে RRB NTPC (আন্ডার গ্রাজুয়েট) নিয়োগের পরীক্ষা চলছে। কিছুদিন পরেই RRB গ্রুপ-ডি নিয়োগের পরীক্ষা শুরু হবে। আবার, নতুন করে RRB টেকনিশিয়ান পদের নিয়োগের ফরম ফিলাপ সদ্য শেষ হয়েছে। তারমধ্যে, দেশের শিক্ষিত বেকার যুব সমাজের জন্য ভারতীয় রেলের নতুন চমক। নতুন এক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারত সরকারের রেল মন্ত্রক।
এই নতুন পদটি হল সিলেকশন কন্ট্রোলার পোস্ট। যেটি NTPC অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির মতোই পোস্ট হলেও এই পদের নিয়োগ এবার হবে সম্পূর্ণ আলাদা ভাবে। লেভেল সিক্স ক্যাটাগরির এই পোস্টে সম্পূর্ণ পার্মানেন্ট ভাবে নিয়োগ করা হবে।রেলওয়ে ট্রাফিক ডিপার্টমেন্টের অধীনে এই পদে নিয়োগ করা হবে। সারা দেশে রেলের ১৬ টি জোনের জন্য মোট ৩৬৪ টি পদে নিয়োগ করা হবে। তবে এই নিয়োগের সমস্ত দায়িত্বে দেওয়া হয়েছে RRB ব্যাঙ্গালোরকে।এই পদের নিয়োগ দুই রকম ভাবে হয়ে থাকে।৬০% ডাইরেক্ট নিয়োগ এবং ৪০% প্রমোশনাল নিয়োগ। এই ডাইরেক্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে RRB কর্তৃপক্ষ। এই পোস্টে চাকরি পেয়েই বেতন পাবেন মাসিক প্রায় ৪০ হাজার টাকার মতো এছাড়াও থাকছে চিফ কন্ট্রোলার পদে প্রমোসনের সুযোগ।
কোন যোগ্যতায় এই পদের আবেদন করা যাবে?
চাকরির প্রার্থী বয়স হতে হবে কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যেই তবে তপশিলি জাতি উপজাতি উভয় শ্রেণীর ক্ষেত্রে বয়সের ছাড় পাবেন। এছাড়াও যেকোনো শাখায় স্নাতক পাস হতে হবে। প্রার্থীকে অবশ্যই A – ২ স্ট্যান্ডার্ড মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে।
আরোও পড়ুন:- খাদ্যসাথী প্রকল্পের লক্ষ লক্ষ গ্রাহক বিনামূল্যে রেশন পান। জানেন কোন কার্ডে কত রেশন পাওয়া যায়?
কিভাবে নিয়োগ করে হবে?
১) পরীক্ষার প্যাটার্ন এখনও জানানো হয়নি।
২) তবে সম্ভাব্য কম্পিউটার বেসড টেস্ট হবে।
৩) সম্ভবত মেন্টাল , অ্যানালেটিক্যাল ও লজিক্যাল রিজেনিং এর উপর প্রশ্নপত্র থাকবে।
কবে এই পদের নিয়োগের আবেদন করা হবে?
ভারতীয় রেল প্রথমে এই পদে নিয়োগের অনুমোদন দিয়েছে। এক সপ্তাহের মধ্যে নিয়োগের সমস্ত বিষয় সমেত পুনরায় সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভবত আগষ্টের শেষ ও জুলাই মাসে এই নিয়োগের আবেদন শুরু হবে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্ম ফিলাপ হবে। এই নিয়োগ সম্পর্কে আরও তথ্য জানতে RRB ওয়েবসাইটে নজর রাখুন।